শেখ হাসিনার পতন না হলে চিরদিনের জন্য দেশের মানুষ বন্দি হয়ে যাবে:রিজভী
০৯ আগস্ট ২০২৩, ০১:১৬ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ০১:১৬ পিএম
অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাতে না পারলে চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ তার কাছে বন্দী হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন,' শেখ হাসিনার পতন ঘটাতে হবে।শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের পতন ঘটাতে হবে।আমার আপনার সন্তানের নিরাপত্তার জন্য তার পতন ঘটাতে হবে না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবে না চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে।এই বন্দিত্ব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে তার পতন ঘটাতেই হবে।
বুধবার(৯ আগস্ট)দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,'এইবার শেখ হাসিনা যে নির্বাচন দিবে আমাদেরকে চুপ থাকলে হবে না আমরা শান্তিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে আমরা মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নির্বাচন আমরা হতে দিবো না,দিবো না,দিবো না। যতক্ষন না নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয়,শেখ হাসিনা পদত্যাগ না করে।নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনেই আমরা করবো এটা আমাদের অঙ্গীকার।
চোরদেরকে মর্যাদা দেন শেখ হাসিনা এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন,'
বাংলাদেশ থেকে ৮০০ কোটি টাকা নাই হয়ে গেল পাচার হয়ে গেল।তখন যিনি গভর্নর ছিলেন আতাউর রহমান তার দায় নাই? সেখানে তার তো দায় আছে তিনি গভর্নর তিনি গভর্নর থাকা অবস্থায় ৮০০ কোটি টাকা উধাও হয়ে গেল উনি তো দায়ী। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন কি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন।অর্থাৎ চোরদেরকে মর্যাদা দেন কে?শেখ হাসিনা।
তিনি বলেন,' আমরা অনেক ঘটনা জানি কখন কি ষড়যন্ত্র হয় কাকে কোথায় ডেকে নিয়ে আসা হয় কত কিছু করা হয় আমাদের নেতাদেরকে ধরে উধাও করা হয় চার পাঁচ দিন তারপরে বলা হয় উনি গোয়েন্দা হেফাজতে আছে।তারপর কয়েকদিন পর থানায় দেয়া হয় বিরোধীদল বিএনপি নেতাকর্মীদের স্বাভাবিক জীবন যাপন করার কোন অধিকার নেই।
রিজভী বলেন,'আজকে অনেকেই বলছেন মানুষ যখন তার অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যালয়ে যায় সেখানে নানা ষড়যন্ত্র করা হয়।আমরা তো জানি গোয়েন্দা কার্যালয় অর্থাৎ ডিবি অফিস বিরোধী দলের জন্য একটি আতঙ্ক ঘর।অনেক আয়না ঘর সেখানে রয়েছে।আর এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল।অনেক বিভ্রান্তি তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে অপধাস্ত করার জন্য শুধু মিথ্যা মামলা জুলুম নির্যাতনই করছে না অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন,'আপনি সম্রাটের মতো আজীবন ক্ষমতা ভোগ করবেন সুষ্ঠু নির্বাচন দিবেন না।আর আপনি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে রেজিনচেঞ্জের ষড়যন্ত্র পান।আপনারা বিনা ভোটের এমপি নিশি রাতের এমপি কয়দিন আগে না মেনন সাহেব আপনি নিজেই বলেছিলেন ১৮ সালে কোন নির্বাচন হয় নাই সুষ্ঠু নির্বাচন হয়নি।
রিজভী বলেন,'যখনই বাংলাদেশে অবাক সুষ্ঠু নির্বাচনের কথা কেউ বলেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক বা অন্য কোন গণতান্ত্রিক দেশ তখনই সেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য খুঁজেছে এই ফ্যাসিবাদী সরকার।২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন তখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যান মাজি না সেই ড্যান মাজিনা যখন সুষ্ঠ নির্বাচনের কথা বলেছেন তখন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন কাজের বুয়া মর্জিনা।উনি যখন দিল্লিতে গেছেন বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলতে তখন অনেকেই বলেছেন ড্যান মজিনা বিএনপি'র নাকি স্থায়ী কমিটির সদস্য। আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয় তখন ছড়িয়ে দিচ্ছে তারা নাকি আমাদের সেন্টমার্টিন নিতে চায় অথচ তারা বলছে বাংলাদেশের স্বার্বভৌমত্বের প্রতি তাদের কোন আগ্রহ নেই।
তিনি বলেন,'পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট নিয়ে গেছে মন্ত্রনালয় থেকে সে প্রজেক্ট হচ্ছে ৪২ কোটি টাকার তার কন্সাল্টেন্ট ধরেছে ১৭ কোটি টাকা তাহলে কাজ হবে কিভাবে।এইটা হচ্ছে শেখ হাসিনার আমল।
৭০০ টাকা কেজি কাঁচামরিচ এইটা ডাকার জন্যই তারেক রহমান এবং জুবাইদা রহমানকে সাঁজা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত