ঢাকা   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট চালু করলো জেটিআই বাংলাদেশ-ভূমিজো

Daily Inqilab অনলাইন ডেস্ক

৩০ মে ২০২৩, ০৬:৫৩ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৬:৫৩ পিএম

‘জেটিআই গ্লোবাল ওয়াশ’ উদ্যোগের অংশ হিসেবে ‘জেটিআই বাংলাদেশ’ শহরের ব্যস্ত ও জনবহুল এলাকাগুলোতে পাবলিক স্যানিটেশন সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করেছে। স্যানিটেশন সেন্টারগুলো তৈরি ও পরিচালনা করবে ‘ভূমিজো’। জেটিআই-এর এই উদ্যোগটি জনগোষ্ঠীর মাঝে কল্যাণমূলক কাজে বিনিয়োগ কর্মসূচি ‘স্বচ্ছ’ -এর একটি অংশ যা, দেশের শহুরে ও গ্রামীণ অঞ্চলের নিম্ন-আয়ের মানুষের জন্য ‘ওয়াশ’ (পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা প্রাপ্তি) নিশ্চিতে কাজ করে।

সম্প্রতি, মিরপুর ১ নম্বরে মসজিদুল আকবর ঈদগাহ মাঠ সংলগ্ন ‘স্বচ্ছ’ সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর (ডিএনসিসি) চিফ টাউন প্ল্যানার মাকসুদ হাসেম; ভূমিজো’র সিইও ও কো-ফাউন্ডার ফারহানা রশিদ; জেটিআই বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর পল হলওয়েসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ প্রসঙ্গে ডিএনসিসি’র চিফ টাউন প্ল্যানার মাকসুদ হাসেম বলেন, “একাধিক বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান যখন সম্মিলিতভাবে কোন জনসেবামূলক উদ্যোগে অংশ নেয় তা সিটি কর্পোরেশন জন্য সবসময় ভীষণ আনন্দের। আমরা এই উদ্যোগটি পরিচালনা এবং অব্যাহত রাখতে যথাযথ সাহায্য-সহযোগিতা করতে পেরে গর্বিত।”

ভূমিজ লিমিটেড-এর কো-ফাউন্ডার ও সিওও মো: মাসুদুল ইসলাম বলেন, “ঢাকায় প্রায় ২ কোটি ১০ লক্ষ (২১ মিলিয়ন) মানুষের বাস, তবে সেই তুলনায় পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের সংখ্যা এক’শ-এরও কম। এর ফলে প্রচুর পরিমাণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নারীরা এর শিকার হচ্ছেন। সেটি বিবেচনায় আমরা দেশব্যাপি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনের কাজ করছি। এই উদ্যোগে ভূমিজো’র পাশে থাকায় জেটিআই বাংলাদেশ-এর এর প্রতি আমরা কৃতজ্ঞ। মিরপুরের এই সেন্টারটি উদ্বোধন কেবলমাত্র শুরু, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।“

এই উদ্যোগে অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করে জেটিআই বাংলাদেশ-এর হেড অব কর্পোরেট কমিউনিকেশন শেহজামি খলিল বলেন, “এমন একটি উদ্যোগে ভূমিজো-এর সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। ২০১৮ সালে উল্লেখযোগ্য এফডিআই-এর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকেই জেটিআই বিভিন্ন জগোষ্ঠীতে কল্যাণমূলক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সেন্টারের মাধ্যমে মিরপুর ১-এর বাসিন্দারা বাড়ির বাইরেও যথাযথভাবে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি।“

ভূমিজো লিমিটেড ২০১৭ সালে রাজধানীর গাউসিয়া মার্কেটে দেশের প্রথম ও একমাত্র নারীদের পাবলিক টয়লেট নির্মাণের মাধ্যমে যাত্রা শুরু করে। শহরের সুবিধাবঞ্চিত বা নিম্ন-আয়ের মানুষদের জন্য নির্বিঘ্ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করাই সংস্থাটির প্রধান লক্ষ্য। বর্তমানে দৈনিক ৬,০০০ মানুষকে ৩০ ধরণের সেবা-সুবিধা প্রদান করছে ভূমিজো, যার মধ্যে এখন পর্যন্ত ৫ টি সেবায় জেটিআই বাংলাদেশ সহযোগিতা করেছে।

২০১৮ সালে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিমিয়ে আকিজ গ্রুপের তামাক ব্যবসার মালিকানা কিনে নেয় জেটি গ্রুপ, যা দেশের বেসরকারি খাতে একক বৃহত্তম এফডিআই। জেটিআই বাংলাদেশ দেশের অন্যতম বৃহত্তম করদাতা এবং তামাক চাষে প্রায় ১৫,০০০ নিবন্ধিত কৃষক প্রতিষ্ঠানটির সাথে কাজ করে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন সাধন হচ্ছে, অন্যদিকে রপ্তানি খাত সমৃদ্ধ হচ্ছে। ২০১৫ সাল থেকে জেটিআই ফাউন্ডেশন এবং জেটিআই গ্লোবাল ‘ওয়াশ’ প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার মানুষকে ত্রাণ সুবিধা ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। করোনা মহামারিতেও তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
ভোগান্তিতে ৬ লাখের বেশি আবেদনকারী
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর
আরও

আরও পড়ুন

রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?

জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা

'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা

দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান

দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান

বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল

বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল

অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি

অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি

নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু

নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু

বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস

বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই

মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই

দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ

দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ

যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি

যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি

সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ

সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ

করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?

করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?

বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন

বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ

যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়

যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়

‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ

‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ