গাজীপুরে গ্রিল কেটে কলেজ ছাত্র হত্যা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
১৩ মার্চ ২০২৩, ০৬:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৫ পিএম
গাজীপুরে গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মাহিউস সোনান চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে। দুর্বৃত্তরা এ সময় ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। গাজীপুর মহানগরীর দক্ষিণ শালনা এলাকায় রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সোমবার সকালে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিআইডি ও পিবিআই ঘটনা স্থলে থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহত মাহিউস সোনান চৌধুরী(১৯) গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকার উওর মোল্লা পাড়ার মৃত একেএম জালাল চৌধুরীর ছেলে। সে গাজীপুর মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা সুএ জানায়, অজ্ঞাত পরিচয়ে কতিপয় যুবক রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়ির দরজার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে সকলের চোখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দিলে দুর্বৃত্তরা কলেজ ছাত্র মাহিউস সোনান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে কালো কাপড় দিয়ে আমার চোখ বেধে ফেলে। পরে ঘরের আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা লুট করার সময় তার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই যুবকেরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার ছেলে মোবাইলে বিভিন্ন গেম খেলতো। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে ৪-৫ মাস আগে এলাকার ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল। পরে সেটির মিমাংসা হয়ে যায়। আমার চোখ বাঁধা থাকার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে বলতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে একদল দুবৃত্ত তাদের বাড়ির গ্রীল কেটে প্রবেশ করে। দুবৃত্তরা তাদের বাড়িতে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় ওই কলেজ ছাত্র তাদের বাধা দিলে তাকে দুবৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে রায়।
গাজীপুর মেট্রো পুলিশের সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কেন করেছে, এবং এর নেপথ্যে কারা এ বিষয় গুলো কে সামনে রেখে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক