তারেক-জোবায়দার বিরুদ্ধে রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : ঢাবি সাদা দল
০২ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। বুধবার (২ আগস্ট) এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম-আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের আজকের রায়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। উদ্দেশ্যপ্রণোদিত এ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটি প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৬ বছর পর হঠাৎ তড়িঘড়ি করে এ মামলার শুনানির পর দ্রুত রায় প্রদান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের ইশারাতেই এ রায় হয়েছে। দেশবাসী সকলেই জানে যে, এ সরকার বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে রাজনৈতিক কৌশলে মোকাবিলার পরিবর্তে শুরু থেকেই আইন-আদালতকে ব্যবহার করে আসছে। তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া আজকের রায়টি সেই পুরোনো কৌশলেরই ধারাবাহিকতা।
এ রায়কে অপকৌশলেরই অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিএনপির নেতৃত্বে চলমান গণ আন্দোলনে সরকার ভীত ও অস্বস্তিতে পড়েছে। দেশে ফিরে এসে ডা. জোবায়দা রহমান চলমান আন্দোলনে যোগ দিতে পারেন এবং তা হলে আন্দোলন নতুন গতিবেগ লাভ করবে। ফলে ২০১৪ এবং ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন আয়োজন করে ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ হবে না- এ আশঙ্কায় সরকার ভীত হয়ে পড়েছে। তদুপরি আমেরিকার ভিসা নীতি এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য অব্যাহত চাপ বৃদ্ধিতে দিশে হারা হয়ে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনাব তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ঘোষিত মামলার আজকের রায়টি এ অপকৌশলেরই অংশ।
তারেক-জোবায়দাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এ রায় উল্লেখ করে ঢাবি সাদা দল আরও বলছে, তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে এবং রাজনীতি থেকে সরিয়ে রেখে সরকার নিজেদের ফ্যাসিস্ট শাসন অব্যাহত রাখতে চায়। এ অশুভ পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও প্রহসনের বিচারের মাধ্যমে সাজা দিয়ে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। এবারের রায়ের মাধ্যমে ডা. জোবায়দা রহমানকেও নির্বাচনে অযোগ্য করার অপকৌশল গ্রহণ করা হল। আমরা মনে করি, এসব অপকৌশলের মাধ্যমে সাময়িকভাবে হয়ত সরকার সুবিধা নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই বিজয় হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ ও স্বার্থ বিবেচনা করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিলুপ্ত করার সকল অপকৌশল ও অপচেষ্টা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে নিজেদের অশুভ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পবিত্র বিচারাঙ্গনকে আর কলুষিত না করার জন্য অনুরোধ করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা