মা-ছেলের দেখা ৭ বছর পর
০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম
লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অধীর আগ্রহে মা বেগম খালেদা জিয়ার অপেক্ষায় ছেলে তারেক রহমান। সাথে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতারা। বিমানবন্দরের বাইরে দীর্ঘ সড়কে সারিবদ্ধ দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন বিএনপি নেতাকর্মীরা। ঘড়ির কাটায় স্থানীয় (যুক্তরাজ্য) সময় গতকাল বুধবার সকাল ৯টা ৫মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা ৫৮ মিনিট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রানওয়ে থেকে বেগম জিয়াকে হুইল চেয়ারে করে এনে ভিআইপি প্রটোকলে ইমিগ্রেশন শেষ করা হয়। এরপরই দেখা মেলে বহুল কাক্সিক্ষত সেই মুহূর্তের। সকাল থেকেই বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষারত ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ৭ বছর আড়াই মাস পর দেখা হয়। যে মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারেক রহমানসহ কোটি কোটি মানুষ। ছেলেকে দেখেই হাস্যোজ্জ্বল হয়ে উঠে খালেদা জিয়ার মুখ। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। মা-ছেলের এ মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে। দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত ছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও। তিনিও শাশুড়িকে জড়িয়ে ধরেন। সেখানেই ছেলে ও পুত্রবধূর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকোথন হয় খালেদা জিয়ার। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।
এরপর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। একটি ভিডিওতে দেখা যায়, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার পাশের সিটে বসে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। পরে লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সাথে থাকা ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে পতিত আওয়ামী লীগ সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফায় আবেদন করা হয়। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। বরং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে করেছিলেন অমানবিক তুচ্ছ্যতাচ্ছিল্য।
এর আগে ২০১৭ সালের ১৫ জুলাই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন একই বছরের ১৮ অক্টোবর। সেইবার খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান তারেক রহমান। তার সেই সফরে লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল। দীর্ঘ ৭ বছর আড়াই মাস পর ফের দেখা হলো মা-ছেলের। মাঝের এই সময়টিতে মিথ্যা মামলায় দুই বছরের বেশি সময় কারাবন্দী, গুরুতর অসুস্থ হয়ে পড়লেও করা হয়েছে চিকিৎসা বঞ্চিত, গৃহবন্দী অবস্থাসহ খালেদা জিয়ার উপর অবর্ণনীয় মানসিক নির্যাতন চালিয়েছে স্বৈরাচার হাসিনা। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে প্রেসিডেন্টের আদশে মুক্তি পান বেগম খালেদা জিয়া।
এরপরই গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। সেদিন রাত সোয়া ৮টার দিকে বেগম খালেদা জিয়ার তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় ফিরোজা থেকে গুলশান-২, কাকলি হয়ে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়ক জুড়েই ছিল লাখ লাখ মানুষের ভীড়। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এবং তার সুস্থতা কামনায় ঢল নামে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের। তাদের সকলের প্রত্যাশা দেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এই নেত্রী যেন চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারো দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
যদিও বেগম খালেদা জিয়া সোয়া ৮টায় বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন কিন্তু তার বিদেশ যাত্রা উপলক্ষ্যে বিকেল থেকেই গুলশানে ফিরোজার সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যা নামার আগেই ফিরোজাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠে গুলশান-২ এলাকা। এছাড়া সন্ধ্যা ৭টার পর থেকেই বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এবং এক পলক দেখার জন্য গুলশান-কাকলী-বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কের এক পাশে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। আর তিনি যখন গুলশান থেকে রওয়ানা হন তখন তার গাড়ীবহরকে কেন্দ্র করে গোটা সড়কটিতে যেন নেমেছিল জন¯্রােত। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যারা প্রাণের নেত্রী বেগম জিয়াকে দেখতে পেয়েছেন তারা খুশিতে হয়েছেন আত্মহারা, আর যারা দেখতে পাননি তারাও খুশি হয়েছেন দেশনেত্রীর চিকিৎসার সুযোগে। বেগম জিয়াও যাত্রা পথে মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে গাড়ীর ভেতরে বসে থেকেই হাত নেড়েছেন। মানুষের এই ¯্রােত ঠেলে ১০ মিনিট দূরত্বের পথ বেগম খালেদা জিয়ার পাড়ি দিতে সময় লেগেছে আড়াই ঘণ্টারও বেশি সময়।
এয়ার অ্যাম্বুলেন্সের রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সগণ ছিলেন। এছাড়া খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য একই বিমানে ছিলেন। তারা হলেন- প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিক, প্রফেসর ডা. নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তারসহ দু’জন গৃহকর্মীও খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেয়ার্স ঝড়ে রংপুরকে বড় লক্ষ্য দিল বরিশাল
হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি
কুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ
ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে মানববন্ধন
শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
আশুলিয়ায় বাসা বাড়িতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বরবাদ' সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে মুম্বাইয়ের পথে শাকিব
কেরানীগঞ্জে অপহরণকারী চক্রের ৬ সদস্য র্যাবের হাতে গ্রেফতার
শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক
ইমরানের খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা
কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান চান ট্রাম্প
ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ