ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

সমাজকল্যাণমন্ত্রীর বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, সৎভাইয়ের বকেয়া ৭ লাখ

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

 

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ তার পরিবারের তিনজনের নামে থাকা চারটি বিদ্যুৎ সংযোগের বিপরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) সব পাওনা পরিশোধ করা হয়েছে। ওই চারটি মিটারের বিপরীতে পাওনা ছিল এক লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা। তবে মন্ত্রীর সৎভাই সদস্য সামসুজ্জামান আহমেদ ভুট্টুর বকেয়া সাত লাখ ২৫ হাজার ১৪৪ টাকা পরিশোধ করা হয়নি। এর দায় মন্ত্রী বা তার ছেলে নেবেন না বলে জানানো হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রীর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম এলাকায়।

এদিকে কোনো কোনো মাসে নেসকোর বিল শিটে মন্ত্রীর বাড়ির মাসিক বিল মাত্র ৩২, ৩৭, ৫২, ৬৫ বা ৭২ টাকা দেখানো হলেও তা বিদ্যুৎ ব্যবহারের ওপর নয়, নেসকো এটিকে বলছে ‘ডিমান্ডচার্জ’। বিদ্যুৎ ব্যবহার না হলে শুধু ডিমান্ডচার্জ করা হয় বলে জানিয়েছে নেসকো। করোনাকালসহ গত কয়েক বছরের বেশিরভাগ সময় মন্ত্রী ও তার পরিবার রাজধানীতে অবস্থান করায় সেসব সময় বিদ্যুৎ ব্যবহার হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ এবং মন্ত্রীর প্রয়াত বাবা করিম উদ্দিন আহমেদের নামে একটি সেচপাম্পসহ চারটি সংযোগের বিপরীতে নেসকোর মোট বকেয়ার পরিমাণ ছিল এক লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা। এই টাকা বৃহস্পতিবার রাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ বাজারের ‘আল আমিন টেলিকম’ নামের একটি দোকান থেকে।

ওই দোকানের মালিক আল-আমিন হোসেন বলেন, গত ৩১ আগস্ট মন্ত্রী পরিবারের ম্যানেজার মোহাম্মদ হোসেন খোকন বিল পরিশোধের জন্য ওই টাকা আমাকে দিয়ে যান। টাকা পেয়ে ওই দিনই আমি বিল পরিশোধের কাগজ সরবরাহ করি। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে সেদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেসকোর অনুকূলে টাকা পরিশোধ করতে পারিনি। তবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তা পরিশোধ করা হয়েছে। গতকাল নেসকোর অ্যাপে ঢুকেও বিল পরিশোধের সত্যতা পাওয়া গেছে।

নেসকো জানিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন বা আইনি পদক্ষেপ নেওয়া না হলেও বিল পরিশোধের জন্য মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে রাষ্ট্রীয়কাজে মন্ত্রী ও তার পরিবার বেশিরভাগ সময়ই ঢাকায় থাকেন ফলে বিলগুলো হয়তো বকেয়া পড়েছিল।

জানা গেছে, দোতলা বাড়ির একাংশের নিচ তলায় থাকেন মন্ত্রী, সেই বাসায় মন্ত্রীর নিজ নামে রয়েছে বিদ্যুৎ সংযোগ। ওই অংশের ওপর তলায় থাকেন রাকিবুজ্জামান আহমেদ। তার নামে রয়েছে অপর একটি আবাসিক সংযোগ। মন্ত্রীর বাবার নামে কালীগঞ্জ বাজারের ‘গদিঘরে’ রয়েছে একটি বাণিজ্যিক সংযোগ। অপরদিকে উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় মন্ত্রীর নামে রয়েছে একটি সেচ পাম্পের সংযোগ।

নেসকোর ওয়েবসাাইট ঘেঁটে দেখা যায়, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আবাসিক সংযোগটির বিপরীতে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে গত জুলাই পর্যন্ত মোট বকেয়া ১১ হাজার ৬২০ টাকা। এই সময়ের মধ্যে সর্বনিম্ন ৩২ ও সর্বোচ্চ দুই হাজার ৪০৮ টাকা বিল এসেছে। ওই সময়ে রাকিবুজ্জামান আহমেদের আবাসিক সংযোগে নেসকোর পাওনা ৭৯ হাজার ৯৯৫ টাকা। এ বছরের জুলাই মাসে তার বিল এসেছে ১৩ হাজার ৫৬১ টাকা। মার্চ থেকে জুন পর্যন্ত প্রতি মাসের বিল ১০ হাজার ৭৭৭ টাকা করে। তার সর্বনিম্ন বিল দেখানো হয়েছে ২০২১ সালের এপ্রিলে ৭২ টাকা। মন্ত্রীর নামে থাকা সেচ সংযোগে নেসকোর মোট পাওনা ৬১ হাজার ৩৪৪ টাকা। প্রয়াত করিম উদ্দিন আহমেদের নামে থাকা বাণিজ্যিক সংযোগের বিপরীতে পাওনা রয়েছে ১৮ হাজার ৫৭৭ টাকা। মন্ত্রীর সৎভাই সামসুজ্জামান আহমেদের ‘ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠানের’ একটি সংযোগে নেসকোর বকেয়া সাত লাখ ২০ হাজার ১৩৩ টাকা এবং অস্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকা অপর একটি সেচ সংযোগের বিপরীতে পাওনা রয়েছে এক লাখ ৫ হাজার ১১ টাকা। নুরুজ্জামান আহমেদের অপর চার ভাইয়ের কাছে নেককোর কোনো পাওনা আছে কিনা তা জানা যায়নি।

গতকাল বিকেলে নেসকোর বিতরণ ও বিক্রয় কেন্দ্রে গিয়ে ছুটিতে থাকায় সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমানকে না পেয়ে কথা হয় উপ-সহকারী প্রকৌশলী রেজোয়ানুল ইসলামের সাথে। এসি-ফ্রিজসহ নানা ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহারকারী একটি পরিবারের মাসিক বিল ৩২ টাকা কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা ব্যবহৃত বিদ্যুতের বিপরীতে কোনো বিল নয়, এটা ডিমান্ডচার্জ। যদি কোনো ব্যবহারকারী মাসজুড়ে বিদ্যুৎ ব্যবহার না করে তাহলে সংযোগ চালু রয়েছে মর্মে ডিমান্ডচার্জ হয়। মন্ত্রী মহোদয়ের পরিবার বেশিরভাগ সময়ে ঢাকাতেই থাকেন ফলে শুধুই ডিমান্ডচার্জ বা সামান্য বিল হবে এটাই স্বাভাবিক। আবার যখন ব্যবহার বেশি হয়েছে তখন সে অনুযায়ী বিল হয়েছে। বকেয়া পরিশোধের বিষয় নোটিশ দেওয়া হয়েছিল কিনা তা সদ্য বারখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস ভালো বলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

নেসকোর কালীগঞ্জ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী রেজোয়ানুল ইসলাম বলেন, ৩২, ৩৭ বা ৫৭ টাকা ব্যবহৃত বিদ্যুতের বিপরীতে কোনো বিল নয়। এটাকে বলা হয় ডিমান্ডচার্জ। ব্যবহারকারীর বিদ্যুৎ সংযোগ সচল আছে কিন্তু গোটা মাসে ব্যবহার হয়নি এমন ক্ষেত্রে ডিমান্ডচার্জ করা হয়। পরিবারটি বলতে গেলে ঢাকাতেই থাকে, তাই ডিমান্ডচার্জ বা সামান্য বিল হবে এটাই স্বাভাবিক। যখন তারা বাড়িতে থাকেন সেসব মাসে ব্যবহৃত ইউনিট অনুযায়ী বিল করা হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।

রাকিবুজ্জামান আহমেদ বলেন, বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে দেখাশোনার জন্য পারিবারিকভাবে আমাদের দুজন ম্যানেজার আছে গ্রামের বাড়িতে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। আর আমার চাচার বকেয়ার দায় একান্তই তার।

ম্যানেজার মোহাম্মদ হোসেন খোকন বলেন, আমার হাতে ঠিকভাবে বিল পৌঁছায়নি বলেই তা পরিশোধ করা হয়নি। এ ক্ষেত্রে আমিও উদাসীন ছিলাম। আর সেচপাম্পের সংযোগটি স্থায়ীভাবে বন্ধ করতে প্রায় দুই বছর আগে নেসকোতে আবেদন করা হয়েছিল, কিন্তু তারা তা না করে এতদিন বিল করে গেছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা