ঢাকা   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬ আশ্বিন ১৪৩০

পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত দিতে হবে জুমার খুৎবাপূর্ব বয়ান

Daily Inqilab শামসুল ইসলাম

৩১ মার্চ ২০২৩, ০৫:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৬ পিএম

মাহে রমজানে যাকাত দেয়ার প্রবণতা থাকে বেশি। যাকাতকে ট্যাক্স মনে করা যাবে না। যাকাত দিলে ধন সম্পদ বাড়ে। খতিব বলেন, লামছাম দিলেই যাকাত আদায় হবে না। সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত আদায় একটি ফরত বিধান। আজ জুমার খুৎবাপূর্ব বয়ানে খতিব এসব কথা বলেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো.রুহুল আমিন আজ জুমার বয়ানে বলেন, মাহে রমজানে যাকাত দেয়ার প্রবণতা থাকে বেশি। যাকাতকে ট্যাক্স মনে করা যাবে না। যাকাত দিলে ধন সম্পদ বাড়ে। খতিব বলেন, লামছাম দিলেই যাকাত আদায় হবে না। সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত আদায় একটি ফরজ বিধান। অত্যন্ত সর্তকতার সাথে যাকাত আদায় করতে হবে। খতিব বলেন, মানবতার বড় গুন থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গরিব অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শান্তির ধর্ম। মাগফেরাতের দশ দিনে বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার করতে হবে। সকল প্রকার অসৎকাজ থেকে বিরত থাকতে হবে। তিনি অসাধু অতিমুনাফালোভী ব্যবসায়ীদের সর্তক হয়ে ব্যবসা করার অনুরোধ জানান। খতিব বলেন, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মশকো আম্বরের চাইতে উত্তম। খতিব বলেন, তারাবিহ নামাজ ৮ রাকাত পড়ার কোনো প্রমাণ নেই। রাসূল (সা.) ও খোলাফায়ে রাশেদীনের সুন্নাতকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামও বিশ রাকাত তারাহবি নামাজ আদায় করেছেন আমাদেরও বিশ রাকাত তারাহবি নামাজ আদায় করতে হবে। তারাহবি নামাজ নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

ইসলামের স্তম্বসমূহের মধ্যে যাকাত একটি। যা ইসলামের মৌলিক ইবাদতসমূহের মধ্যে অন্যতম ইবাদত। প্রত্যেক মুসলমানকে যেমন যাকাত ফরজ হওয়ার বিষয় সম্পর্কে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনিভাবে যার উপর যাকাত ফরজ তাকে তা নিয়মিত পরিশোধও করতে হবে। বিত্তবানদের উপর যাকাত ফরজ করা হয়েছে, যাতে তারা তাদের অর্জিত সম্পদ পবিত্র করতে পারে। সন্তানদের উত্তম আদর্শ ও সৎ পরামর্শ প্রদানের মাধ্যমে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ ভীতি ও ইসলামি মূল্যবোধ শিক্ষা দিতে হবে। আজ মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের জুমারপূর্ব বয়ানে খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান এসব কথা বলেন।
খতিব পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন (হে নবী! তুমি) তাদের ধ্বনসম্পদ থেকে যাকাত গ্রহণ করো, এর দ্বারা (আমা কর্তৃক তাদের কাছে রক্ষিত অভাবীদের হক্বটুকু নিয়ে) তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে পরিশুদ্ধ করো’ (সূরা তাওবা : ১০৩)। একই সূরার অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘যাকাত (ব্যয়যোগ্য) শুধুমাত্র ফকির ও মিসকীনদের জন্য এবং একাজে নিয়োজিত আমেলদের জন্য ও মুয়াল্লাফাতুল ক্বুলুব-এর জন্য, এবং দাস-মুক্তিতে ও ঋণগ্রস্থদের (ঋণমুক্তির) কাজে, এবং আল্লাহ’র পথে ও ইবনুস-সাবিল (এর অভাব মোচনের) কাজে। (এই খাতগুলো) আল্লাহ’ কর্তৃক ফরজকৃত। আর আল্লাহ মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়’ (সূরা তাওবা : ৬০)। সূরা তাওবার অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য পূঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। যেদিন স্বর্ণ ও রৌপ্য জাহান্নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হবে এবং উহা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, ইহাই উহা যাহা তোমরা নিজেদের জন্য পূঞ্জীভূত করতে। সূতরাং তোমরা যাহা পূঞ্জীভূত করেছিলে তাহা আস্বাদন কর (সুরা তওবা-৩৪-৩৫)। খতিব বলেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক সকল মুসলিম নর-নারীর উপর যাকাত প্রদান করা ফরজ। কোন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর চাঁদের হিসাবে পরিপূর্ণ এক বছর অতিবাহিত হলে তার উপর পূর্ববর্তী বছরের যাকাত প্রদান করা ফরজ। যদি কোন ব্যক্তি যাকাতের নিসাবের মালিক হওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত হয়, তবে ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর যাকাত ফরজ হবে। যাকাত ফরয হওয়ার পর যদি কোন ব্যক্তি যাকাত প্রদান না করে অর্থ-সম্পদ খরচ করে ফেলে তাহলেও তার পূর্বে যাকাত দিতে হবে। হাদীসে বর্ণিত আছে , একদা দু’জন মহিলা রাসুলুল্লাহ (সা.) এর নিকট আসল। তাদের দু’জনের হাতে স্বর্ণের কংকণ ছিল। তখন নবী করীম (সা.) তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের অলংকারের যাকাত দাও কি? তারা বললো, “না। তখন নবী (সা.) বললেন, তোমরা কি পছন্দ করবে যে, আল্লাহ তায়লা তোমাদেরকে আগুনের দু’টি বালা পরিয়ে দিবেন? তারা দু’জন বলল, “না ” । তখন নবী (সা.) বললেন, তাহলে তোমরা এ স্বর্ণের যাকাত প্রদান কর (তিরমিযি)। সুতরাং ইসলামি শরিয়তে যাকাতের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়। সমাজের দরিদ্র-দুস্থ জনগণ স্বাভাবিক জীবনধারণের অনুপ্রেরণা পাবে। সুতরাং প্রত্যেক মালেকে নেসাবদের উচিত সময়মত যাকাত পরিশোধের মাধ্যমে সম্পদকে পরিশুদ্ধ করে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির মাধ্যমে তাঁর রহমতের চাদরে নিজেকে বেষ্টিত করা।

খতিব বলেন, বর্তমানে অধিকাংশ অভিভাবক নিজেদের সন্তানকে ইসলামি শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে রাখার কারণে সমাজে দিনদিন বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জানতে হবে কিভাবে লোকমান হেকীম তাঁর সন্তনদে উপদেশ দিতেন, আল্লাহর লোকমান হেকীমের উপদেশসমূহ এতটাই পছন্দ হল যে, তিনি কোন নবী কিংবা রাসূল না হওয়া সত্যেও পবিত্র কোরআনে তাঁকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁর নামে গোটা একটি সূরা সন্নিবেশিত হয়েছে। আসুন ইসলামি মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে কোরআন সুন্নাহে আলোকে সন্তানদের উত্তম ও সৎ পরামর্শের মাধ্যমে চরিত্রবান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করি। আল্লাহ সকলকে তাওফিক দান করুন। আমিন।
মিরপুরের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ ফিরোজী আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, অবারিত কল্যাণের মাস রমজান চলছে। এই মাসে অন্যান্য আমলের ন্যায় অধিক সওয়াবের আশায় আমরা যাকাত আদায় করে থাকি। সম্পদের সঠিক হিসাব করে যাকাত আদায় করা মুমিনের পরিচায়ক। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় যাকাতকে অত্যধিক গুরুত্ব দেয়ার পাশাপাশি এটাকে ইসলামের একটি মূল স্তম্ভ ঘোষণা করা হয়েছে। যাকাত দ্বিতীয় হিজরীতে ফরজ করা হয়। নামাযের পরে যাকাতের উপর সবচেয়ে বেশী জোর দিয়ে দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি অর্থ-সম্পদ সঞ্চয় করে, যাকাত না দেয়া পর্যন্ত তার ঐ সম্পদ হালাল হতে পারেনা। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, “হে নবী! আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাতে এর মাধ্যমে আপনি সেগুলোকে পবিত্র ও পরিশুদ্ধ (বরকতময়) করতে পারেন।" (সূরা আত তাওবাহ-১০৩)। এ নির্দেশনা অনুযায়ী নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার সম্পদের জন্য বিভিন্ন রকম নেসাব (যাকাত ওয়াজিব হওয়ার সর্বনিম্ন পরিমাণ) নির্ধারণ করে যাকাতের বিভিন্ন হার নির্ধারন করেছেন। সোনা-রূপা ও নগদ টাকাÐপয়সার উপর শতকরা আড়াই ভাগ, কৃষি উৎপাদনের উপর সেচ ব্যবস্থার আওতাধীন জমি হলে শতকরা ২০ ভাগ ও সেচ ব্যবস্থার আওতা বহির্ভ‚ত জমি হলে শতকরা ১০ ভাগ, ব্যবসায়িক পণ্যের উপর শতকরা আড়াই ভাগ যাকাত ধার্য করেছেন। এমনি ভাবে ব্যবসায়িক পণ্য হিসাবে থাকা গবাদি পশু প্রভৃতি চতুষ্পদ প্রাণীর উপর বিভিন্ন হারে যাকাত ধার্য করেছেন। যাকাত প্রদান করুণার বিষয় নয়, বরং এটা হক্কুল ইবাদ বা বান্দার হক। যাকাত প্রদানের অর্থই হচ্ছে পাওনাদারের কাছে তার হক পৌঁছে দেয়া। কারণ, ধনীদের সম্পদে গরীবের হক আছে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, "আর তাদের (ধনীদের) সম্পদে অবশ্যই প্রার্থী (দরিদ্র) এবং বঞ্চিতদের অধিকার রয়েছে।" (সূরা আয যারিআত- ১৯)।খতিব আরও বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে যারা যাকাত আদায় করবে না তাদের পরিণাম সম্পর্কে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, "যারা স্বর্ণ ও রৌপ্য (ধন-সম্পদ) সঞ্চয় করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না (যাকাত দেয় না), তাদেরকে এক কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। এরপর তা দ্বারা তাদের কপাল, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। (তাদেরকে সম্বোধন করে) বলা হবে, ইহাই ওই সম্পদ, যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং তোমাদের সঞ্চয়ের স্বাদ আস্বাদন কর।" (সূরা আত তাওবাহ ৩৫)। অগণিত হাদীসে বিশ্বনবী (সা.) যাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, তার সম্পদ কিয়ামতের দিন বিষধর সর্পের রূপ ধারণ করবে। সেটাকে তার গলায় পেচিয়ে দেয়া হবে। সে তার দুই পার্শ্বে দংশন করে বলবে, আমিই তোমার গচ্ছিত সম্পদ, আমিই তোমার সঞ্চিত ধনভান্ডার। (সুনান ইবনে মাজাহ)। যাকাত আর্থিক ইবাদত। তাই যাকাত প্রদান করতে গিয়ে আত্মপ্রচারণা শরীয়তসম্মত নয়। এটা তাকওয়ার পরিপন্থী। ব্যানার ঝুলিয়ে, সাইনবোর্ড লাগিয়ে, মাইকিং করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাকাত প্রদান করা কিংবা স্বল্পমূল্যের শাড়ি ও লুঙ্গি দ্বারা যাকাত দেয়া নিচু মানসিকতার পরিচায়ক। এবং এটা সওয়াবকে নষ্ট করে দেয়। ইসলাম যাকাত সহ অন্যান্য দান-সাদকা গোপনে আদায়ের প্রতি উৎসাহ দিয়েছে। হযরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, নবী কারীম (সা.) বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ তায়ালা সাত ব্যক্তিকে তার (আরশের) সুশীতল ছায়াতলে স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। তন্মধ্যে অন্যতম হচ্ছে সেই ব্যক্তি যে অত্যন্ত গোপনভাবে দান-খয়রাত করে, এমনকি তার ডান হাতে যা কিছু দান করে তার বাম হাতও তা জানতে পারে না। (বুখারী, মুসলিম)। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমীন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঢাকায় ঢুকে মির্জা ফখরুল বললেন, তাপসের কথা গুরুত্বই দেই না
একদফা দাবিতে বিএনপির লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন আজ
দুদিন পর চালু হলো এনআইডি সেবা
চীন ও ভারত সফরে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান
বাংলাদেশে নির্বাচনের সহায়ক পরিবেশ নেই : ইইউ পর্যবেক্ষক দল
আরও

আরও পড়ুন

ঢাকায় ঢুকে মির্জা ফখরুল বললেন, তাপসের কথা গুরুত্বই দেই না

ঢাকায় ঢুকে মির্জা ফখরুল বললেন, তাপসের কথা গুরুত্বই দেই না

নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

সখিপুরে টিনের বেড়া কেটে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি

সখিপুরে টিনের বেড়া কেটে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইরান হলে সউদী আরবও পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে: ক্রাউন প্রিন্স

ইরান হলে সউদী আরবও পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে: ক্রাউন প্রিন্স

এবার ভারতে কানাডীয় গায়কের কনসার্ট বাতিল

এবার ভারতে কানাডীয় গায়কের কনসার্ট বাতিল

কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত

ভারত-কানাডা সংঘাত মেটাতে এবার আসরে যুক্তরাষ্ট্র

ভারত-কানাডা সংঘাত মেটাতে এবার আসরে যুক্তরাষ্ট্র

পাহাড়ি রাস্তায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ল গাড়ি, নাগাল্যান্ডে নিহত ৮

পাহাড়ি রাস্তায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ল গাড়ি, নাগাল্যান্ডে নিহত ৮

ইরানে হিজাব না পড়লে ১০ বছর কারাদণ্ড

ইরানে হিজাব না পড়লে ১০ বছর কারাদণ্ড

চরম উত্তেজনার মধ্যেই ফের কানাডায় ‘খুন’ খলিস্তানি

চরম উত্তেজনার মধ্যেই ফের কানাডায় ‘খুন’ খলিস্তানি

ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে রুনা খান

ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে রুনা খান

জন্মদিনে ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনার

জন্মদিনে ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনার

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল দুই গৃহবধূর

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল দুই গৃহবধূর

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে নেতাকর্মীর ঢল

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে নেতাকর্মীর ঢল

নোয়াখালীর সেনবাগ পৌরসভা ১ম শ্রেণিতে উন্নীত, সর্বত্র আনন্দ মিষ্টি বিতরণ

নোয়াখালীর সেনবাগ পৌরসভা ১ম শ্রেণিতে উন্নীত, সর্বত্র আনন্দ মিষ্টি বিতরণ

বিশ্বব্যপী ৯০০ কোটির ক্লাবে ‘জাওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

বিশ্বব্যপী ৯০০ কোটির ক্লাবে ‘জাওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

শিখ নেতা হত্যাকাণ্ডের তদন্তে একজোট যুক্তরাষ্ট্র ও কানাডা

শিখ নেতা হত্যাকাণ্ডের তদন্তে একজোট যুক্তরাষ্ট্র ও কানাডা

হিন্দুদের কানাডা ছাড়তে বলল খালিস্তানপন্থীরা

হিন্দুদের কানাডা ছাড়তে বলল খালিস্তানপন্থীরা