ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
সাংবাদিকদের ওবায়দুল কাদের

ভারত বেশি পরিমাণে বিনিয়োগ করলে বাংলাদেশকে কোথাও যেতে হবে না

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ মে ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০২ এএম

আগামী জুলাই মাসে আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপর দিকে বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে ভারত যাবেন বলে জানিয়েছেন তিনি।

ভারত সফরের প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এলে বাংলাদেশকে বিনিয়াগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না। গতকাল বুধবার রাজধানীর সড়ক ভবনে বারৈয়ারহাট রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় নির্বাচনের আগে ভারত ও চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে দুই দেশেই সিনিয়র নেতাদের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল পাঠাচ্ছে আওয়ামী লীগ। যার একটি গত রোববার রাতে দলের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খানের নেতৃতে চীনে গিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগ সে দেশে সফর করছেন। ভারতের রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর পর ভারত সফরের সিদ্ধান্ত দলীয়ভাবে নেয় আওয়ামী লীগ। ভারত সফরের বিষয়ে গত মঙ্গলবার আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ ইনকিলাবকে জানান এ সফরটি অবশ্যই পার্টি টু পার্টি হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০-তে যোগ দিতে আবারো সম্ভবত সেপ্টেম্বরে ভারতে যাবেন। এর মধ্যে আমাদের পার্টি টু পার্টি একটা কনট্রাক্ট সেটাও ভারতে বিজেপি ইনভাইট করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে। আমরা আশা করছি, জুলাই মাসে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল যাবেন। ভারতের বিজেপি, পার্টি টু পার্টি কনট্রাক্ট দরকার, পিপল টু পিপল কনট্রাক্ট আরো সুদৃঢ় করার জন্য, সেতুবন্ধনের জন্য।

এ সময় ভারতের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আপনারা যদি সেইভাবে বিনিয়োগ করেন, তাহলে আমাদের দূরে যাওয়ার দরকার নেই। আমরা প্রতিবেশী দেশ থেকে আজকে আমাদের যে রোড কানেক্টিভিটি, রেল এই দুই বিষয়ে ভারতের সাথে কানেক্টিভিটি অনেক এগিয়ে গেছে। এই ট্রানজিট সুবিধার জন্য ব্যবসা-বাণিজ্যে উভয়ই লাভবান হচ্ছি। আমি ভারতের সাথে বন্ধুত্ব চাই আমাদের দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, মাঝে যে ব্যবধান ছিল, সেগুলো আমরা অনেকগুলো সমাধান করতে পেরেছি। যদি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে আলাপ-আলোচনা করে সবকিছু সমাধান সম্ভব। আমরা যেখানে সীমান্ত সমস্যা বাস্তবায়ন করতে পেরেছি।
তিনি বলেন, একাত্তরে ভারত বাংলাদেশের মধ্য্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রচিত হয়েছিল তা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর অবিশ্বাস আর সন্দেহে রূপ নেয়। কিন্তু ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি অব্যাহত রাখতে পারতাম আমরা লাভবান হতাম। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটি হয়নি। হয়নি বলে আমাদের এই অবিশ্বাস সন্দেহকে একটি ওয়াল তৈরি হয়েছিল। এটা ভাঙা দরকার ছিল। সেটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের নরেন্দ্র মোদি ভেঙেছেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সীমান্তবর্তী এলাকায় যে সন্ত্রাসবাদ চলত, সেটি বন্ধ হয়েছে। এখান থেকে তা করার কোনো সুযোগ নেই। একইভাবে ভারতও কোনো সুযোগ দিচ্ছে না। তারাও এই বিষয়ে জিরো টলারেন্স। এজন্য সীমান্তে বর্ডার সন্ত্রাসবাদ যেটা দু’দেশের জন্য ক্ষতিকর প্রভাব নিয়ে আসত, সেটা আর হচ্ছে না।

দু’দেশের স্বার্থেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে বলে এ সময় উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কিছু সমাধান আছে তবে তা বন্ধুত্বপূর্ণ আলোচনার জন্য সমাধানের পথ ওপেন আছে। কিন্তু মুখ দেখাদেখি বন্ধ করলে এবং সম্পর্ক নষ্ট করলে আমরা সামনের দিকে এগোতে পারব না। আমাদের ব্যবসা-বাণিজ্য পিছিয়ে থাকবে।

বিএনপির জেলা পর্যায়ের এক শীর্ষ নেতা যে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন, সে বিষয়েও এসময় কথা বলেন ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপি কেন ব্যবস্থা নেয়নি, তা জানতে চেয়ে দলটির দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ভালোভাবে নেননি। কিন্তু বিএনপির কোনো দায়িত্বশীল নেতা এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, এটি মুখ ফসকে বলেছে। যিনি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি বিএনপির কোনো সাধারণ কর্মী নন। জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা। তিনি যা বলেছেন সেটা বিএনপিরই কথা। ২৭ দফা, ১০ দফা নয়, এক দফায় এসেছে তারা। তাহলে কি ধরে নেবÑ শেখ হাসিনাকে হত্যা করে তারা এক দফা বাস্তবায়ন করতে চায়। এ ব্যাপারে বিএনপি কী বলে সেটা শুনতে চাই।

দ্বাদশ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনে রয়েছে বিএনপি। বিএনপির এই কর্মসূচির মধ্যে সম্প্রতি রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’। যার তীব্র সমালোচনা করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও দেয় আওয়ামী লীগ।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনারকে হত্যায় বিএনপির মৌন সম্মতি আছে। এটা সিøপ অফ টাং নয়।

এ সময় আগামী নির্বাচন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে, তাদের প্রতিরোধ করা হবে।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হওয়ার পর সমালোচনা করেন তারা কীভাবে নির্বাচন করছে। বিএনপি দলীয় পরিচয় গোপন করে সব সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে।

গত মঙ্গলবার ঢাকায় বিআরটিসির গাড়িতে আগুন ও পুলিশের ওপর হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করবে, সন্ত্রাস করবে এটা তাদের পুরোনো স্বভাব। উদ্ভুত পরিস্থিতি বলে দেবে, কেন পরিস্থিতিতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর রাজনীতির একটা ভাষা আছে। রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করব। আমরা সহিংসতায় যাব না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল : আইএসপিআর
জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না: সারজিস আলম
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
আরও

আরও পড়ুন

মির্জাপুরে ঘর ভেঙে দিয়ে সরকারি জমি উদ্ধার

মির্জাপুরে ঘর ভেঙে দিয়ে সরকারি জমি উদ্ধার

দৌলতদিয়ায় আগুনে গবাদি পশুসহ বাড়ি পুড়ে ছাই

দৌলতদিয়ায় আগুনে গবাদি পশুসহ বাড়ি পুড়ে ছাই

ভারতের সাথে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে: আলতাফ হোসেন চৌধুরী

ভারতের সাথে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে: আলতাফ হোসেন চৌধুরী

মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ১০

মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ১০

মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত

মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত

সেলিনার পর ডুয়া, বছরের শেষেই বাগদান সারতে চলেছেন পপ গায়িকা

সেলিনার পর ডুয়া, বছরের শেষেই বাগদান সারতে চলেছেন পপ গায়িকা

'তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে'

'তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে'

সচিবালয়ের দুর্নীতির নথিপত্র পুড়িয়ে হাসিনা ও তার দোসররা রেহাই পাবে না: শাকিল উজ্জামান

সচিবালয়ের দুর্নীতির নথিপত্র পুড়িয়ে হাসিনা ও তার দোসররা রেহাই পাবে না: শাকিল উজ্জামান

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল : আইএসপিআর

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল : আইএসপিআর

নওগাঁর রাণীনগরে রাস্তা ছাড়াই কলেজের গেইট নির্মাণ,  লাখ টাকা জলে

নওগাঁর রাণীনগরে রাস্তা ছাড়াই কলেজের গেইট নির্মাণ, লাখ টাকা জলে

না ফেরার দেশে সুজুকি কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি

না ফেরার দেশে সুজুকি কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি

জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না: সারজিস আলম

নওগাঁয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বির নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

নওগাঁয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বির নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

ফের গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, সাংবাদিকসহ নিহত ৫০

ফের গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, সাংবাদিকসহ নিহত ৫০

দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ

দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ

শীতবস্ত্র করুণা নয়, তারেক রহমানের উপহার

শীতবস্ত্র করুণা নয়, তারেক রহমানের উপহার

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন

দীর্ঘদিন পর প্রিয় দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ারে ভাসছে মুরাদনগরবাসী

দীর্ঘদিন পর প্রিয় দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ারে ভাসছে মুরাদনগরবাসী

ঢাবি ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৮ম নন-ফিকশন বইমেলা শুরু আগামীকাল

ঢাবি ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৮ম নন-ফিকশন বইমেলা শুরু আগামীকাল

মঠবাড়িয়ায় মালয়শিয়া প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধাসহ ৩ নারী আহত

মঠবাড়িয়ায় মালয়শিয়া প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধাসহ ৩ নারী আহত