বঙ্গবন্ধু টানেল দিয়ে প্রথম ১৪ ঘণ্টায় পার হয়েছে ৩০৮৯ গাড়ি
৩০ অক্টোবর ২০২৩, ১১:২৩ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১১:২৩ এএম
কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গতকাল রবিবার থেকে যান চলাচল শুরু হয়েছে। হরতালের মধ্যে টানেলে প্রথম ১৪ ঘণ্টায় তিন হাজার ৮৯টি গাড়ি চলাচল করেছে। টোল আদায় হয়েছে ছয় লাখ ৬৮ হাজার টাকা। প্রথম দিন টানেলে চলতে পেরে নদীর দুই পারের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম দিন টানেলে চলাচলকে স্মরণীয় করে রাখতে কেউ কেউ আগের রাত থেকে টানেলের দুই প্রান্তে ওজন স্কেলের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। টানেলের একমাত্র টোল প্লাজাটি আনোয়ারা প্রান্তে হওয়ায় প্রথম টোল দেওয়ার সুযোগ পেয়েছে সেই প্রান্তের মানুষ।
ঠিক সকাল ৬টায় ২৫০ টাকা টোল দিয়ে প্রথম টানেলে প্রবেশ করে একটি মাইক্রোবাস।
আনোয়ারা প্রান্তের ওই মাইক্রোবাসের চালক মো. শাহাদাত জানান, তিনি মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে এসেছিলেন। ফেরার সময় টানেলের প্রথম যান হতে রাত ৩টা থেকে অপেক্ষায় ছিলেন। ওই মাইক্রোবাসের যাত্রী মুন্সীগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা বলেন, ‘আমরা মুন্সীগঞ্জ থেকে কক্সবাজার গিয়েছিলাম। ফেরার সময় টানেল দিয়ে যাব বলে প্রায় তিন ঘণ্টা এখানে অপেক্ষা করেছি।
যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার এবং ২৫ জন যাত্রী নিয়ে ‘বিডি বাস লাভার গ্রুপ’ নামের মার্শা পরিবহনের পর্যটকবাহী একটি বাস টানেল পাড়ি দিতে রাত ১২টা থেকে পতেঙ্গা প্রান্তে অপেক্ষায় ছিল। সকাল ৬টায় টানেলের প্রবেশদ্বার খুলতেই পতেঙ্গা প্রান্ত থেকে প্রাইভেট কার ও বাসটি দ্রুতগতিতে টানেল ধরে এগিয়ে যেতে থাকে। ওই সময় কার ও বাসের যাত্রীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।
পতেঙ্গা প্রান্তে অপেক্ষায় থাকা পাঁচ যাত্রীর প্রাইভেট কারের ড্রাইভিং সিটে থাকা নগরীর পতেঙ্গার বাসিন্দা মো. মামুন বলেন, ‘রাত ১২টা থেকে অপেক্ষায় ছিলাম প্রথম পারাপার করব বলে।
টানেলের প্রথম নারী চালক পতেঙ্গার বাসিন্দা আনিকা মোবাশ্বেরা। পরিবারের সদস্যদের নিয়ে জিপ চালিয়ে পার হন বঙ্গবন্ধু টানেল। প্রথম নারী চালক হিসেবে টানেল পার হওয়ায় উচ্ছ্বসিত তিনি। শুধু তাঁরা নন, প্রথম দিন টানেল দিয়ে যাতায়াত করতে পারা মানুষের আনন্দের কমতি ছিল না।
মোহাম্মদ নেজাম নামের এক বিদেশগামী যাত্রী বলেন, ‘আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেতে হলে নৌকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে যেতে হতো। এখন টানেল দিয়ে মাত্র পাঁচ মিনিটেই বিমানবন্দর পৌঁছতে পারব।’
টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন গতকাল রাতে বলেন, ‘আজ (গতকাল) সকাল ৬টা থেকে টানেল দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাত ৮টা পর্যন্ত (প্রথম ১৪ ঘণ্টা) তিন হাজার ৮৯টি গাড়ি চলাচল করেছে। এসব যানবাহন থেকে ছয় লাখ ৬৮ হাজার টাকা টোল আদায় করা হয়েছে।’
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতিটি গাড়ির টোল দিতে ৩০ সেকেন্ড সময় লাগছে। তিন উপায়ে টোল দেওয়া যাবে- ইলেকট্রনিক, কার্ড ও ম্যানুয়াল। তবে এখন শুধু ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে।
চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় ১৬টি টোল বুথ থাকলেও প্রথম দিন চালু ছিল ১২টি। চারটি বুথ রিজার্ভ রাখা হয়েছে। চালু ১২টি বুথের মধ্যে ছয়টি আনোয়ারামুখী ও ছয়টি পতেঙ্গামুখী যানবাহনের জন্য নির্দিষ্ট করা আছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ