কৃচ্ছ্রতা সাধনে ইফতার আয়োজনে থাকছে না আওয়ামী লীগের
২৩ মার্চ ২০২৩, ০২:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম

সারা বিশ্বের চিত্র পাল্টে দেওয়া কোভিড-১৯ ভাইরাসের সময় ইফতার আয়োজন থেকে সরে এসেছিল রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনগুলো। বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগও সে সময় ইফতার আয়োজন করেনি। গত বছর করোনার প্রকোপ কমে আসলে কিছু ইফতার পার্টি ছিল। এবার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের আরও বেশি ইফতার আয়োজন হতে পারে এমন প্রত্যাশা ছিল অনেকেরই। তবে এবার তা হচ্ছে না। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কৃচ্ছ্বতা সাধনের লক্ষ্যে আসন্ন রমজানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কোনো ইফতার আয়োজন রাখছেন না। একইভাবে ক্ষমতাসীন দলের আয়োজনেও আনুষ্ঠানিক কোনো ইফতার অনুষ্ঠান এবারও হবে না।
প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, গণভবনে প্রধানমন্ত্রী এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন এবং ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।
হাসান জাহিদ তুষার জানান, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও হবে সাদামাটা। তিনি বলেন, 'তিনি (প্রধানমন্ত্রী) এবার একদমই সাদামাটা ইফতার করবেন। ব্যক্তিগত ইফতারে তিনি কৃচ্ছতা সাধন করবেন।'
কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুষ্ঠানমালায় ইফতারের কোনো অনুষ্ঠান সংযোজন হয়নি বলে নিশ্চিত করেছেন দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান। তিনি বলেন, ইফতার আয়োজনের বিষয়ে এ বছর এখনও কোনো সিডিউল হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি। সাধারণত আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি বা সভাপতি করা হতো তাকে। তবে এবার তা হচ্ছে না।
জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সেভাবে কোনো ইফতার অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। ক্ষমতাসীন দলের উপ-কমিটিগুলো অন্যান্য বছর যে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে এবার তাও আয়োজিত হবে না।
বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ইফতার পার্টির আয়োজন না রাখলেও আসন্ন রমজান মাসে চারটি ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে আলেম-ওলামা ও এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও একাধিক ইফতার পার্টির আয়োজন করা হবে। এসব ইফতার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার মোজাম্মেল বাবু-ফারজানা রুপা ও শাকিল আহমেদ

ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার

দাউদকান্দিতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

বাতিল হলো সিলেটেরও একটি ইকোনমি জোন

ভিএফএস-সিন্ডিকেটের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

সউদী নাগরিকদের জন্য ইউরোপে ভিসা-মুক্ত যাত্রার সম্ভাবনা, কৌশলগত বন্ধুত্বে নতুন অধ্যায়

রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্যোগের বিপরীতে উখিয়ায় পাহাড় কেটে নতুন করে রোহিঙ্গা শেড নির্মাণ- স্থানীয়রা ক্ষুব্ধ

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ রেখে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যাত্রীদের দুর্ভোগ

সিরিয়ায় শান্তি-স্থিতিশীলতা নষ্টকারীদের বিরোধিতা করবে তুরস্ক

হাসিনা আপাও বাংলাদেশে নেই, ভারতীয়দের পাতে তাই ইলিশও নেই!

রাজশাহীতে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

৬ দফা দাবিতে পলিটেকনিক একাডেমির শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ছুরিকাঘাতে সিলেটে নিহত এক যুবককে হত্যা: গ্রেফতার একজন

কলাপাড়ায় পাঁচটি দোকানসহ বিএনপির কার্যালয় ভস্মীভূত

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় ১২ গরু আটক

মতলবে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মার্কিন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনায় বাইডেন- সব কিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্প

বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি : শাজাহান খান

হাসিনার মুখাকৃতি বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন