বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এক বিশেষ বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) দশম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এক বিশেষ বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং চায়না এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সহযোগিতায় বাংলাদেশে চীনের দূতাবাস এই প্রদর্শনীর আয়োজন করছে। তিন দিনের প্রিমিয়াম প্রদর্শনীতে অংশ নিচ্ছে ১৫টি চীনা কোম্পানি, যাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সদর দপ্তর বাংলাদেশে।
এ ছাড়াও বাংলাদেশের বাজারে কাজ করছে এমন প্রায় ২০টি অন্যান্য বড় চীনা কোম্পানি এবং বেশ কয়েকটি বড় বাংলাদেশি কোম্পানি ও ব্যাংকও এতে অংশ নিচ্ছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিইএবি-এর প্রেসিডেন্ট কে চাংলিয়াং।
এ ছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও এএইচএম আহসান, অতিরিক্ত সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উইং চিফ মো. আনোয়ার হোসেন, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (এবিসিএ) চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ এবং বিসিসিআইয়ের সভাপতি গাজী গোলাম মুর্তোজা সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালং। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমরা সবাই জানি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যেটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ যোগদান করে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এই প্রদর্শনীর আয়োজন করে যাতে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অর্জনগুলো স্পষ্টভাবে প্রদর্শন করা যায়। এ ছাড়া চীন ও বাংলাদেশি কোম্পানির সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার আসন্ন ৭৪তম বার্ষিকীতে একটি উপহার উপস্থাপন করা।
তিনি আরও বলেন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সবসময়ই চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানের পর থেকে আরও বেশি সংখ্যক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। বর্তমানে বাংলাদেশে ৬৭০টিরও বেশি চীনা কোম্পানি কাজ করছে। এই কোম্পানিগুলো; বিশেষ করে এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা বর্তমানে চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।
হুয়ালং বলেছেন, এই কোম্পানিগুলো বাংলাদেশে আরও বেশি চীনা পুঁজি, চীনা প্রযুক্তি এবং চীনা গুণমান প্রচার করে। যা বাংলাদেশের শিল্প কাঠামোর মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রেরণা দেয়। তারা রাস্তা ও সেতুর মতো অবকাঠামো নির্মাণ করে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করে, মিউনিসিপ্যাল ওয়াটার অ্যাফেয়ার্স, আবর্জনা ও পয়ঃনিষ্কাশন মোকাবিলা এবং বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অংশগ্রহণ করে।
তিনি বলেন, তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করেছে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সারাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সাহায্য করেছে। তারা বাংলাদেশ নেটওয়ার্ক নির্মাণে অংশগ্রহণ করেছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছে। তারা দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের কাঁচামাল খাতে আমদানি এবং বাংলাদেশে তৈরি পণ্য রপ্তানিতে ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রদর্শনীর ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে তিন দিনব্যাপী বিভিন্ন সেমিনার যেমন সরকারি দপ্তরের সঙ্গে কর্মশালা, চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে ফোরাম, চাকরি মেলা ও ব্যবসায়িক সভাও অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আধুনিকীকরণের যাত্রায় চীন সর্বদা বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিবেশী, ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগিতামূলক অংশীদার।
অনুষ্ঠানে হুয়ালং বলেন, চীন সেদেশের আরও ব্যবসায়ীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করবে এবং চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রচার করবে। সবশেষে রাষ্ট্রদূত বলেন, আমি বিশ্বাস করি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীন-বাংলাদেশ সম্পর্ক অবশ্যই একটি নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে। প্রদর্শনী চলবে ১০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ