লবিস্টের মাধ্যমে দেশের বিরুদ্ধে বিবৃতি নেওয়া দেশদ্রোহিতার শামিল : তথ্যমন্ত্রী
২৫ জুন ২০২৩, ০৫:২১ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ০৫:২১ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা এগুলো দেশবিরোধী অপতৎপরতা। এগুলো দেশদ্রোহিতার শামিল। যারা এই বিবৃতি নিয়ে কাজ করছে, তারা দেশদ্রোহিতার মতো কাজ করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
রোববার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করছে। দেশ থেকে সৈন্য পাঠানোর ক্ষেত্রে পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যায়। কোস্ট গার্ড থেকেও যায়। বিষয়টি নিয়েও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই কারণে গত কয়েক দিনে কিছু পেশাদার ‘বিবৃতি সংগঠন’ বিবৃতি দিয়েছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে পরাজিতদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছিল। আমাদের ব্যতীত ১৪-১৫ সালে মানুষ পোড়ানোর মহোৎসব যখন চলছিল, তখন তারা বিবৃতি দেয়নি। ফিলিস্তিনে যখন পাখি শিকার করার মতো মানুষ শিকার করা হয়, ফিলিস্তিনি শিশুরা যখন ইসরাইলি বাহিনীর প্রতি ঢিল ছুঁড়ে, সেটির জবাবে ব্রাশ ফায়ার করা হয়, তারা এসবের বিরুদ্ধে বিবৃতি দেয়নি। তারা আমাদের স্পিক মিশন নিয়ে বিবৃতি দিয়েছে। বিষয়টির সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র যুক্ত।
ড. হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি গতকাল (২৪ জুন) আমাদের স্পিকারের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বিষয়টি ভূয়সী প্রশংসনীয়। একদিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আরেকদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি প্রশংসা করছে। আমাদের দেশ থেকে যারা মিশনে যায় তাদেরকে অভিনন্দন জানাই। যারা সেখানে কাজ করছে তাদেরকে অভিনন্দন জানাই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন হবে দেশের ভূমি রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করার নির্বাচন। আগামী নির্বাচন কীভাবে হবে, দেশে হামিদ কারজাই মার্কা কোন সরকার আসবে? নাকি কোনো তাঁবেদারি সরকার বসিয়ে বিশ্ববেনিয়ারা তাদের স্বার্থ হাসিল করার জন্য অপচেষ্টা চালাবে, সেটির ফয়সালা হবে৷ সেজন্য আপনাদের সহযোগিতা চাই।
এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচারাভিযান পরিচালনা করেন জিএইচএআইর কমিউনিকেশন্স ম্যানেজার সারওয়ার ই আলম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

নতুন রং খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

কুমিল্লায় পুটিমাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

উত্তরার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বলয় গড়ে তুলতে হবে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্সে নেতৃবৃন্দ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা টিপুর যুক্তরাষ্ট্র গমণে বিদায় সংবর্ধনা

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, দেখা যাবে হাসি মুখ

তাহসানকে সঙ্গে নিয়ে ভিভো ভি৫০ লাইট-এর জাঁকজমকপূর্ণ উন্মোচন

ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

চীনা প্রেসিডেন্টের সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সহযোগিতা জোরদার হয়েছে: ওয়াং ই

সালথায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কেশবপুরে বৈশাখের শুরুতে দুই দফা বৃষ্টিতে বোরোধান নিয়ে কৃষকের দুশ্চিন্তায়!!

কানাডায় চলন্ত গাড়ি থেকে এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ভারতীয় ছাত্রীর

আফগান শরণার্থীদের সাত দিনের মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ

আলেম ওলামাদের মানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখতে হবে - ধর্ম উপদেষ্টা

নেতা নয়, জনগনের কামলা হয়ে থাকতে চাই: কায়কোবাদ

কোয়ায় পড়ে ২ উপজাতীয় নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচের পরিবারের পাশে- সাবেক এমপি রুবেল

৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সেবার ঘোষণা

সিংড়ায় হজ্জ গমনইচ্ছুক হাজীদের সংবর্ধনা

নামাজের বৈঠকে তাশাহুদ পড়ার এক পর্যায়ে শাহাদাত আঙ্গুল উচু করা প্রসঙ্গে।

শেরপুর ঝিনাইগাতিতে কূপ খননে নিহত দুই পরিবারের পার্শ্বে সাবেক সংসদ সদস্য মো: মাহমুদুল হক রুবেল