কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

সীমান্তে বাংলাদেশীদের মধ্যে উত্তেজনা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম

সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখার এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হলেও বোতল ঝুলিয়ে দেন বিএসএফ সদস্যরা। এতে স্থানীয় গ্রামবাসীর মধ্যে আবারও বিরাজ করছে চরম উত্তেজনা। গত ১৫ জানুয়ারী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেছিল বিএসএফ।
সরেজমিন দহগ্রামে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার পিলারের কাছ দিয়ে চার ফুট উচ্চতায় লোহার অ্যাঙ্গেল বসিয়ে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। বুধবার এই বেড়ায় কাঁটাতারের সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দেয়া হয়েছে। সীমানা বেড়ার পাশ দিয়ে বিএসএফ সদস্যদের সশস্ত্র অবস্থায় টহল দিতেও দেখা গেছে। এছাড়া রাত হলে সীমান্তে নিরাপত্তা এবং নজরদারি বাড়াতে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে আলোকিত করে রাখে বিএসএফ। এমন বেড়া দেওয়া, বিএসএফের টহল ও আলোকিত করার কারণে দহগ্রামে আতঙ্ক ছড়িয়েছে। বিজিবি সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুর ১২টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তাঁরা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটার অংশের তারগুলোতে ৮ থেকে ১০ ইঞ্চি মাপের কাচের খালি মদের বোতল ঝুলিয়ে দিতে থাকেন। স্থানীয় বাসিন্দারা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করেন। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝোলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায় তারা।
ভারত এরকম বেড়া এই প্রথম দিয়েছে জানিয়ে দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন সাংবাদিকদের বলেন, কিছু কিছু জায়গায় যেখানে বেশি একটু সমস্যা হয় সেখানে দিত বেড়া। কিন্তু ইদানীং ওরা (বিএসএফ) কোনো জায়গা বাদ দিচ্ছে না। ওরা কাঁটাতারের না ক্যাটেল বেড়া দিচ্ছে এখন, যাতে এদিকের গবাদি পশু ওদের জমিতে না যায়। দহগ্রামের বাসিন্দা ফজলুল ইসলাম বলেন, কাঁটাতারের বেড়া দেয়ায় শান্তিভাবে তিনবিঘা করিডোর দিয়ে হাটবাজার করতে পারছি না আমরা। এই বেড়া দেওয়ার আগে মহিলা মানুষ ভাত নিয়ে মাঠে যেতে পারছিলেন। এখন এমন হয় যে, আমরা কাজ করছি, ওরা (বিএসএফ) পিটুনি দিচ্ছে তাদের (করিডোর দিয়ে আসা বাংলাদেশি)।
ফজলুল ইসলাম নামে একজন বলেন, দহগ্রাম থেকে বাংলাদেশে প্রবেশ-বাহিরের জন্য একমাত্র পথ হলো তিনবিঘা করিডোর। চব্বিশ ঘণ্টা খোলা থাকলেও ৫ অগাস্টের পর থেকে আগের তুলনায় এই করিডোরে বেশ কড়াকড়ি চলছে। ট্রাক-বাস আসতে দিচ্ছে না বিএসএফ। মনে করেন কলেজের একটা পিকনিক এলো ওইখানে ঢুকতে দেয় না। আমরা বেরুবাড়ি দিয়ে এই তিনবিঘা করিডোর নিয়েছি। এটাতো স্বাধীন হওয়া চাই। তিনি আরো বলেন, জিরো লাইনে বেড়া দেয়ার কারণে ক্ষেতে-খামারে কাজ করতে আমাদের খুব অসুবিধা হয়। বিএসএফ টাওয়ার থেকে এসে হুমকি দেয়। যে কারণে ছোটদের ক্ষেতে যেতে দিই না। এখন সন্ধ্যার আগেই ক্ষেত-খামার থেকে বাড়ি ফিরি। আমাদের গরু আমরা আমাদের মাঠে নিয়ে গেলেও বিএসএফ’র বাধার মুখে পড়তে হয়। অনেক সময় নির্যাতন করে তারা। গরু ভারত থেকে নিয়ে এসেছি বলে বন্দুক তাক করে। গুলি করে দেব বলে ভয় দেখায়। আমাদের গরু কি আমরা ঘরে পুষবো?
৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটির প্রটেকশনের (সুরক্ষা) জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সে জন্য তারা (বিএসএফ) শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই দুশ্চিন্তায় আছে। এ জন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছে।
সম্প্রতি সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, শূন্যরেখা থেকে ১৫০ গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, দহগ্রামের ক্ষেত্রে শূন্যরেখার উপরে তারা বেড়া দিতে পারবে। লিগ্যালি এইখানে আমাদের বাধা দেয়ার সুযোগ নাই। কারণ আমরা এটা করতে দিতে সাইন করেছি (২০১০ সালে একটা চুক্তি করা হয়)। তিনবিঘা করিডোরের ভেতরে যে দহগ্রাম আঙ্গরপোতা ওটা এমন যে চারিদিকে ভারত, আমরা মাঝখানে। এমন সমস্যা আমাদের ট্যাক্টফুলি ইয়ে (হ্যান্ডেল) করতে হয়। উল্লেখ্য ভারতের ভেতর বাংলাদেশের ২২ দশমিক ৬৮ বর্গ কিলোমিটার আয়তনের ছিটমহলের নাম দহগ্রাম। ১৯৮৫ সালে দহগ্রামকে একটি ইউনিয়ন ঘোষণা দিয়ে পাটগ্রাম উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। প্রায় ২০০ মিটারের তিনবিঘা করিডোর দিয়ে মুল ভূখ-ে যাতায়াত করেন দহগ্রামের বাসিন্দারা। বর্তমানে দহগ্রামের বাসিন্দা প্রায় ২২ হাজার। কৃষিকাজই জীবিকার একমাত্র উৎস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
আরও

আরও পড়ুন

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

স্বনির্ভর অর্থনীতির পথে দেশ

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে

নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে