জাতির বীর সন্তানদের স্মরণ
২৭ মার্চ ২০২৫, ১২:৫১ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:৫১ এএম

শ্রদ্ধা ভালবাসা আর যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস। দীর্ঘ ১৮ বছর পর মুক্ত পরিবেশে বাধাবিপত্তিহীন ভাবে সারাদেশে দিবসটি পালিত হয়েছে। এবারের স্বাধীনতা দিবসে কোথাও কোনো বাধাবিপত্তি নেই, ব্যাক্তি বন্দনার বালাই ছিল না। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তারা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। দিবসটি উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রেসিডেন্ট বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
যাদের গৌরবগাথা যুদ্ধ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে গতকাল বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। ভোর থেকেই দলে দলে ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। এ সময় অনেককে লাল-সবুজের পোশাক পরে আসতে দেখা গেছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে দিবসটি। প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।
বিশেষ সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বরিশাল ব্যুরো জানায়, যথাযথ মর্যাদায় বরিশালে দিবসটি উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসনের তরফ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম কর্তৃক সালাম গ্রহণ ও ছাত্র ছাত্রীদের সমাবেশ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জেলা প্রশাসক কর্তৃক পুরস্কার বিতরণ করেন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে নাবিপ্রবিতে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা সংবাদদাতা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কোমলমতি শিশুদের মাঝে ও শিক্ষার্থীদের মাঝে সকালে রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম জাতীয় পতাকা বিতরণ করেছেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জেলা প্রশাসন শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন করা হয়। জেলার পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে। জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান। সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাষ্ট্রের পক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান
বদলগাছী (নওগাঁ) উপজেলা সংবাদদাতা জানান, নওগাঁর বদলগাছীতে প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সকালে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার, ইশরাত জাহান সনি, সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন ও বদলগাছী থানা ইনচার্জ ওসি শাজাহান আলী সমন্বয়ে জাতীয় পতাকা উত্তলোন করেন।
বকশীগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্ককার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে সকালে শহীদ বেধীঁতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতৃবৃন্দ।
চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম দাউদকান্দি সহ প্রমুখ।
দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নগদ অর্থ ও উপহার সামগ্রী ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসানাত খাঁন’র সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে সঞ্চালনা করেন সভার।
দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা গণমিলনায়তন হলে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার ও উপজেলা সহকারি ভূমি কমিশনার অভিজিৎ সূত্রধরের যৌথ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে দিবসের সূচনালগ্নে উপজেলা সদরসস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ১২৬ জন পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্ব করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, জকিগঞ্জে দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান দিবসটি পালন করা হয়েছে।
গাফুরী (নাঙ্গলকোট) কুমিল্লা সংবাদদাতা জানান, নাঙ্গলকোটে দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার সভাপতিত্ব করেন।
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সদরপুরের উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২ শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, তারাকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য দিবস পালিত হয়েছে।কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদাদাতা জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাসন, বীর মুক্তিযোদ্ধাগন, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, শ্রীনগরে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, সিংড়ায় উপজেলা প্রশাসন ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করার লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, নান্দাইল উপজেলায় কেন্দ্রীয় বিএনপির নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামসুল ইসলাম শামস্ ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে জাতীয় স্বাধীনতা দিবসে এক বিশাল র্যালি নান্দাইল উপজেলায় প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা