জীবন বাজি রেখে কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা: রিজভী
৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম
জীবন বাজি রেখে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সরকারের রক্তচক্ষু, চোখ রাঙানি, গ্রেফতার অভিযান, দমন-পীড়নের মধ্যেও অকুতোভয়ে নেতাকর্মীরা তাদের মিছিল অব্যাহত রেখেছেন। বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করছেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। এরপর সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জমাটবাঁধা কান্নার পাহাড় থামাতে, বিভেদের বিভীষিকা দূরীভূত করতে, চোখবাঁধা মানুষের দীর্ঘসারি প্রসারিত করতে না দিয়ে শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সবাই এগিয়ে আসুন।
রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৩৬৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। ১৪ মামলায় আসামি হয়েছেন এক হাজার ৫৩০ জন। আর ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন।
তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৬৯৫ জন বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে মোট মামলা হয়েছে ১৮৯টি। আসামি হয়েছেন ২১ হাজার ৯৭৫ জনের অধিক নেতাকর্মী। আহত হয়েছেন ৭৬৭ জনের অধিক নেতাকর্মী। মারা গেছেন চারজন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি