‘কিংস পার্টি’ নামে ডাকবেন না আমাদের : বিএনএম মহাসচিব
২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মতো বেশ কয়েকটি স্বল্প পরিচিত দল রাজনৈতিক মাঠে সক্রিয়। রাজনৈতিক অঙ্গনে তাদের ‘কিংস পার্টি’ হিসেবে নিচ্ছেন অনেকে। এ ধরনের বিশেষণ নিয়ে আপত্তি জানিয়েছে বিএনএম। তাদের দলকে যেন কিংস পার্টি না বলা হয় সে অনুরোধ করেছেন দলটির মহাসচিব মো. শাহজাহান।
ক্ষমতাসীন দলের সহযোগিতায় বা পৃষ্ঠপোষকতায় নির্বাচন করার লক্ষ্যে গঠিত দলকে সাধারণত ‘কিংস পার্টি’ বলা হয়। বাংলাদেশে অতীতে বিভিন্ন সময় এমন দল গঠিত হয়েছিল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের মহাসচিব মো. শাহজাহান দাবি করেছেন, তারা সরকারের কোনো সহযোগিতা বা পৃষ্ঠপোষকতায় দল গঠন করেননি। তাই বিএনএমকে ‘কিংস পার্টি’ নামে অভিহিত না করার অনুরোধ জানান তিনি।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে নতুন নেতা-কর্মীদের যোগদান অনুষ্ঠানে এ অনুরোধ করেন তিনি। এর আগে নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীসহ মোট ১৪ জন বিভিন্ন পেশার লোকজন বিএনএমে যোগ দেন। মো. শাহজাহান বলেন, শুরুতেই আমাদের কিংস পার্টি বলা হচ্ছে। অনেকে প্রশ্ন করেন এত বিশাল অফিস কীভাবে করলেন। আমরা হাসিমুখে এসব প্রশ্নের উত্তর দিলেও দুঃখ পাই। আমাদের নামের সঙ্গে কিংস পার্টি জুড়ে দেবেন না।
বিএনএম থেকে জানানো হয়, শনিবার বিকেল পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দলের ২৯০টির মতো মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন, সদ্য যোগ দেওয়া বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য। ২০ নভেম্বর এ চারজন যোগ দেওয়ার পর আজ আরেকজন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দিলেন।
গতকাল শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে বিএনপি এবং সমমনা দলগুলো থেকে লোক ভাগিয়ে নিচ্ছে। নতুন দল করে জেতানোর আশ্বাস দিয়ে মনোনয়ন দিচ্ছে, টাকা পয়সার লোভ দেখাচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনএমের মহাসচিব শাহজাহান বলেন, কারও পৃষ্ঠপোষকতা, কারও আনুকূল্য, কারও প্রভাবে বিএনএম গড়ে ওঠেনি। বিএনপি ভাঙাও আমাদের উদ্দেশ্য নয়। পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। বিএনপি এসব কথা অজুহাত হিসেবে বলছে।
নির্বাচন এগিয়ে এলেও এখনও বিএনএম-এর চেয়ারম্যান পদে কারও নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে বিএনএম মহাসচিব শাহজাহান বলেন, এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন। চেয়ারম্যান যে কোনো সময় এসে যোগ দিতে পারেন। আমরা চমকের অপেক্ষায় আছি। নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা উল্লেখ করে বিএনএম মহাসচিব বলেন, সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রাখতে না পারলে এবং তাদের নেতাকর্মীরা পেশীশক্তি ও কালো টাকা ব্যবহার করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করলে আমরা নির্বাচনে থাকব কি না ভেবে দেখতে হবে।
বিএনপির কতজন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগদান করেছেন? এমন প্রশ্নের জবাবে শাহজাহান বলেন, ৫ জন যোগদান করেছেন। কিন্তু দলটির পক্ষ থেকে ৪ জনের নাম প্রকাশ করা হলেও একজনের নাম এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদান করেন বিএনপির ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ী সীমান্তবর্তী উপজলায় জন সচেতনতামূলক সভা ও গণসংযাগ
দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!
নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে