নির্বাচনের সময় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চেয়েছে ইইউ
১৩ জুলাই ২০২৩, ০৩:৩৮ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ০৩:৩৮ এএম
সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আইন সচিব মো. গোলাম সারওয়ারের সঙ্গে সচিবালয়ে পৃথক বৈঠক করেছেন। নির্বাচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা কী- তা জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন কাঠামো যথেষ্ট, ইইউ প্রতিনিধিদলকে জানিয়েছে আইন সচিব।
গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে ইইউ প্রতিনিধিদল। বৈঠকের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, বাংলাদেশের গণমাধ্যম মূলত বেসরকারি। সম্প্রচারে থাকা ৩৫টি বেসরকারি টেলিভিশন। আর একটি বিটিভি। আমাদের চ্যালেঞ্জগুলোতে, বিশেষ করে সামাজিকমাধ্যমে যেসব গুজব ছড়ানো হয় এবং সময়ে সময়ে গুজব তৈরি হয়েছে, তাতে দেশে হানাহানি তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।’ বিএনপি’র আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কাউকে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেয়া হবে না। বিএনপি’র উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা।
বিএনপি’র এক দফা আন্দোলনকে ‘সাপের খোলস’ বদলানোর মতো বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সুষ্ঠু নির্বাচনের জন্য আইন কাঠামো যথেষ্ট, ইইউ প্রতিনিধিদলকে জানালেন আইন সচিব: সুষ্ঠু নির্বাচনের জন্য বিদ্যমান আইনি কাঠামো ‘যথেষ্ট’ বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলকে জানিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। বুধবার বিকালে সচিবালয়ে আইন সচিবের সঙ্গে দেখা করে ইইউ প্রতিনিধিদল। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান সচিব। তবে ইইউ প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার বলেন, ইইউ প্রতিনিধিদল জানতে চেয়েছে, আইনি কাঠামো যেটি আছে, তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট কিনা। আমরা বলেছি, যে আইনি কাঠামো আছে, তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট। এ সময় আরপিও’র কয়েকটি ধারার কথা তুলে ধরে সচিব বলেন, তারা সন্তুষ্ট হয়েছে।
আইন সচিব গোলাম সারওয়ার বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নির্বাচনের ক্ষেত্রে যে আইন করা হয়েছে, তা উপমহাদেশে আর নেই। তাদের বাছাই করার জন্য অনুসন্ধান (সার্চ) কমিটির চেয়ারম্যান ছিলেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এ ছাড়া সদস্য হিসেবে ছিলেন হাইকোর্টের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সুশীল সমাজের দুজন বিশিষ্ট ব্যক্তি। তারা (ইইউ) খুশি হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে আইন সচিব বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময় জুডিশিয়াল সার্ভিসের বিচারক ও কর্মকর্তাদের দায়িত্ব পালন করার প্রসঙ্গ তুলে ধরে সচিব বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তফসিলের দিন থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কমিটি দায়িত্ব পালন করে।
এ ক্ষেত্রে নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের অনিয়ম বা এ বিষয়ে কোনো অভিযোগ থাকে, তাহলে তারা (কমিটি) প্রতিবেদন তৈরি করে নির্বাচন কমিশনের কাছে দেয়। তখন সে অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। এ ছাড়া নির্বাচন কমিশন বিচারিক কর্মকর্তার জন্য চাহিদা দিলে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে বিচারিক কর্মকর্তাদের নির্বাচন কমিশনে ন্যস্ত করা হয় বলে জানান সচিব। তিনি বলেন, তখন তারা সবকিছুই করেন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। বিচারিক কর্মকর্তা ভোট গ্রহণের দিন এবং আগের দুইদিন ও পরের দুইদিন মিলিয়ে মোট পাঁচদিন দায়িত্ব পালন করেন। তখন তারা সামারি ট্রায়াল করে আরপিও অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এটিও তারা (ইইউ) অ্যাপ্রিশিয়েট করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা