স্থানীয় বাসিন্দা-বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয় :স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। কিন্তু স্থানীয় বাসিন্দা ও বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
বর্ডারে আমাদের প্রচুর শক্তি আছে। জনগণ হলো আমার বড় শক্তি। গতকাল রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত চারটি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এগুলোর মধ্যে ছিলÑ সীমান্তের ১৫০ গজের মধ্যে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এমন কাজ কেউ করতে পারবে না। শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সঙ্গে কাছ থেকে সম্মতি নিতে হবে। সম্মতি ছাড়া তারা এ কাজটা করতে পারবে না।
তিনি বলেন, ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার ২৭১ কিলোমিটারে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে ফেলেছে। বাকি রয়েছে ৮৮৫ কিলোমিটার। বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে। এ সুযোগের মধ্যে রয়েছে তারা ১৬০টি স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে, সেখানে ঝামেলা রয়েছে। ৭৮টি স্থানে আরেকটি ঝামেলা রয়েছে। এখন পাঁচটি স্থানে ঝামেলা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাটের তিন বিঘা করিডোর, নওগাঁর পতœীতলা, ফেনী, কুষ্টিয়া ও কুমিল্লায় সম্প্রতি (কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে) ঝামেলা দেখা দিয়েছে।
কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফের ভেতরে একটি আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেয়ায় তারা (ভারত) এই জায়গা (কাঁটাতারের বেড়া নির্মাণ) থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটি বড় সমস্যা হচ্ছেÑ আগের সরকার যেহেতু কিছু কিছু জায়গায় লিখিত দিয়ে গেছে। এই জায়গায় এটি করতে পারবে, ওই জায়গায় ওইটা করতে পারবে। যেগুলো তাদের দেয়া উচিত হয়নি।
উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় বিজিবির সঙ্গে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেয়ায় অন্য জায়গাগুলোতে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তাদের এ শক্ত অবস্থানের জন্য বিজিবি এবং বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। স্থানীয় সাংবাদিকরা আমাদের এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছেন। ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছি।
সীমান্তে আজকের অবস্থা কীÑ এ বিষয়ে উপদেষ্টা বলেন, কাজ বন্ধ আছে। যে কয়টা জায়গায় কাজ শুরু হয়েছিল সব জায়গায় বন্ধ আছে। আমরা এই কাজগুলো করতে দেবো না।
লালমনিরহাটের তিন বিঘা করিডোরে বড় সমস্যা দেখা দিয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৯৭৪ সালে যখন বেরুবাড়ি চুক্তি হয়েছে, তখন আমরা বেরুবাড়ি দিয়ে দিয়েছি। আমাদের সংসদ সেটি অনুসমর্থন করেছে। কিন্তু তিন বিঘা করিডোরে যাওয়ার জন্য আমাদের প্যাসেজটা দেয়ার কথা ছিল ভারতের। এটি সারা জীবনের জন্য তারা আমাদের দিয়ে দেবে। আমরা দিয়ে দিয়েছি কিন্তু তারা সংসদে অনুসমর্থন করেননি, জায়গাটা আমাদের দেয়ওনি। এক ঘণ্টা খুলতো, এক ঘণ্টা বন্ধ রাখতো, ছয় ঘণ্টা খুলতো, ছয় ঘণ্টা বন্ধ রাখতো, রাতে পুরোটাই বন্ধ থাকতো। ২০১০ সালে একটি চুক্তি হয়, সেখানে বলা হয় করিডোর ২৪ ঘণ্টা এটি খোলা থাকবে, আমরা ব্যবহার করতে পারব। তার পরিবর্তে একটি বিরাট ঝামেলা করেছে যে, আঙ্গরপোতা-দহগ্রামে যে আমাদের জায়গাটা সেখানে জিরো লাইনের ওপরে তারা কাঁটাতারের বেড়া দিতে পারবে। যেটি ছিল ১৫০ গজের মধ্যে করতে পারবে না। এ জন্য সেখানে বড় ধরনের একটি সমস্যা হচ্ছে। তারা সেখানে বেড়া নির্মাণ করতে গেলে আমরা বাধা দেই, কিন্তু আইনগতভাবে বাধা দেয়ার এখতিয়ার নেই। যেহেতু আমরা ইতোমধ্যে সাইন করেছি। আমরা যদি সেখানে বেশি কঠোর হই তারা আবার প্রবেশের ক্ষেত্রে ঝামেলা করে।
আগামী ১৬ ফেব্রুয়ারি বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক আছে জানিয়ে উপদেষ্টা বলেন, এগুলো নিয়ে আলোচনা হবেÑ আলোচনা করে, যাতে কাজগুলো বন্ধ করা যায়।
সীমান্তে আমরা শক্তি বাড়াচ্ছি কি-না এ বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডারে আমাদের প্রচুর শক্তি আছে। জনগণ হলো আমার বড় শক্তি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। আমাদের জায়গা দেবো না আমরা তো কঠোরই। তারা তো বিভিন্ন জায়গায় সমস্যা করার চেষ্টা করবে। আমরা যেভাবেই হোক ছলে-বলে-কৌশলে সেই সমস্যার সমাধান করব।
আপনি বলেছেন গত সরকার কিছু সুবিধা দিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে। সেই সুবিধাগুলো বাতিল করা হবে কি-না এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ জন্যই তো আমাদের মহাপরিচালক ফেব্রুয়ারি মাসে যাচ্ছে। আমরা তাদের একটি চিঠিও দেবো। যে অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যাতে বাদ দেয়া যায়। এই সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা।
এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে কোঁপানো হয়েছে, এসব ঘটনা ছড়িয়ে পড়ছেÑ দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঝে মধ্যে ঘটনা ঘটছে। আগে এত মিডিয়া ছিল না, এখন একটি আওয়াজ হলে আপনারা জেনে যান। আগে এত জানাজানি হতো না। আপনারা এসব জানাচ্ছেন বলে আমরা উপকৃত হচ্ছি। সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাতেন হয়তো আরো বেড়ে যেত।
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সাংবাদিকরা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, না, চরম অবনতি হয়েছে এটি তো আমি বিশ্বাস করব না। এত চরম অবনতি হলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না। মাঝে মধ্যে দুয়েকটি ঘটনা ঘটছে। আসলে আগে তো এত গণমাধ্যম ছিল না এখন একটি ঘটনা কোথাও ঘটলে সবাই জেনে যায়। আগে জানাজানি হতো না ঘটনা ঘটে যেতো। কিন্তু এখন ছোটখাটো ও বড় ঘটনা ঘটলে জানাজানি হয়। এগুলো জানার ফলে আমরা উপকৃত হচ্ছি এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান