আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ৯ জন
১৭ মার্চ ২০২৩, ১১:১৮ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৬ পিএম

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’-এর সমাপনী অনুষ্ঠান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হল-এ এক মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে দেশের কীর্তিমান ৯ জন শিক্ষকদের এই সম্মাননা প্রদান করা হয়।
গত ৫ অক্টোবর ২০২২ তারিখে উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২-এর মনোনয়ন গ্রহণ। অনলাইন-অফলাইন মিলিয়ে সারা দেশজুড়ে মোট ১,৭৭৯ টি মনোনয়নত্র জমা পড়ে। প্রাথমিক পর্যায়ের ২০১ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১,৫৭৮ জন শিক্ষক মনোনয়ন পেয়েছেন, যাদের মধ্য থেকে নয় জন শিক্ষককে জুরি বোর্ডের সিদ্ধান্তে ‘প্রিয় শিক্ষক’ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হয়। এই নয়জন শিক্ষককে গতকালের আয়োজনে স্বীকৃতি প্রদান করা হয়। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন কক্সবাজার-এর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন-এর সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম; লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর সিনিয়র শিক্ষক মো: তউহিদুল ইসলাম সরকার; গাইবান্ধা-এর তালুক জামিরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক মো: জহুরুল হক চৌধুরী; চট্টগ্রাম-এর মোস্তফা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সিনিয়র সহকারী শিক্ষক জন্নাত আরা বেগম; দিনাজপুর-এর ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান; বগুড়া-এর বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক মোছা: ফৌজিয়া হক বীথি; মৌলভীবাজার-এর দাসের বাজার উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস; রাজশাহী-এর ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক দিলরুবা খাতুন; মৌলভীবাজার-এর ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়-এর সাবেক সিনিয়র শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচাৰ্য্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। এছাড়া ঢাকার কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, ইউনিভার্সিটি) গণ্যমান্য শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইপিডিসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। এই যৌথ আয়োজনের অপর পক্ষ প্রথম আলো-র সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলো-র কর্মকর্তাবৃন্দের অনেকেই অনুষ্ঠিত উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বমঞ্চে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করতে আমাদের শিক্ষা খাতকে আরও উন্নত করতে হবে, আর এই গুরুদায়িত্ব নিতে হবে শিক্ষকদেরই। তবে শিক্ষকদের প্রাপ্য সম্মান, স্বীকৃতি, ও মর্যাদা নিশ্চিতের দায়িত্ব নিতে হবে আমাদের। সেই দায়িত্ব বাস্তবায়নে এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করায় আইপিডিসি-কে অভিনন্দন।”
অনুষ্ঠানে, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আমাদের জীবন গঠনে, জাতি গঠনে, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে সম্ভাবনাময় করে তুলতে দেশের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে দেশব্যাপি প্রিয় শিক্ষকদের সম্মাননা জানাতে পারা আমাদের জন্য ভীষণ সম্মানের। আমাদের প্রিয় শিক্ষকমন্ডলীর এই আত্মত্যাগ অনুসরণ করে জীবন গঠন করতে পারলে একটি মানবিক, সৃজনশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনে আমরা সফল হবো।”
প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, “একজন শিক্ষক তাঁর শিক্ষকতার বাইরেও সমাজ, রাষ্ট্র তথা দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এই কীর্তিমানদের সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাঁরা শুধু আমাদের প্রিয় শিক্ষকই নয়, তাঁরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ। আইপিডিসি-কে সাথে নিয়ে আগামীতেও আমরা এই উদ্যোগটি অব্যাহত রাখবো, এবং বাংলাদেশের কল্যাণ, সমৃদ্ধি, সফলতা ও জয় নিশ্চিতে শিক্ষকদের সাথে নিয়ে একত্রে কাজ করে যাবো।”
শিক্ষকরা আমাদের জীবনে পথ চলার আদর্শ ও অনুপ্রেরণা। শৈশব কৈশোরের বেড়ে ওঠার সময়ে স্কুলজীবনে শিক্ষকদের দেওয়া সমস্ত জ্ঞান ও নীতিশিক্ষাই গড়ে তোলে একজন শিক্ষার্থীর ভবিষ্যত। এর মাঝেও এমন কিছু শিক্ষক থাকেন যাঁরা ব্যক্তিত্ব, শাসন ও স্নেহ দিয়ে শিক্ষার্থীদের মনে আলাদা করে দাগ কাটেন। তাঁদের অক্লান্ত ও নিঃস্বার্থ অবদান কিছু শিক্ষার্থীর জীবন গড়ার ভিত্তি হয়ে থাকে। দেশব্যাপী এমন প্রিয় শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করতেই ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রিয় শিক্ষক সম্মাননা। প্রথম তিনবারের সাফল্যের ধারাবাহিকতায় আইপিডিসি ও প্রথম আলো’র যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

যুক্তরাষ্ট্র আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে : মশিউর রহমান রাঙ্গা

যুক্তরাষ্ট্র আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে : মশিউর রহমান রাঙ্গা

বোয়ালখালীতে ডাকাতি করতে এসে তিন ডাকাত আটক

প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহবান হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর

সড়কে ঝরল প্রাণ!

কারা ভিসা নীতির আওতায় পড়ছেন, স্পষ্ট করলেন পিটার হাস

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার সহকারী সচিব রেনা বিটার

বাংলাদেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি গণফোরামের

কখনো আমেরিকা যাইনি, ভবিষ্যতেও যাব না : বিদায়ী প্রধান বিচারপতি

লৌহজংয়ে ট্রাকসেলে আলু বিক্রি শুরু

টিটু-শান্তর নেতৃত্বে ১১৬ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মহানগর আ’লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

স্কুলে শিক্ষার্থীদের সুরক্ষার নতুন মানদ-ে গুরুত্বারোপ করল দ্য বাংলাদেশ সেফগার্ডিং সামিট

বিআইবিএম’এ ‘বৈদেশিক বাণিজ্য অর্থায়ন এবং এসএমই’র মধ্যে সেতুবন্ধন’ সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকায় হেলথকেয়ার এক্সপো শুরু বৃহস্পতিবার

ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ হাইকোর্টের

কুষ্টিয়ায় কিশোরের কাছে মিললো পিস্তল, যুবলীগ নেতার দোকানে রামদা-চাপাতি

একমাত্র শেখ হাসিনাই পারেন, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে -সাতক্ষীরায় আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম

চীনের মোকাবিলায় স্পেন থেকে ডুবোজাহাজ কিনছে ভারত!