ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস কাউন্টারে উপচেপড়া ভিড়
২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

পরিবার-প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল রেল স্টেশন-বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কার্যত গতকাল থেকে সরকারি অফিসসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হচ্ছে। যাত্রীদের ভিড় বেড়েছে বাস কাউন্টারে। প্রতিটি কাউন্টার যেন যাত্রীতে ঠাসা। শিডিউল অনুযায়ী সময়মতো বাস ছেড়ে যাওয়ায় স্বস্তিতে থাকা যাত্রীদের অস্বস্তিতে ফেলেছে লাগেজের ভোগান্তি। বেশিভাগ কাউন্টারেই অধিকাংশ যাত্রীকে লাগেজ নিয়ে বাইরে অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ বেড়েছে কয়েকগুণ। যাত্রীদের চাপে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গরম ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। স্টার লাইন পরিবহনে বিকাল ৫টার বাসের টিকিট কাটা ফেনীর আমিরুল ইসলাম বলেন, যানজটের ভোগান্তি এড়াতে আগে রওনা দিয়েছিলাম। ২ ঘণ্টা আগে বাস কাউন্টার এসে পৌঁছেছি। কাউন্টার থেকে বলেছে শিডিউল মতো বাস ছাড়বে। কিন্তু এই দুই ঘণ্টা অপেক্ষা করার মতো জায়গা নেই কাউন্টারে। বাধ্য হয়ে লাগেজ-ব্যাগ নিয়ে কাউন্টারের সামনে বসে পড়েছি। মহাসড়কে যাত্রাবাড়ি সন্তানকে নিয়ে ফুটপাতে বসে পড়েছেন এক মা। তিনি বলেন, প্রতিবারই ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হয়, বেশিভাগ সময়েই বাসের শিডিউল বিপর্যয়, কখনো সড়কে যানজট। এবার সেরকম কিছুই ঘটেনি। হানিফ বাস কাউন্টারের টিকিট বিক্রেতা বলেন, এবার এখনো অনাকাঙ্খিত কিছু ঘটেনি। সড়কে চাপ বাড়ছে। তবে এখনো শিডিউল বিপর্যয় ঘটেনি। বাস যথাসময়েই ছেড়ে যাচ্ছে। কাউন্টারে বাড়তি ভিড় রয়েছে। যানজট-ভোগান্তি এড়াতে হয়ত অনেকে আগে চলে এসেছেন কাউন্টারে। তাই চাপ বেড়েছে। সায়দাবাদ বাস টার্মিনালের এশিয়া লাইন পরিবহনের ম্যানেজার এনামুল হক বলেন, অগ্রিম টিকিট কাটা যাত্রীদের ভিড় বেড়েছে। তবে রাতে ভিড় আরও বাড়বে। যেহেতু আজ থেকে ছুটি শুরু হয়েছে। এখন তাই ভিড়ও বাড়বে।
এদিকে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা ও যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অঞ্চলে ৮ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়াও যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে যানজটপ্রবণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সহায়তায় তিন শতাধিক রোভার স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবক কাজ করছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. খায়রুল আলম এসব তথ্য জানান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ পয়েন্টে যানজটের শঙ্কা মাথায় রেখেই হাইওয়ে পুলিশ কাজ করছে। এরই মধ্যে দাউদকান্দি, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকায় সড়ক ঘেঁষে তৈরি করা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় যানবাহনের চাপ, যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিংয়ের ফলে এ ভোগান্তি বাড়ে। পুলিশ জানায়, যানজটপ্রবণ ২৬টি পয়েন্টের মধ্যে অর্ধেকই কুমিল্লা অংশে।
এগুলো হচ্ছে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর বাজার, চান্দিনা বাসস্ট্যান্ড, মাধাইয়া বাজার, বুড়িচংয়ের নিমসার বাজার, ক্যান্টনমেন্ট এলাকা, আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার ইউটার্ন, সুয়াগাজি বাজার, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম বাজার। এছাড়াও এ সড়কে কুমিল্লার বাইরে মহাসড়কের ফেনীর লালপোল, ভাটিয়ারী পয়েন্ট, ফৌজদারহাট ইউটার্ন, বারবকুন্ড বাজার, ছোট কুমিরা, কেডিএস মোড় ও সীতাকুন্ড বাসস্ট্যান্ড এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এসব স্থানে অতিরিক্ত টহল ও বাড়তি নজরদারি রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবকরাও।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা ঘটলে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিশেষ কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সড়কে কাজ করবে কমিউনিটি পুলিশও। কুমিল্লা অঞ্চলে হাইওয়ে সেক্টরে থাকবে ২২টি চেকপোস্ট, দিন-রাত ৭২টি টহল টিম, ২২টি যানবাহন চেকিং টিম, ৩৮টি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ টিম, বাস স্ট্যান্ডগুলোতে ১৩টি চেকিং টিম, ২২টি সার্বক্ষণিক রেকার টিম, ২৩টি অ্যাম্বুলেন্স, ২২টি কুইক রেসপন্স টিম, একটি কন্ট্রোলরুম ও ৬টি অস্থায়ী করন্ট্রোলরুম এবং একটি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
রোভার স্কাউট কুমিল্লার সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘেœ করতে চিহ্নিত ১২টি হটস্পটে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করবে তিন শতাধিক রোভার স্কাউট সদস্য। এরই মধ্যে স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে হাইওয়ে পুলিশ, সওজ বিভাগ ও বিআরটিএ।
সওজ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত আছে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক সভা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, মহাসড়কে যানজট হতে পারে এমন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম থাকবে। পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও ২৪ ঘণ্টা সহায়তা করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ফাঁস হয়ে গেছে সালমানের 'সিকান্দার', আর্থিক ঝুঁকির শঙ্কা

যমুনা সেতু দিয়ে এক সপ্তাহে ২ লাখ ৪৭ লাখ যানবাহন পারাপার, ১৭ কোটি টাকার টোল আদায়

দেশে দেশে ঈদ উদযাপিত

ফ্যাসিস্ট সরকারের সময় বাড়িতে আসতে পারেনি চৌদ্দগ্রামে স্বাচ্ছন্দে ঈদ উদযাপন সাবেক এমপি ও শিবিরের কেন্দ্রীয় সভাপতির

টেকেরহাট বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে

মিথ্যাচার করছেন নেহা কক্কর,দাবি আয়োজকদের

সম্প্রীতির নজির, ঈদের দিন নামাজিদের উপর পুষ্পবর্ষণ হিন্দুদের

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ঈদের আনন্দ উপভোগ করতে দেয়নি: এ্যানি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া ঈদগাহ মাঠ বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মদের কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন, আটক ৪

ঈদের পরে কোন পথে রাজনীতি? কী পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির?

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

ঈদের মাংশ নিয়ে বাড়ী ফেরা হলো না রুহুল আমিনের

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সারজিস আলম

কমলনগরে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত ঈদগাহে প্রথম' আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজ আদায়

ঈদের দিনেও তাপপ্রবাহ অব্যাহত

আগামীতে আরও বড় পরিসরে ঈদ উৎসব হবে: আসিফ মাহমুদ