নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

Daily Inqilab নওগাঁ জেলা সংবাদদাতা

১৩ মার্চ ২০২৩, ০৬:৪২ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

নওগাঁয় হত্যা মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত-২ এর বিজ্ঞ বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এজাহারকারী মো: মাসুদ রানার শশুর মোশারফ হোসেন ২০১১ সালের ৯ জানুয়ারীর সকালে গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। আসামি মিজানুর রহমানের ২ বোনকে কামদেবপুর শালবাড়ি গ্রামে বিয়ে দেওয়াই এবং উক্ত গ্রামে জমি বর্গা চাষাবাদ করার সুবাদে সে তাদের গ্রামে যাতায়াত করে এবং তাদের সাথে পরিচয় হয়। এজাহারকারীর শশুর গরু চরানোর সময় আসামী মিজানুর রহমান জমিতে কাজ করার কথা বলে গ্রামের শরিফুল এর বাড়ী হতে কোদাল নিয়ে মাঠের রেজাউলের জমিতে গিয়ে তার শশুরকে আসামী মিজানুর রহমান পূর্ব শত্রুতা বশতঃ তর্কবির্তকের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে কোদাল দ্বারা উপর্যপুরি মাথায় আঘাত করতে থাকিলে মাটিতে পড়িয়া যায় এবং গ্রামের জরিনা দেখে তার চাচা বক্করকে ঘটনাটি জানায় উক্ত সংবাদ এজাহারকারী চাচা তাকে জানালে তিনি দ্রুত ঘটনা স্থলে গিয়ে তার শশুর এর মাথায় রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেখতে পান। আরও তিনি দেখেন যে, আসামী মিজানুর রহমান কোদাল হাতে দক্ষিণ পশ্চিম দিকে পালিয়ে যাচ্ছে। তিনি এই অবস্থায় চিৎকার শুরু করলে তার চাচা বক্কর সহ আরো লোকজন এসে কোদাল সহ মিজানুরকে আটক করেন। উত্তেজিত জনতা উক্ত মিজানুর রহমানকে গণধোলাই দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে সামান্য ফোলা জখম করে। এই ঘটনায় মাসুদ রানা বাদি হয়ে ঐ দিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা দায়ের করে। যার মামলা নং ১০ তাং ৯/০১/২০১২ এবং জিআর নং ১০/২০১১। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি মো: আব্দুল বাকী এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন মো: সিরাজুল ইসলাম।

 


বিভাগ : জাতীয়


আরও পড়ুন