সমঝোতার পথ বিএনপি খোলা রাখেনি, মার্কিন প্রতিনিধিদলকে আওয়ামী লীগ
০৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন, বিএনপি আগামী নির্বাচন নিয়ে সমঝোতার কোনো পথ খোলা রাখেনি।তাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলকে জানিয়েছি, বিএনপি সমঝোতা-আপসের কোনো পথ খোলা রাখেনি। বিএনপির দাবি সংবিধানসম্মত নয় এবং সংবিধান লঙ্ঘন করে তো আমরা সমঝোতা করব না।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে আজ সোমবার বৈঠক করেন ঢাকা সফরররত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা। দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয় রাজধানীর বনানীর একটি হোটেলে। বৈঠক শেষে মার্কিন প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের পক্ষ থেকে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কিছু বলা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা তুলে ধরেন। বাংলাদেশে নির্বাচনী পরিবেশ মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা অন্যদের মতো আমাদের সঙ্গেও বৈঠক করেছেন। ১২ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদল। জাতীয় নির্বাচন নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে।’
ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে চায়, তা প্রতিনিধিদলকে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, সরকার গত ১৫ বছরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে ৮২টি সংস্কার করেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, সে বিষয়েও প্রতিনিধিদলকে বলেছেন। দেশের ৭০ ভাগ ভোটার শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে আইআরআইয়ের জরিপে উঠে এসেছে, সেই তথ্য বৈঠকে উল্লেখ করেছেন আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল কাদের বলেন, ‘তারা আমাদের মনোভাব জানতে চেয়েছে, আমরা কী করতে চাই, কেমন নির্বাচন চাই, বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কীভাবে দেখছি।’
মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মধ্যস্থতা করতে আসেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা এখানে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তাদের কথাবার্তা ইতিবাচক ছিল। কোনো পক্ষ নিয়ে কথা বলেনি। আওয়ামী লীগ ও বিএনপির মতবিরোধ সমাধান করা মার্কিন প্রতিনিধিদলের উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, তারা পরিস্থিতি বুঝতে চায়। নির্বাচনের পরিবেশ, বাস্তব অবস্থা, সংঘাতের আশঙ্কা আছে কি না, সেটি পর্যবেক্ষণ করছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠক হয় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনে তাঁদের এক দফা দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেন বিএনপির নেতারা। বৈঠকে আলোচনার মধ্যে বিএনপির দাবির বিষয়টি এসেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বলেছে, কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্ট (সমঝোতা ও আপসের) মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না? আমরা বলেছি, কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের জন্য স্পেস থাকতে হয়। সেই স্পেস বিএনপি রাখেনি, ব্লক করে দিয়েছে।’
বিএনপির দাবির প্রসঙ্গে প্রতিনিধিদলকে কী জানিয়েছেন—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রথমত বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো মৃত একটি ইস্যুকে সামনে এনেছে। তাদের এক দফা প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন বাতিল করতে হবে। এসব দাবির মুখে কীভাবে সমঝোতা হবে। বিএনপি বা বিরোধী দলের যেসব দাবি এখন চলছে, সে বিষয়ে প্রতিনিধিদল একটি কথাও বলেনি।
বিএনপির দাবি সংবিধানসম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি সূচনা বক্তব্যেই বলেছি, গণতন্ত্র এমন একটি বিষয়, যেখানে কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের সুযোগ থেকেই যায়। কিন্তু বিএনপির দাবি তো সংবিধানসম্মত নয়। সংবিধান লঙ্ঘন করে তো আমরা কম্প্রোমাইজ-অ্যাডজাস্টমেন্ট করব না। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। প্রতিনিধিদলকে জিজ্ঞাসা করেছি, কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? তিনি কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, নাকি জনগণের ঢল নেমেছে রাস্তায় যে প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হবে।’
প্রতিনিধিদলকে বিএনপির ‘মিথ্যাচারের’ জবাব দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেসব অভিযোগ প্রতিনিধিদলের কাছে করেছে, তার জবাব দিয়েছে তারা। বিএনপি সভা-সমাবেশে ভুল তথ্য দেয়, মিথ্যাচার করে, আইনের ভুল ব্যাখ্যা দেয়, সে ব্যাপারে সঠিক বিষয় তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিন্তু দেশে এমন গুজব, মিথ্যাচার চলছে, ক্ষমতাসীন দল হিসেবে জবাব দিতে হয়।’ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষে অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়