মালচিং পদ্ধতিতে সবজি চাষে ভাগ্য খুলছে কৃষকের
১৪ জুন ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
পরিবেশবান্ধব ও লাভজনক কৃষি প্রযুক্তি মালচিং পদ্ধতিতে সবজি চাষে শেরপুর উত্তরের কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। দ্বিগুণ ফলন ও ভালো বাজারমূল্যে সবজি বিক্রিতে শেরপুর (উত্তর) ৩ উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর অনেক কৃষক সবজি চাষে লাভবান ও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারছেন বলে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান।
শেরপুর কৃষি বিভাগের খামার বাড়ির উপপরিচলক কৃষিবিদ হুমায়ুন কবির দৈনিক ইনকিলাবকে বলেন, মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত রাসায়নিক ও জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করতে হয়। পরে সারিবদ্ধ বেডগুলো পলিথিনে ঢেকে দিতে হয়। বেডে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির বীজ বা চারা রোপণ করতে হয়। রোপণের পর তেমন কোনো পরিচর্যাও লাগে না। মালচিং পেপারে ঢেকে দেয়ায় ছত্রাক বা রোগ-বালাইয়ের আক্রমণও কম হয়। পরিচর্যায় তেমন শ্রমিকের প্রয়োজন হয় না। ফলে উৎপাদন খরচ হয় কম। এ পদ্ধতিতে ফলনও দ্বিগুণ হয়। পরিশ্রমও কম হয়। এ পদ্ধতি অনেক সহজলভ্য, লাভজনক ও পরিবেশবান্ধব।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল বিভিন্ন সবজির প্রদর্শনী প্লট করা হয়েছে এবং এর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধো করা হচ্ছে। এ ছাড়া শেরপুরে মোট প্রায় ১৫ একরে কৃষকরা এ পদ্ধতিতে গড়ে তুলেছেন সবজি খেত। এ পদদ্ধিতে চাষ করা কয়েকজন কৃষক বলেন, ইউটিউব দেখে ও কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে জমিতে মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল করলা, বরবটি, ফুল কপি, তরমুজসহ বিভিন্ন সবজির আবাদে ভাল লাভের মুখ দেখছেন। সবজির আশানুরূপ ফলন ও বাজার দরও ভালো পাচ্ছেন। এই অভাবনীয় সাফল্য দেখে আশেপাশে গ্রামের কৃষকরাও মালচিং পদ্ধতিতে সবজি চাষের পরিকল্পনা করছেন।
তারা বলেন, তৎকালীন কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির সর্বপ্রথম মালচিং পদ্ধতিতে সবজি চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তখন থেকেই এ প্রযুক্তিতে সবজি চাষ করছি। এছাড়া শ্রীবদীতে কৃষক দেলোয়ার হোসেন এ পদ্ধতিতে রকমেলন চাষে সাফল্য পেয়েছেন। তা ছাড়া শেরপুর দক্ষিনে সদরে কৃষক কামরুল ইসলাম. মোল্লাপাড়া লছমনপুরের তরমুজ চাষি মজনু মিয়া, দিঘলদি শেরপুর সদর, ফরিদুল ইসলাম, চরকৈয়া নকলা পৌরসভা, নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়ার মোহাম্মদ আলী এ পদ্ধতিতে সবজি চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন বলে শেরপুর খামারবাড়ির উপপরিচালক হুমায়ুন কবিরের সাথে আলাপ করে জানা যায়। তিনি জানান, মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে কম সময়ে অল্প খরচে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এতে চাষির জমিতে যেন পোকামাকড়ের আক্রমণ না হয় সেজন্য সেক্স ফেরোমন ফাঁদ স্থাপণ করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, উপজেলার বেশ কিছু কৃষক অফিসের সামনের প্রদর্শনী সবজি প্লট দেখে জমিতে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে ভাল লাভের মুখ দেখছেন। এটি একটি সম্পূর্ণ নিরাপদ ও লাভজনক পদ্ধতি। এ প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষ করলে জমিতে একবার সেচ ও সার দিলেই চলে। আগাছা কম হয়। নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ফসল বেঁচে থাকে এবং ফলন দেয়। যেকোনো ব্যক্তি এ প্রযুক্তিতে সবজি চাষ করে অল্প সময়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, উপজেলা কৃষি অফিসের সামনে প্রদর্শনী প্লট দেখে এবং কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে জমিতে মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল করলা, বরবটি, ফুলকপি, তরমুজসহ বিভিন্ন সবজির আবাদে লাভের মুখ দেখছেন কৃষকরা। আশানুরূপ ফলন ও বাজার দরও ভালো পাচ্ছেন। এই অভাবনীয় সাফল্য দেখে পাশের গ্রামের কৃষকরাও মালচিং পদ্ধতিতে জমিতে সবজি চাষের পরিকল্পনা করছেন। এটি একটি সু-সংবাদই বলতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ,দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়