তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না: ভারতীয় হাইকমিশনারকে বিএনপি
১৭ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৬ পিএম

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভঙ্গ করেছেন, এজন্য এবার কোন সংলাপেও যাবে না দলটি। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের এই দাবি আদায়ে চলমান আন্দোলন শান্তিপূর্ণভাবে এগিয়ে নেয়ার কথাও জানিয়েছেন বিএনপি নেতারা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে অংশ নিয়ে বিএনপি নেতার দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এসব কথা জানান।
নৈশভোজে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। এছাড়া ভারতীয় হাইকমিশনের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেয়া বিএনপির এক নেতা বলেন, সেখানে আগামী নির্বাচন, বিএনপির চলমান আন্দোলন, ভারত-বাংলাদেশ ও ভারত-বিএনপি সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে বিএনপির অবস্থান জানতে চেয়েছেন ভারতীয় হাইকমিশনার, আমরা তা তুলে ধরেছি।
তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চায় ভারত। আমরা জানিয়েছি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশ নিবে না। এমনকি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সঙ্গে কোন সংলাপেও বসবে না। কারণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটিই তিনি রক্ষা করেননি। বরং যা বলেছিলেন করেছেন তার উল্টো। ভোটের আগে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা শুরু হয়। এলাকাছাড়া করা হয় অনেককে। ভোটের মাঠে বিএনপি প্রার্থীদের প্রচারে হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। নির্বাচনের আগের রাতে তারা কেন্দ্র দখলে নিয়ে ভোট ডাকাতি করে। এরপর কী করে আর তাদের অধীনে সুষ্ঠু ভোট আশা করা যায়?
বিএনপির আন্দোলন সম্পর্কে ভারতীয় হাইকমিশনার জানতে চাইলে বিএনপি জানায়, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করতে চাই। যতদিন তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন বিএনপি নির্বাচনে যাবে না।
ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলো কেন জানতে চাইলে বিএনপি নেতারা বলেন, আপনারা বলছেন ১০ ট্রাক অস্ত্রের পেছনে বিএনপির হাত ছিল। এটা নিয়ে আপনারা সন্দেহ করেন। ওই ঘটনায় যদি আমাদের হাত থাকত তাহলে বিএনপি কেন পুলিশ দিয়ে সেই ট্রাক জব্দ করবে? অনুপ চেটিয়াকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলানো হয়েছে। নির্বাচন সামনে রেখে আবার বলানো শুরু হয়েছে। এ সময় তারা বলেন, ভারত ও আমরা (বাংলাদেশ) একসঙ্গে থাকলে এ অঞ্চলে কোনো শক্তিই কিছু করতে পারবে না। এ সময় ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ করে এক নেতা বলেন, আপনারা তো নির্বাচনের আগে একজন করে সচিব পাঠিয়ে একটা দলের পক্ষে সমর্থন দিয়ে যান। কয়েকদিন আগে একজন সচিব এসে এমন কথাই বলে গেলেন।
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে, ভারতের হাইকমিশনারকে বিএনপি জানায়, চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আগের মতোই আছে। তবে বর্তমান সরকার তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।
এ সময় খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান ভার্মা। বিএনপি নেতারা বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো নয়। নানা জটিল রোগে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য বিদেশেও যেতে দিচ্ছে না সরকার।
এর আগে রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। তাদেরকেও জানিয়ে দেওয়া হয়, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সামরিক অভিযান আরও বাড়ছে গাজার বিশাল অংশ দখলের পরিকল্পনা ইসরাইলের

ভবিষ্যদ্বাণী বিল গেটসের সপ্তাহে কর্মদিবস হবে ২ দিন!

মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও হার সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

ঈদের এক সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী

ফতুল্লায় ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি

লিবিয়ায় মানবপাচারকারীদের দৌরাত্ম্য কমেনি ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে : এজেডএম জাহিদ হোসেন

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম বিএনপি অফিস ভাঙচুর

নাদেলের ছবি-নামে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নাদেল ও আনোয়ারুজ্জামানের বাসায় হামলা ভাংচুর

আ‘লীগের এক উপদেষ্টাকে গ্রেফতার করলো সুনামগঞ্জ পুলিশ

২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য

আড়াইহাজারে দুটি অস্ত্র উদ্ধার

অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে আ‘লীগ ফ্যাসিস্টদের- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়- ড. শেখ ফরিদ

সুবর্ণচরে সুপেয় পানির সংকট নিরসনে পদযাত্রা ও মানববন্ধন

ভোলায় বিএনপি নেতা হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

কোটালীপাড়ায় চাদেরঁ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আলেমদের সংবর্ধনা