ঈদুল ফিতর উদযাপিত
০৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

দীর্ঘ দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলে পবিত্র ঈদুল ফিতর উদযাপন। স্বজনসহ পারা প্রতিবেশীর সাথে একত্রে ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ মেলেছে এবার ঈদুল ফিতরের দিন। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে স্বাভাবিক জীবনে অনেকেই এতো দিন ঈদের আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করে উদযাপন করতে পারেননি। সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে খুশির ঈদ পালিত হয়েছে। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ আনন্দের দিন হলেও বিগত বছরগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালনে ছিল নানা বিধি-নিষেধ তথা কড়াকড়ি। ছিল ভয়, শঙ্কা ও গ্রেফতার আতঙ্ক। বিশেষ করে, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য দিনটি বয়ে আনত চাপা কষ্টের ও আতঙ্কের। কারণ উৎসবের দিনেও তারা পরিবারের সঙ্গে স্বাধীনভাবে দিনটি উদযাপন করতে পারেননি। বিভিন্ন মসজিদে একাধিক ঈদ জামাতও অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর থেকে লাখ লাখ কর্মজীবী মানুষ গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদ উদযাপন করতে। অনেকেই গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন।
আগের বছরগুলোতে অনেকের ঈদ কেটেছে জেলখানায়। আবার অনেকে ছিলেন গুম, কেউ কেউ হয়েছে খুন। ফলে এসব পরিবারের সদস্যদের জন্য ঈদ আনন্দ বরং চাপা কষ্টের কারণ হয়ে দেখা দিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে এখন অবারিত স্বাধীনতা বিরাজ করছে। আর তার মধ্যেই এসেছে প্রথম ঈদ। চাঁন রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহর-নগর কিংবা গ্রামাঞ্চলে ঈদুল ফিতরকে স্বাগত জানিয়ে মিছিল, আতশবাজি ও অন্যান্য আনন্দ-ফূর্তিতে মেতে উঠেছিল মানুষ। ঈদের দিনেও রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে ঈদ সেলিব্রেশনে নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হয়েছিল ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, মৃত স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে সময় পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দেয়ার পর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়। রেডিও-টেলিভিশনে, বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’
রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়। আরো আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে। রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় উদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত আদায় করেন।
উপমহাদেশের ২৭৫ বছরের বৃহত্তম, প্রাচীন ও ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৯৮তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়ার ঈদের জামাতের ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। সে এ এক অভূতপূর্ব দৃশ্য! ঈদে বরাবরই লাখো লাখো মুসল্লির পদভারে মুখরিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার সেই শোলাকিয়া ঈদগাহ ময়দান যেন আরো নতুন এক ইতিহাসের সাক্ষী হলো। পবিত্র ঈদুল ফিতরের জামাতকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মহামিলন কেন্দ্র হয়ে উঠলো ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল ১০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হলেও সকাল সাড়ে ৭টার মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। তখনো চলছিল শোলাকিয়া অভিমুখে মুসল্লিদের ঢল। লাখ লাখ মুসল্লির সঙ্গে একত্রিত হওয়ার বিরল অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তির জন্য শোলাকিয়া অভিমুখে ছুটে আল্লাহর সান্নিধ্য পেতে ব্যাকুল হৃদয়।
ফলে জামাত শুরুর আগেই শোলাকিয়া ঈদগাহ ময়দান ছাড়িয়ে মাঠের আশপাশের রাস্তা, ঈদগাহ পুকুর, শোলাকিয়া সেতু, সেতু পেরিয়ে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে ছড়িয়ে যায় জনস্রোত। তাতেও জায়গা না পেয়ে বাসাবাড়ির ছাদ, উঠান, অদূরের গাছবাজার এলাকা এবং বিভিন্ন গলিপথে জামাতের জন্য দাঁড়ান বিপুলসংখ্যক মুসল্লি। স্বভাবতই শোলাকিয়ার ঈদ জামাত হয়ে যায় এক মহাসমুদ্র। লাখো কণ্ঠের আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে শোলাকিয়া ঈদগাহ এলাকা। এত বড় ঈদ জামাত এর আগে কখনো দেখেনি শোলাকিয়া।
এর আগে গত শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য নামাজের আলাদা জায়গা করা হয়েছিল। মুসল্লিদের জন্য অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছিল। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করার জন্য আরামদায়ক কার্পেট বিছানো হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তার জন্য দুটি মেডিকেল টিম প্রস্তুত ছিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতোই ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর মহাখালিস্থ মসজিদে গাউছুল আজমে এবারো চার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদে গাউছুল আজমেই ঈদ জামাতে প্রচুর মুসল্লির সমাগম ঘটে।
ঢাকা উত্তর সিটির উদ্যোগে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের করা হয় ঈদ আনন্দ মিছিল। ঈদ মেলাও অনুষ্ঠিত হয়। সংসদ ভবন এলাকায় ছিল সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া রাজধানীসহ সারা দেশে ঈদগাহ ও পাড়া-মহল্লার জামে মসজিদগুলোতে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের তিল ধরার ঠাঁই ছিল না। সবমিলিয়ে দীর্ঘ প্রায় দেড় দশক পর প্রথমবারের মতো দেশের মানুষ স্বাধীনভাবে, নিজেদের ইচ্ছামতো ধর্মীয় ও স্থানীয় সমৃদ্ধ সংস্কৃতির মেলবন্ধনে ঈদ উদযাপন করছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ জামাতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। বরাবরের মতো প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। সেখানে দু’দফা ঈদের নামাজে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের সম্মিলন ঘটে। অন্যান্য বছরের চেয়ে এবার বিপুল সংখ্যক বেশি মুসল্লির সমাগম দেখা গেছে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে গত সোমবার সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদের উন্মুক্ত ময়দানে প্রথম নামাজে ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন একই মসজিদের পেশ ইমাম আহমেদুল হক।
জমিয়াতুল ফালাহ ময়দানে প্রথম ঈদ জামাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীসহ আরো অনেকে সামনের কাতারে ছিলেন। এম এ আজিজ স্টেডিয়ামের মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে চসিকের তত্ত্বাবধানে নগরীর লালদীঘির পাড়ে সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। একই সময়ে নগরীতে আরো ৮টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলো হলো- শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। বিভিন্ন মসজিদ ও ঈদের নামাজ আদায় নিয়ে ঈদের দিন ভোর থেকেই নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন পোশাক পরে বাবার হাত ধরে ছোট্ট শিশু, নানা বয়সী, নানা শ্রেণি-পেশার হাজার, হাজার মানুষ ছুটেছেন ঈদের নামাজ আদায়ে। ধনী, গরীব সকলেই মিলেছেন এক কাতারে। নামাজ শেষে অনেকেই বাবা-মা, দাদা-দাদীর কবর জিয়ারত করেন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের জামাতে দেশের মানুষে মানুষে সম্প্রীতির জন্য দোয়া করা হয়েছে। এ ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ রেখে আগামীর সুন্দর বাংলাদেশ কামনা করা হয়েছে। গত সোমবার সকাল ৮টায় রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় ঈদ-উল-ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নামে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। জামাতে ইমামতি করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া, আহতদের আশু সুস্থতা কামনা, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতার কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রায় ২০ হাজার মসজিদ ও ঈদগাহে সর্বস্তরের মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। বরিশাল বিভাগীয় সদরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। সাবেক সিটি মেয়র ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান ও বিভাগীয় কমিশনার রায়হান কাওসার সহ উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা ছাড়াও নগরীর বিশিষ্টজনেরা এখানে ঈদের নামাজ আদায় করেন।
বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় যথাযথ মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুধীজন ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার অন্তত ১৫ টি গ্রামে ঈদ-উল- ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন, মাওলানা মাহবুবুর রহমান।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান।
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি ও জামায়াত নেতা কর্মীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ঝুট ঝামলা ভয়ভীতি আতঙ্ক ছাড়াই। ফ্যাস্টিট সরকারের নেতাকর্মীরা লাপাত্তা কাউকে ঈদ গাঁ ময়দানে দেখা মেলেনী। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক শহরের কেন্দ্রীয় জ্ঞানাঙ্কুর হাইস্কুল ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
স্টাফ রির্পোটার, গফরগাঁও (ময়মনসিংহ) থেকে জানান, গফরগাঁও উপজেলার প্রধান ঈমাম বাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ আল-মামুন, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃব্দ প্রমুখ ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে জাকের পার্টির উদ্যোগে আলাদাভাবে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা জাকের পার্টির অফিসে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার

তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় যুবদল নেতা

ড. ইউনূসকে ‘বস’ ডেকে যা বললেন উপদেষ্টা আসিফ

গণপিটুনিতে নিহত খুনে অভিযুক্ত, বাঁচাতে যেয়ে আহত ৬ পুলিশ

চিকেন’স নেক নিয়ে আতঙ্কে ভারত, নিরাপত্তা জোরদার

মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস

জকিগঞ্জে অটোরিকশা চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না' : শামা ওবায়েদ

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি