টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের
২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় তিন গাড়িতে বাসের ধাক্কার সাত জন নিহতের ঘটনায় শোক ও ক্ষোভে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একই স্থানে প্রায়ই মর্মান্তিকভাবে মানুষের প্রাণ ঝরায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়েছেন নেটিজেনরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোকে মাতম চলছে নিহত ব্যক্তিদের বাড়িতে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অস্বাভাবিক দুর্ঘটনা ঘটায় বিষয়গুলি গুরুতরভাবে তদন্ত করার দাবি উঠেছে সচেতন মহল থেকে।
যাদের অবহেলায় এমন সড়ক দুর্ঘটনা ঘটেছে, তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা। তারা টোল প্লাজায় কোনো স্পিড ব্রেকার না থাকা ও বারবার দুর্ঘটনা ঘটলেও স্থানটি নিরাপদ করতে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।
জানা যায়, শুক্রবার মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী গ্রামের মালেক ঘরামির বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইজপাড়া গ্রামের জসিম উদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল এদিন। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকেই বিয়ের দাওয়াত দেয়া হয়েছিল।
বোনের বিয়েতে অংশ নিতে মোটরসাইকেলযোগে স্বামী-সন্তানসহ বিয়ে বাড়িতে আসছিলেন রেশমা। তবে মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার জন্য তাদের মোটরসাইকেলটি যখন দাঁড়িয়ে ছিল সেই সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় রেশমার ছেলে আব্দুল্লাহ এবং গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনাগত সন্তানসহ মৃত্যুর কোলে ঢোলে পড়েন অন্তঃসত্ত্বা রেশমা।
ফেসবুকে আরিফ আজাদ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’ বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।
ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।
টোল প্লাজা, রাস্তার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। জায়গায় জায়গায় স্পীড ব্রেকার। দুনিয়ার আর কোনো দেশে, টোল প্লাজায় টোল পরিশোধ করতে দাঁড়িয়ে এরকম বেঘোরে কেউ প্রাণ হারায় কী না আমার জানা নেই।অথচ, কোথাও কোনো আওয়াজ নেই। যেন এটা নিত্য নৈমিত্তিক রুটিনের অংশ৷ এভাবে প্রাণ হারানোই আমাদের নিয়তি।ফিটনেস ছাড়া গাড়ি আর মাতাল ড্রাইভারদের কোনোদিন শাস্তি হয়না।এদেশে মরে যাওয়াটা এতো সহজ কেন?
নোশিন ইশি লিখেছেন, চোখের সামনে নিজের সন্তান এবং স্ত্রীকে এইভাবে নিমিষেই শেষ হয়ে যাইতে দেখার পর কিভাবে যে উনি সারাজীবন বেঁচে থাকবেন।বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা। ভদ্রলোক মেনশন করেছেন যে উনি স্ত্রী সন্তান নিয়ে খুব সাবধানে মোটোরসাইকেল চালায় এসেছিলেন কিন্তু টোল প্লাজায় দাঁড়ায় থাকা অবস্থাতেও যে এমন ঘটনা ঘটতে পারে কল্পনায় আসেনি কারো।
হাইস্পিড এ গাড়ি চালানো, কম্পিটিশন লাগায় ওভারটেক করা, রাস্তায় রং সাইড দিয়ে গাড়ি চালানো, ড্রিংক করে গাড়ি চালানো, একি ড্রাইভার দিয়ে টানা ২/৩ দিন গাড়ি চালানো, মানে এগুলো এখন বাংলাদেশে ডাল ভাত হয়ে গেছে।যার জন্য এইরকম মর্মান্তিক ঘটনা ঘটছে প্রতিদিন, প্রাণ দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত।বিদেশে তো এই জিনিস গুলো খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়, জরিমানা হয়, জেল পর্যন্ত হয় তাহলে বাংলাদেশে এগুলো স্ট্রিক্টলি কেনো মেইনটেইন হয়না? এগুলার বিরুদ্ধে কেনো কঠোর শাস্তি হয়না? বাংলদেশে মানুষ নিরাপদ সড়ক আর আদৌও কখনও দেখতে পাবে কিনা!
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা