বাদ পড়ছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য
২৪ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রংপুর ও রাজশাহী বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। বৈঠকে রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টিসহ মোট ৭২ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে সকাল ১০টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শুরু হয়। সভা আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে, অর্থ্যাৎ আজকেও সভা চলমান থাকবে। বৈঠক শেষে বেরিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল বাদের এমন তথ্য জানিয়েছেন। এবার দলীয় সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন বলে জানান ওবায়দুল কাদের। দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশেই দীর্ঘদিন ধরে বিতর্কিত দলীয় সংসদ সদস্যদের অনেকেই বাদ পরতে যাচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, মোশাররফ হোসেন, কাজী জাফর উল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, রাশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, ডা. দীপু মনি। সভা সূত্র জানিয়েছে, হুইল চেয়ারে করে মনোনয়ন বোর্ডের সভায় যোগ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দুপুর ২টা পর্যন্ত চলে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়।
দলীয় সূত্র জানিয়েছে, এবার জনপ্রিয় এবং জয়ী হয়ে আসতে পারবে এমন দলীয় নেতাদেরই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয় ছিনিয়ে আনতে পারবেন, এমন প্রার্থীরাই মনোনয়ন পেতে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে বিবেচনা করা হবে, তরুণ, সৎ, দলের প্রতি অঙ্গিকারবদ্ধ ও জনসাধারণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে। অতীদের কর্মকা-ের ভিত্তিতেই এবার মূল্যায়ন হবে । বিতর্কিত কর্মকা-ের কারণে বর্তমান এমপি মধ্যে যাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে তাদের কয়েকজন বাদ পরছেন। গতকাল রংপুর ও রাজশাহী বিভাগের ক্ষেত্রে এমনটা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, যারা পরতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অর্থনৈতিক অনিয়ম, পরের জমি ও সরকারি সম্পত্তি দখল, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। আবার বয়সের কারণেও বাদ যেতে যাচ্ছেন। সে ক্ষেত্রে মনোনয়ন পাচ্ছেন স্বচ্ছ রাজনীতিবিদ ও তরুণ মুখ।
দলীয় সূত্র জানিয়েছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরাও দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এমন প্রার্থীকে নৌকা দেওয়ার পক্ষে। তাদের মতে, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে পরিক্ষিত। বির্তকের বাইরে দলের জন্য দু:সময়ে কাজ করেছেন আওয়ামী লীগের এমন নেতাদের মনোনয়ন দৌড়ে এড়িয়ে রাখা হচ্ছে। তাদের কর্মফল বিশ্লেষণ করে নৌকার মাঝি নির্ধারণ করা হোক। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে নৌকা দিবেন, তার পক্ষে কাজ করবে তৃণমূলের নেতাকর্মীরা। মনোনয়ন প্রসঙ্গে দলের একাধিক বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিতর্কিত কাউকে মনোনয়ন দেয়া হবে না। অপকর্মে জড়িত হয়ে দলের জন্য বিতর্ক কুড়িয়েছেন, এমন নেতারা আর কখনো দলের মনোনয়ন পাবেন না। এমনকি বিতর্কিত পরিবারের কোনো সদস্যকেও দলীয় প্রার্থী করা হবে না।
গতকাল মনোনয়ন বোর্ডের বৈঠক থেকে বেরিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কারা নৌকার চূড়ান্ত মনোনয়ন পেলেন তা তা জানা যাবে শনিবার। ওই দিন মনোয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। এক সঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আগামীকাল (আজ) সকাল ১০ পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন বোর্ডে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বৈঠক করেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কারা মনোনয়ন পাবেন তাদের নাম ২৫ নভেম্বর ঘোষণা হবে। আজকে রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টি মিলিয়ে মোট ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার মাঝি হয়ে সংসদে বসেছিলেন, তাদের কেউ কেউ এবার বাদও পড়ছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রাজনীতিকের বাইরে সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়জন বাদ পড়ছেন এই মুহুর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়েছে। তিনি আরো বলেন, প্রার্থী বাছাই ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
এ সময় বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহ করে, তারপর সিদ্ধান্ত নেব। তিনি বলেন, নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমন হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু কার সাথে কার জোট হয় কেউ ভাবতে পারে না।
এর আগে গত মঙ্গলবার মোট ৪ দিনের মনোনয়ন বিক্রি শেষ করে আওয়ামী লীগ। দলীয় সংসদ সদস্য হতে সারা দেশে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন ৩ হাজার ৩৬২জন। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে বিক্রি হয়েছে ১১টির বেশি ফরম। জানা গেছে, এর মধ্যে ৯টি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে দলের একক প্রার্থী। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালী-৫ আসনে আর কেউ মনোনয়ন চাননি। এর বাইরে আর যেসব আসনে দ্বিতীয় কেউ মনোনয়ন চাননি সেগুলো হচ্ছে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের গোপালগঞ্জ-২, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর বরিশাল-১, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পঞ্চগড়-২, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিনাজপুর-২, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের বাগেরহাট-১, আরেক চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েলের খুলনা-২ ও শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের বাগেরহাট-২ আসন। দলীয় নেতাদের বাইরে এবারও চলচ্চিত্র অভিনেতা, খেলোয়ার, ব্যবসায়ী, চিকিৎসক, পেশাজীবি, সাবেক আমলা, বিভিন্ন পেশা থেকে এবাও মনোনয়ন দেওয়া হবে বলে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী