নবাবগঞ্জে আশির দশকে হারানো রেলের মালামাল উদ্ধার

Daily Inqilab ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি

১৩ মার্চ ২০২৩, ০৬:৪৩ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৩:০০ এএম

দিনাজপুরের নবাবগঞ্জে আশির দশকে হারানো রেল লাইন দীর্ঘদিনপর উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পার্বতীপুর।
রেলওয়ে সূত্রে জানা যায়,১৩ই মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই এলাকার জয়পুর ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমানের বাড়ির পার্শ্বে মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০ইঞ্চি (সাড়ে ৪পিচ) রেল লাইন উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পার্বতীপুর।
স্থানীয় ষাটোর্ধ এলাকাবাসী শাহাবুদ্দিন জানান,উদ্ধারকৃত রেললাইনগুলো একসময় জয়পুর ইউনিয়নের চামুন্ডাই এলাকার নলশীসা ব্রীজে এলাকার মানুষের নদী পারাপারের জন্য নদীর উপরে দেয়া সেতুতে বিছানো ছিলো । পরবর্তীকালে ২০১৬সালে ওই ব্রীজটি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মাণ করা হলে ব্রীজে বিছানো রেল পার্টিগুলো তুলে স্থানীয় মসজিদ সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে রাখা হয়। এতদিন রেল কর্তৃপক্ষ মালামালগুলো কেন নিয়ে যাননি তা বলতে পারেনি এলাকাবাসি।
এবিষয়ে পার্বতীপুর রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আলামিন জানান,রেলের লাইনগুলো কে বা কারা এখানে এনেছে তা এখনও জানা যায়নি। তবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেলওয়ে পুলিশসহ রেলওয়ের এই মালামাল উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে ১নং জয়পুর ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান জানান,আশির দশকে এই রেলপার্টিগুলো ব্রীজে যাত্রী পারাপারের কাজে ব্যবহার করা হয়। পরবর্তীতে সেতুটি পুননির্মাণ করা হলে রেলপার্টিগুলো স্থানীয় লোকজন তাঁর বাড়ির পার্শ্বে মসজিদ এর কাছে রেখে দেয়। রেলওয়ে কর্তৃপক্ষ খবর পেয়ে রেলপার্টিগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।


বিভাগ : জাতীয়


আরও পড়ুন