রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস পরিহার করতে হবে- জুমার খুৎবা পূর্ব বয়ান
১৪ এপ্রিল ২০২৩, ০৪:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৯ পিএম
মিরপুরের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবদুল্লাহ ফিরোজী আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, মাহে রমজানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। দিবসের সিয়াম আর রাতের কিয়ামের এক পবিত্র চাঞ্চল্যে ঘেরা এই মাসটি অল্প কয়েকদিন পরেই আমাদের থেকেই বিদায় নিবে। রমজান বিদায় নিলেও মুমিনের জন্য রয়েছে নফল সিয়ামের বিধান, আছে রাতের কিয়াম তথা নফল ও তাহাজ্জুদের সুন্নাহ। কাজেই ফরজ রোজার মাধ্যমে সিয়ামের যে অনুশীলন মাসভর হচ্ছে তা মাসনূন ও নফল সওমের মধ্য দিয়ে জারি রাখার সুযোগ রয়েছে। একটি হাদীসে রমজানের রোজার সাথে প্রতি মাসের তিনটি রোজাকে যুক্ত করে উল্লেখিত হয়েছে রোজার বিশেষ এক কাঠামো তথা সওমুদ দাহর। হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবরের মাস (রমজানের রোজা) ও প্রতি মাসে তিন দিন (রোজা রাখা) সারা বছরের রোজা বলে গণ্য। (সুনানে নাসায়ী, হাদীস নং-২৪০৮)। রোজার শিক্ষা চিরন্তন। রোজা মানুষকে সংযমী হতে শেখায়। আল্লাহ তায়ালা যা কিছুকে নিষিদ্ধ করেছেন তা থেকে বেঁচে থাকতে শেখায়। এই শিক্ষা আল্লাহর রাসূলের হাদীস শরীফে স্পষ্ট ও বিস্তারিতভাবে এসেছে। রোজাদার মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না। রোজাদার অশালীন কথা বা কাজে লিপ্ত হবে না। ঝগড়া-বিবাদ, হৈ চৈ করবে না, গীবত, শেকায়েত করবে না, হালাল জীবিকার দ্বারা জীবন নির্বাহ করবে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকবে। এই সবই রোজার গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা সবসময়ের। কাজেই এক মাসের কষ্টকর সওমের মধ্য দিয়ে যে শিক্ষাকে আমরা স্মরণ করেছি, পালনের চেষ্টা করেছি, তা বছরব্যাপী স্মরণ রাখতে হবে এবং জীবনভর পালন করে যেতে হবে। কাঁটা-ঝোপ বেষ্টিত পথে সতর্ক পথিক যেভাবে তার কাপড় ও শরীর বাঁচিয়ে চলে সেভাবেই অন্যায় ও গর্হিত কার্যকলাপের হাতছানি থেকে বেঁচে জীবন-যাপন করতে পারলেই আমাদের জীবনে রোজার শিক্ষা সার্থক ও ভাস্বর হয়ে উঠবে। খতীব আরও বলেন, আজ পহেলা বৈশাখ। দুঃখজনক হলেও সত্য, বাংলা বর্ষবরণের নামে আমাদের অনেকেই বেহায়াপনা ও অশ্লীলতার জোয়ারে গা ভাসিয়ে দেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের পর মদীনায় গিয়ে দুটি উৎসব বন্ধ করেছিলেন। একটি হচ্ছে, বছরের প্রথম দিন উদযাপন বা "নওরোজ"। অপরটি ছিল "মিহিরজান"। এ উৎসব দুটির বিপরীতে চালু হয় মুসলমানদের দুই ঈদ। কারণ, নওরোজ বা বছরের প্রথম দিন পালন করার রীতি ইসলামে নেই। এটা পারস্যের অগ্নিপূজকদের অনূকরণ। এ সম্পর্কে হাদীস শরীফে এসেছে: “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই দলভুক্ত।” তাই যে কোন নওরোজ চাই সেটা থার্টি ফাস্ট নাইট হোক কিংবা পহেলা বৈশাখ, তা পালন করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আসুন, রমজানের পবিত্রতা রক্ষায় বর্ষবরণের নামে সব ধরনের বেহায়াপনা ও গোনাহের কাজ পরিত্যাগ করি। শরীয়ত নির্দেশিত পন্থায় নববর্ষের দিবস-রজনী অতিবাহিত করি। একটি বছরের বিদায়লগ্নে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, বছর তো শেষ, কিন্তু আল্লাহ তায়ালা যে মহান উদ্দেশ্যে (তাঁর ইবাদত-বন্দেগির জন্য) আমাকে এই দুনিয়ায় পাঠালেন, সে পথে কতটুকু হেটেছি? সে পথে আমার প্রাপ্তি কতটুকু? হযরত ওমর রা. একবার মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন, হিসাব চাওয়ার আগে নিজের হিসাব করে নাও, তোমার কাজ পরিমাপ করার আগে নিজেই নিজের কাজের পরিমাপ করে নাও। (তিরমিজি)। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার করে জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, গোনাহ বর্জন এবং ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। যারা এখনও সম্পদের পরিপূর্ণ হিসাব করে যাকাত আদায় করিনি, তারা দ্রæত যাকাত আদায় করি। সামর্থ্য অনুযায়ী সদকায়ে ফিতর আদায় করি। এতেকাফরত বান্দাদের যথাসম্ভব খেদমত করি। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাঙামাটির লংগদুতে জলপাই চাষে ঝুঁকছেন চাষিরা
রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি-শোভাযাত্রা
চিকিৎসক নার্স ও সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা
২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগ নেতাদের অপরাধের বিচারের বছর: চিফ প্রসিকিউটর
বগুড়ায় প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র দলের বিশাল বর্ণাঢ্য মিছিল, সমাবেশ ও রক্তদান কর্মসূচি
লালমোহন পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
মতলবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
নানা আয়োজনে দুমকীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু
২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর : উপদেষ্টা আসিফ
আশুলিয়ার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
ইবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সাতকাহন’
নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট
অর্থহীনে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট মঈন
ইন্দোনেশিয়ায় অ্যাপল-গুগল নিষেধাজ্ঞা, প্রযুক্তিপ্রেমীদের হতাশা