সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ঢাকা, ছাড়ছে না দূরপাল্লার বাস
০১ নভেম্বর ২০২৩, ০১:২৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ০১:২৩ পিএম
বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন আজ। দ্বিতীয় দিনেও ঢাকা থেকে কোন দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। আবার বাইরে থেকেও ঢাকায় আসছে না কোন বাস। সদর ঘাট থেকেও ছেড়ে যায় নি কোন লঞ্চ। লঞ্চ মালিকরা বলছেন যাত্রীর অভাবে তারা লঞ্চ ছাড়তে পারছেন না। সব মিলিয়ে বলা যায় প্রথম দিনের মত আজ দ্বিতীয় দিনও রাজধানী ঢাকা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। রাজধানীর অভ্যন্তরে গণপরিবহনের সংখ্যাও খুবই কম। সামান্য যে কটি বাস চলছে তাতেও যাত্রী সংখ্যা অনেক কম
রাজধানীর গাবতলী এলাকার পরিস্থিতি অনেকটা শান্ত। সকাল থেকে এখন পর্যন্ত অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কোনো পিকেটিং চোখে পড়েনি। তবে পাহারা বসিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাবতলী এলাকায় সার্বিক শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে ফজর থেকে রুটিন মাফিক দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও মোটর শ্রমিক লীগের নেতাকর্মীরা। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে গাবতলী বাস টার্মিনালে যাত্রী কম দেখা গেছে। এ কারণে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।
মঙ্গলবার গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে, মহিলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার শতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজানও নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন গাবতলী এলাকায়।
গাবতলী এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসন খান নিখিল মিছিল নিয়ে শো ডাউন দিচ্ছেন। এছাড়া ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিও নেতাকর্মীদের চাঙা করতে গাবতলী এলাকায় এসেছেন। বলা যায় পুরো গাবতলী এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে।
এদিকে, যাত্রীর অপেক্ষায় শত শত বাস রাখা রয়েছে। ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস। ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুরগামী এসডি পরিবহনের কোনো গাড়ি ছেড়ে যায়নি সকাল থেকে। অথচ চারটি ট্রিপ ছেড়ে যাওয়ার কথা। এসডি পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল করিম বলেন, বাস আছে, যাত্রী নেই। ফলে বাস ছাড়তে পারি না। যাত্রী না থাকলে কীভাবে বাস ছাড়বো। সকাল থেকে চারটি বাস ছাড়ার কথা একটাও ছাড়তে পারি নাই। কাউন্টারের পাশেই বাস ডিপো। শত শত বাস অলস পড়ে আছে। সব বাসে কর্মরত মোটর শ্রমিকদের মধ্যে শঙ্কার ছাপ।
এক মোটর শ্রমিক বলেন, ভাই বাসের চাকা ঘুরলে বেতন না ঘুরলে নাই। সেই ২৮ অক্টোবর থেকে বসে আছি এক টাকা আয় নাই অথচ দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা খরচ। আমরা চলবো কি করে। কাউন্টারের কর্মীরা জানান, সকাল থেকে কাউন্টার বন্ধ রাখতে হয়েছিল। অবরোধ কর্মসূচির কারণে যাত্রী আসেনি। ভয়ে আতঙ্কে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ঢাকার ভেতরেও যানবাহন কম।
গাবতলির মতো মহাখালি এবং সায়দাবাদ বাস টার্মিনালেরও একই অবস্থা। টার্মিনাল থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। যাত্রী নেই বলে বাস ছাড়তে পারছে না বলে বাসে কর্মরত শ্রমিকরা বলছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত