ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের তাগিদ জাতিসংঘের
০৮ মার্চ ২০২৩, ০১:২৪ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩, ১১:৪১ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংশোধনের তাগিদ পূনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আইনটির সংশোধনের জন্য মঙ্গলবার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকা, রাজনৈতিক কর্মীদের নির্বিচার গ্রেপ্তার, নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার এবং গণমাধ্যমকর্মীদের অব্যাহত হয়রানির কথা উল্লেখ করে জাতিসংঘ দূত গভীর হতাশা প্রকাশ করেন। ডিএসএ বিষয়ে ভলকার টুর্ক বলেন, তাঁর দপ্তরের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি এটিকে সংশোধন করার জন্য বাংলাদেশ কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, যারা তাদের স্বাধীন মতপ্রকাশ এবং বিশ্বাসের অধিকার প্রয়োগ করছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগর মাধ্যমে ফৌজদারি সাজা দেয়া অব্যাহত রয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫২তম অধিবেশনে বক্তৃতাকালে বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে ভলকার টুর্ক এসব কথা বলেন। টুর্কের পূর্বসূরি মিশেল বাশেলেট
গত বছরের আগস্টে বাংলাদেশ সফর করে এমন আহ্বান জানিয়েছিলেন। মিশেল বলেছিলেন, তাঁর দপ্তর সরকারের কাছে আইনটি সংশোধনে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করেছে। তিনি তখন ওই সুপারিশ অনুযায়ী আইনটি সংশোধনের আহ্বান জানান।
গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মানবাধিকার পরিষদের ওই অধিবেশনে হাইকমিশনার টুর্ক এ পর্যন্ত ৪০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। জেনেভার ওই আলোচনায় তিনি সেই সব দেশের কোন কোন বিষয়ে তাঁর উদ্বেগ রয়েছে, তা তুলে ধরেন।
উল্লেখ্য, ওএইচসিআরের সুপারিশমালাকে খসড়া অভিহিত করে গত ২৩ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, এটি চূড়ান্ত হয়নি।
বিভাগ : জাতীয়
আরও পড়ুন

বিতর্কে নারী ডিসি-ইউএনও

মামলার আগেই র্যাব গ্রেফতার করতে পারে কি না -প্রশ্ন হাইকোর্টের

ওলী আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে

রমজানে গোশত নিম্নবিত্তের নাগালে নেই

বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমছে না তেলের দাম

তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শুরু হচ্ছে

বিএনপিকে সংলাপ নয়, আলোচনার জন্য ডেকেছি

সৌদিতে নিহত ৮ বাংলাদেশীর মধ্যে ২ জনের বাড়ী কুমিল্লা

নগরবাসীর ভোগান্তি চরমে

লেপার্ড ট্যাঙ্কের প্রথম চালান পেল ইউক্রেন

আফগান শরণার্থীদের হোটেল থেকে উচ্ছেদ করবে ব্রিটেন!

চীনের পাশেই থাকছে পাকিস্তান

পেলে, ম্যারাডোনার পাশে মেসিও

ওলী আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে -জমিয়াতুল মোদার্রেছীনের ইফতার মাহফিলে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

রোজার দিনসমূহের সীমারেখা

ঢাকার বায়ু দূষণে দায়ী ভারত

হাওরে আতঙ্ক বজ্রপাত

তুচ্ছ ঘটনায় দুই সহপাঠীকে হত্যা

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধান কে এই হামজা ইউসুফ?

রাস্তায় নামলেই দুর্ভোগ