ছাত্রলীগের সমাবেশ : বন্ধ রয়েছে ১১টি রাস্তা, ভোগান্তি
০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে পাঁচ লাখ লোক জড়ো করার টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। এতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে।
দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যের গাড়ি পাননি জবা আক্তার। তিনি বলেন, ‘অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এক আত্মীয়ের বাসায় জরুরি যাওয়া দরকার। কিন্তু কেমনে যাব? মাঠের ভেতরে ছাত্রলীগের সমাবেশ কিন্তু রাস্তার অবস্থা এমন কেন, তা বুঝে আসে না।’
রহিমা বেগম নামের আরেক নারী বলেন, ‘আমার বাসা মিরপুরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার রোগী ভর্তি। তাই আজ সকালে বাসে শাহবাগে এসেছিলাম। কিন্তু কারওয়ানবাজার আসার পরে বাস অন্য রাস্তায় চলে যায়। এ সময় বাংলামোটর ও শাহবাগের যাত্রীদের কাওরান বাজারে নামিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে হেঁটে হেঁটে শাহবাগ মোড়ে আসি। সেখানে এসে কোনো রিকশা না পেয়ে হেঁটে হেঁটে আবার ঢাকা মেডিকেল যাই।’
ইসমাইল নামের এক যুবক বলেন, ‘আমি নিউমার্কেটে একটি দোকানে কাজ করি। আজ বাড়ি যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু সেখানে কোনো বাস নেই। তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করে হেঁটে হেঁটে পল্টন মোড়ে এসেছি। সেখান থেকে একটি রিকশা করে যাত্রাবাড়ী যাব। সেখানে গেলে বাস পাব।’
মৎস ভবন এলাকায় দায়িত্বরত আবু সরকার নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকাল থেকেই এই এলাকায় গাড়ি চলাচল সীমিত রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।’
বাংলামোটর, পরিবাগ, মৎস ভবন, শিক্ষা ভবন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে বাসে করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন।
ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি স্থানে রাস্তা বন্ধ রাখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ১০টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভিভিআইপি অনেক অতিথি যোগ দেবেন। তাদের চলাচলের কথা চিন্তা করে এসব রাস্তা বন্ধ রাখা হয়েছে।
ডিএমপি জানায়, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং বন্ধ বা ডাইভারশন করা হবে। নগরবাসীকে এসব এলাকা বা রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।
ডিএমপি আরও জানায়, সমাবেশে আগত ব্যক্তিদের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ (ভিআইপি); মলচত্বর; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে রাখতে বলা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইটি এক্সেভেটর জব্দ
আব্দুল্লাহ শফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
সৈয়দপুরে সাদপন্থি তাবলীগ জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ
স্বেচ্ছাসেবক লীগনেতা ফুয়াদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে
বাংলাদেশে আইওটি ইকোসিস্টেম উন্মোচন করেছে ওয়ানপ্লাস
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা