সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। তাকে জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালানোসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের সাবেক এ ওসিকে পালাতে সহায়তাসহ দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া একই থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে থানার মধ্যে থেকে হত্যা মামলার আসামি শাহ আলম কীভাবে পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানা থেকে পালিয়ে যান শাহ আলম। তার পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, গত জুলাই আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন মো. শাহ আলম গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং আওয়ামী সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি করা হয় তাকে। তারপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সেই মামলায় শাহ আলমকে গ্রেফতার করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. লিটন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমকে গত বুধবার গ্রেফতার করে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর শাহ আলমকে রাতে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে। গত বৃহস্পতিবার দুপুরে যখন তাকে ঢাকার আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো, ঠিক তখনি শাহ আলম কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো.সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মো. শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের (অপারেশনস) কক্ষ থেকে। এ সময় থানার বর্তমান ওসি, পরিদর্শক (তদন্ত), মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় উপস্থিত ছিলেন।
উত্তরায় পলাতক ওসিকে গ্রেফতারের দাবি
এদিকে উত্তরা সংবাদদাতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতা হত্যাকারী খুনি ওসি শাহ আলমকে গ্রেফতার ও জড়িতদের বিচারের দাবি জানিয়ে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তারা শেখ হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, যুবলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সেøাগান দিয়ে উত্তরা বিএনএস সেন্টার থেকে বিক্ষোভ মিছিল করতে করতে হাউজ বিল্ডিং হয়ে উত্তরা আজমপুর পূর্ব থানার পাশে গিয়ে মিছিল শেষ করে। সেখানে তারা প্রশাসনের লোকদের সাথে কথা বলেন এবং পলাতক আসামি শাহ আলমকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, দেশ স্বাধীন হলেও ফ্যাসিবাদের হাত থেকে উত্তরা এখনো স্বাধীন হয়নি। এ সময়ের মধ্যে খুনি ওসিকে গ্রেফতার করা না হলে উত্তরা অচল করে দিবে তারা।
বিমানবন্দরে মহাসড়কে ছাত্র-জনতার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান। তিনি শিক্ষার্থীদের আস্বস্ত করে বলেন, ছাত্র-জনতা যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে, ঠিক সেইভাবে আপনাদের সকলের সহযোগিতায় পলাতক ওসিকে গ্রেফতার করবো। আমারা বসে নেই আমরা আপনাদের সহযোগিতা চাই। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটি রিপোর্ট দিবে। এ ঘটনায় ওসি সহ যারাই জড়িত থাকুক না কেন সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কোন অপরাধেরই ক্ষমা হবে না। থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারে তারা সব ধরনের চেষ্টা করছেন।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বলেন ২৪ ঘণ্টার মধ্যে পলাতক খুনি আসাপ ওসি শাহ আলমকে প্রশাসন গ্রেফতার করতে না পারলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও তারা আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে।
ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারত সফর নিয়ে বিজিবি মহাপরিচালকের কোনো গোপনীয়তা নেই: বিজিবি
সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আজও দূষণের শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
চীনে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
ইসলামী আদর্শে ইসরায়েলি বন্দিদের প্রতি মানবিক আচরণ: আল-কাসাম কমান্ডার
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড
ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু
ভারতে এক দিনের জন্য ১০ সংসদ সদস্য সাসপেন্ড
কোরআন অবমাননায় এই প্রথম মামলা হলো ডেনমার্কে
খেলাধুলা ছাত্র ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখে: জসিম উদ্দিন
এবার ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস
বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় চালু
সুইজারল্যান্ডে চার দিনের সফরে ৪৭টি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা