বিশাল ঘাটতি বাজেটে জনগণের কোন কল্যাণ হবে না -খেলাফত মজলিস
০১ জুন ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১২:০৫ এএম

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও অন্ত:সারশূণ্য অখ্যায়িত করেছে খেলাফত মজলিস। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর উত্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোীধ বাজেট হিসেবে অভিহিত করে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঋণনির্ভর এ বিশাল ঘাটতি বাজেটে সাধারণ জনগণের কোন কল্যাণ হবে না। এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে। বিশেষকরে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নিবে।
এতে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাঁধাগ্রস্থ হবে। বিদেশ থেকে ঋণ নেয়া হবে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি টাকা। বাজেট ব্যয়ের বিশাল অংশ খরচ হবে ঋণের সুদ পরিশোধে। বাজেট ব্যয়ের দ্বিতীয় বৃহত্তর খাত হচ্ছে সুদ পরিশোধ। পরিচালন ব্যয় ও সুদ পরিশোধের মত অনুন্নয়ন খাতেই ব্যয় হবে বাজেটের অধিকাংশ অর্থ। আর প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তব সম্মত নয়। ঋণ নির্ভর বাজেটের কারণে জনগণের উপর জাতীয় ঋণের বোঝা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সঙ্কটের নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের রিজার্ভের পরিমাণও দিন দিন কমে যাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা। প্রস্তাবিত এ বাজেট দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কোন ভূমিকা রাখবে না, বরং নতুন করে বহু জিনিসপত্রের দাম বাড়বে। গৃহস্তালীর জিনিসপত্র, কলমসহ শিক্ষা সমাগ্রী, পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়বে। বিশাল বাজেটে করের আওতা ও হার বাড়ানো হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী করমুক্ত আয়সীমার নীচে আয় থাকলেও টিআইএনধারী সবাইকে ২ হাজার টাকা কর দিতে হবে। অথচ সকল টিআইএনধারীর কর দেয়ার সামর্থ নেই। দিন শেষে জনগণকেই সব করের বোঝা বহন করতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় ঘুষ-দুর্নীতি বন্ধ, বিদেশে পাচারকৃত অর্থ ফেরৎ আনা, মূল্যস্ফীতি রোধ ও প্রস্তাবিত বাজেটে আরোপিত সব ধরণের বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান। এদিকে, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক ও নির্বাচনী বাজেট বলে অভিহিত করেছেন। প্রস্তাবিত বাজেটে জনগণের ওপর ঋণের বোঝা আরো বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। তিনি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্দ্ধগিত রোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে সেভাবে বাজেটকে সংশোধনের জোর দাবি জানান। প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

কারাবাখে অভিযান চালাতে আজারবাইজান ‘বাধ্য’ হয়েছে: এরদোগান

লন্ডন পুলিশে ‘বিদ্রোহ’, সংঘাতের আশঙ্কায় তৈরি সেনাবাহিনী

২ শিক্ষার্থী খুন! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত মণিপুরে

কুখ্যাত নাৎসিকে পার্লামেন্টে সম্মান! এবার রাশিয়ার রোষের মুখে কানাডা

বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায়: ১২ জনের ১০ বছর, ৪ জনের ৭ বছর সাজা: ৩ জনের বেকসুর খালাস

পোল্যান্ডের সেনা আধুনিকীকরণে ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে অনিয়ন্ত্রিত সিম কার্ড পাবেন বিদেশি পর্যটকরা

হ্যাঙজুতে ইতিহাস গড়ে খুশি ইরানি নারী সাইক্লিস্ট পারতোজার

বৃদ্ধদের বয়সীরা আক্রান্ত হচ্ছে আলজাইমার রোগে
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক

ঝিনাইদহে রোডমার্চের উদ্বোধনী সভায় জনতার ঢল

মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই তিন ভারতীয় ক্রীড়াবিদ

নর্ড স্ট্রিম বিস্ফোরণ: তদন্ত রিপোর্টে চমকপ্রদ তথ্য

নাগোর্নো-কারাবাখ ছেড়েছে ছয় হাজার জাতিগত আর্মেনীয়

ফের ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

দীর্ঘ বিরতি শেষে ফের সিনেমার গানে মমতাজ

ড. মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

বিশ্বের প্রথম পানিতে ভাসমান মসজিদ নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত

এবার ভারতে ৬০০ কোটি আয়ের দ্বারপ্রান্তে ‘জাওয়ান’