'সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যায় না।'
২৯ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সিরাজুল আলম খানকে বাদ দিয়ে ভাবা যায় না, রচনা করা যায় না। সিরাজুল আলম খানের জীবন সংগ্রাম থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণে কথা চিন্তা করা যায় না। আজ শনিবার (২৯ জুলাই ২০২৩) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত স্মরণসভায় আলোচকরা এ সব কথা বলেন। সিরাজুল আলম খান স্মরণ সভা জাতীয় কমিটি এ আয়োজন করে।
স্মরণ সভা শুরুর পূর্বে সিরাজুল আলম খানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনা পর্ব সঞ্চালনা করেন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল উদ্দিন আহমেদ, সদস্য বাদল খান, কামাল উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান।
জাতীয় কমিটির আহ্বায়ক আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, রওশন জাহান সাথী, ফরহাদ মজহার, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান।
সভাপতির বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক আ স ম আবদুর রব বলেন, সিরাজুল আলম খানকে বোঝা, জানা, চেনা অসম্ভব। অন্যদের কাছে বলতেন, আমি যা করতে পারি না, বলতে পারি না সেটা রবকে দিয়ে বলাই, করাই। সিরাজুল আলম খানের মৃত্যু নেই। তার অসমাপ্ত কাজ সমাপ্ত না করা পর্যন্ত আমার মৃত্যু নেই।
তিনি বলেন, ১৯৬১ সালে ২১ বছর বয়সে নিউক্লিয়াস করেছিলেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। তখন বাংলাদেশ শব্দটাও কারো কাছে শুনিনি। সিরাজুল আলম খানের জন্ম না হলে বঙ্গবন্ধুকে স্বাধীনতার জন্য রাজি করাতেন কে? লক্ষ লক্ষ কর্মী তৈরি করেছিলেন। সিরাজুল আলম খান আমাদের জাতীয়তাবাদের বাতিঘর। যিনি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভবিষ্যত রাষ্ট্র দর্শন আবিষ্কার করেছেন।
জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ নুরুল আম্বিয়া বলেন, সিরাজুল আলম খান কখনও শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করেননি, অনাস্থা জানাননি। বঙ্গবন্ধুর হাতে সিরাজ ভাই দেশটা তুলে দিয়েছিলো, দেশটাকে কোন দিকে নিয়ে যাবেন সেই মাঠটা তৈরি করে দিয়েছিলেন। সিরাজুল আলম খান ও তাজ উদ্দীন আহমেদ হলেন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার।
তিনি বলেন, আজকে আমরা ক্রান্তিলগ্নে আছি। ৫০ বছর পরও আমরা একটা নির্বাচন ব্যবস্থা তৈরি করতে পারিনি। স্থিতিশীল রাজনৈতিক অবস্থা তৈরি করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। সকল রাজনীতিবিদদের উচিত রাজনীতিবিদদের মর্যাদা দিয়ে কথা বলা। বঙ্গবন্ধু রাজনীতিবিদদের সম্মান দিতেন।
আম্বিয়া বলেন, একটা গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। ৮০/৯০ শতাংশ মানুষকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতি সমাধান চায়। এতদিন ধরে যারা লুটপাট করে যারা বিত্ত বৈভব করেছে তা দিয়ে আমাদের কোনো লাভ নেই।
শুভ্রাংশু চক্রবর্তী বলেন, স্বাধীনতার পর যখন নতুন করে দাঁড়ানোর অসামান্য বীরের কাজ করেছিলেন সিরাজুল আলম খান। এদেশের গ্রামে-গঞ্জে সমাজতন্ত্র ছড়িয়ে দেয়ার কাজ করেছিলেন তিনি।
সাইফুল হক বলেন, ষার্টের দশকে যারা পর্দার অন্তরালে থেকে জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন সিরাজুল আলম খান অন্যতম। প্রচলিত রাজনীতির যে ধারণা, রাজনৈতিকদের যে চরিত্র দাদা ছিলেন তার ব্যতিক্রম। বঙ্গবন্ধুর পর যদি মুক্তিযুদ্ধের বিষয়ে নাম নিতে হয় তাহলে সিরাজুল আলম খানের নাম নিতে হয়। সিরাজুল আলম খানকে যে দল, সরকার শ্রদ্ধা জানাতে পারে না তারা কীসের মুক্তিযুদ্ধকে ধারণ করে? এটা তাদের হীনমন্যতা। তরুণ সমাজকে তিনি যেভাবে জাগিয়ে তুলেছিলেন এটা একটা অসাধারণ কর্ম। দাদার রাজনৈতিক উত্তরাধিকার তরুণ প্রজন্ম রাখবে। প্রচলিত সংবিধানের বাইরে গিয়ে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা এবং অভ্যন্তরীণ পরাধীনতা ভাঙার জন্য আমৃত্যু লড়াই করে গেছেন দাদা।
মাহমুদুর রহমান মান্না বলেন, অসাধারণ প্রতিভাবান সংগঠক ছিলেন সিরাজুল ইসলাম খান। স্বাধীনতার পুরো অংশ জুড়ে ইতিহাস রচিত হয়নি। সেই ইতিহাসের কথা যখন আসবে তখন তাকে বাদ দিয়ে করা যাবে না। আজ যদি রাজনীতিবিদরা সিরাজুল আলম খানের মতো নির্মোহ হতে পারতো তাহলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত।
জহিরুল ইসলাম বলেন, বুদ্ধি দিয়ে শ্রদ্ধা করতে না পারলে অনেক সময় শ্রদ্ধা করা হয় না। সিরাজুল আলম খানের জীবন সংগ্রাম থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণে কথা চিন্তা করা যায় না। যারা সিরাজুল আলম খানকে রহস্য পুরুষ বলেন, কাপালিক বলেন, তারা মুক্তিযুদ্ধ ও জাতীয়তা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছেন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস সিরাজুল আলম খানকে বাদ দিয়ে ভাবা যায় না, রচনা করা যায় না। সাম্যের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি। নতুন প্রজন্মের কাছে সিরাজুল আলম খানের সাম্যের বাংলাদেশ গড়ার চিন্তা তুলে ধরাই আমাদের কাজ। তাহলেই আমরা তাঁর প্রতি সম্মান জানাতে পারবো।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম কারিগর ছিলেন সিরাজুল আলম খান। সশস্ত্র যুদ্ধের পর বঙ্গবন্ধুর কাছে জাতীয় বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। তা না হওয়ায় ১৫ দফা প্রস্তাব পেশ করেন। ১৫ দফা দাবি অগ্রাহ্য হওয়ার কারণে সামাজিক বিপ্লবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ নির্মাণে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করেন। তিনি ইতিহাসের নির্মাতা।
নাজমুল হক প্রধান বলেন, আমরা যারা সিরাজুল আলম খানের কর্মময় জীবনের ইতিবাচক দিক ধরে জাতিকে সামনের দিকে পথ দেখাই।
স্মরণ সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় কমিটির সদস্য করিম সিকদার, তোহা মুরাদ, মঞ্জুর আহমেদ, দেলোয়ার হোসেন, খালেকুজ্জামান লিপন, তানসেন, তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে