মোটরসাইকেল আরোহীসহ নিহত ৭
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ সাতজন প্রাণ হারিয়েছেন। গতকাল সরকারি ছুটির দিন শুক্রবার দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নড়াইলে এক্সপ্রেস নামের একটি পরিবহন মটরসাইকেল আরোহী সুমন শেখকে (৩৩) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ চুর্ণ-বিচুর্ণ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ইনকিলাবকে দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার বামনকান্দা কলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গফুর মন্ডলপাড়া এলাকার ছালাম শেখের পুত্র। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. পলাশ ইনকিলাবকে জানান, সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামের একজনের লাশ আসছিল। তার মাথা ও মুখম-লসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সড়কে পড়েছিল। তার পকেটের পরিচয়পত্র দেখে তাকে সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেল আরোহীর লাশ সড়কে পড়ে আছে। ঘাতক নড়াইল এক্সপ্রেস নামক পরিবহনটি পালিয়ে গেছে। লঅশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রোডের ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মীরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের বড়–য়াপাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়–য়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়–য়া, একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়–য়া ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়–য়া।
স্থানীয় রতন বুড়–য়া জানান, মায়ানী ইউনিয়নের বড়–য়াপাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রুবেল বড়–য়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। লাশ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে।
কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস, একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা। এরমধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো.রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদীতে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টায় জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদম তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- ট্রাক চালক শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুৃমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)। পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক সালাউদ্দিন ও বাস চালক আশরাফুল ইসলামের অবস্থা আশংকাজনক। এছাড়াও বাসের আরো ৬ যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে