মেয়র পদে মনোনয়ন নিলেন জাপার সাইফুল ইসলাম স্বপন
১১ মে ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১১:০৪ পিএম
রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোননীত প্রার্থী বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পর এবার জাতীয় পাটি মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন মেয়র পদে গতকাল মনোনয়নপত্র নিয়েছেন। এখন বাকী আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মওলানা মুরশীদ আলম ফারুকী। বিএনপি বা অন্য কোন দল এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেউ মনোনয়নপত্র নেয়নি। যদিও বিএনপির সাবেক ছাত্রনেতা সাহিদ হাসান প্রার্থী হিসাব দাঁড়াতে পারে এমন কথা বলে মিডিয়ায় এলেও এখন তার খবর নেই। বিএনপি নেতারা বলছেন তারা এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। মাঠ পর্যায়েও সেই বার্তা দেয়া হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন ঈদ শুভেচ্ছা দিয়ে তার নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন। তার উন্নয়নের কথা বলে ভোট ও সহযোগিতা চাইছেন। লিটন বলেন আগামী ২জুন মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচারনায় আনুষ্ঠানিকভাবে নামবেন। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উন্নয়ন সম্পর্কিত সচিত্র প্রচারপত্র বিলি করছেন।
জাতীয় পাটি প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলছেন রাজশাহীর রাজনীতিতে বিএনপি একটা ফ্যাক্টর। তারা যদি নির্বাচনে না আসে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীকে সমর্থন না করে তবে তাদের ভোট আমাদের ঘরে যাবে। আমরা বিষয়টা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি। ২ জুন মনোনয়নপত্রের শেষদিন। এদিন বোঝা যাবে প্রার্থী কারা হচ্ছে। এ পর্যন্ত তিনজন প্রার্থীর নামই শোনা যাচ্ছে। যদিও ইসলামী আন্দোলনের প্রার্থী এখনো মাঠে নামেনি। তারা তাদের দলের সমর্থক আর জামায়াতে ইসলামীর ভোট তাদের পক্ষে থাকবে এমনটি মনে করছে। ভোটের আগ মুহুর্তে পর্যন্ত অনেক রকম মেরুকরণ হবে। আওয়ামী লীগের ঘরের শত্রু বিভীষনদের ভূমিকা কি হবে এনিয়ে ফিসফিসানি কম নয়।
রাজশাহী সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। গতকাল দুপুরে জাপার নেতারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তবে এ সময় জাপার প্রার্থী দলটির রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে আগামী ২০ কিংবা ২১ তারিখে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এরপর প্রতীক বরাদ্দ হলে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এখন ইশতেহার প্রস্তুতের কাজ করছেন তাঁরা। রাসিক নির্বাচনে এবার জাপা ছাড়াও আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। দ্বিতীয় মেয়র প্রার্থী হিসেবে জাপার সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকীর মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক