ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
আরো ১৬ জিম্মি ও ৩০ ফিলিস্তিনির মুক্তি

যুদ্ধবিরতি আরো একদিন বাড়ল

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ এএম

আলোচনার জন্য ইসরাইলে ব্লিঙ্কেন :: গাজায় জাতিসংঘের ১১১ জন কর্মী নিহত ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের নিরাপত্তা অসম্ভব : রাশিয়া
ইনকিলাব ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ইসরাইলের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও ১ দিন বেড়েছে। গতকাল সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহনী। বিজ্ঞপ্তিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার আলোকে এবং প্রস্তাবিত শর্তাবলী সাপেক্ষে, অভিযান সংক্রান্ত বিরতি অব্যাহত থাকবে।’

আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার এবং মিসরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আরও একদিন বাড়ানো হয়েছে বিরতির মেয়াদ। এর আগে হামাস এক বিবৃতিতে জানিয়েছিল, যুদ্ধবিরতি আরও বাড়তে পারে। এই দু’বার বেড়ে মোট ৭ দিনে পৌঁছালো অস্থায়ী এই যুদ্ধবিরতির মেয়াদ। পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৫ নভেম্বর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতি দেয় হামাস-আইডিএফ। বিরতির শেষ দিন ২৮ নভেম্বর তার মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়। বর্ধিত সেই মেয়াদ শেষ হয়েছে গতকাল ৩০ নভেম্বর মধ্যরাতে। তার আগেই উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে মেয়াদ আরও একদিন বাড়ল।

এদিকে, যুদ্ধবিরতির ৫ম দিন ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এই জিম্মিদের মধ্যে ১০ জন ইসরাইলি, ৩ জন ইসরাইলি বংশোদ্ভূত জার্মান, ২ জন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন এবং ১ জন নেদারল্যান্ডসের নাগরিক। বুধবার আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট কমিটির প্রতিনিধিদের কাছে তাদের হস্তানন্তর করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তি পাওয়া এ জিম্মিরা সেখানকার ভূখ-ে ঢোকার পর ৫টি হাসপাতালে তাদের প্রাথমিক শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই দিন বিভিন্ন কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল।

টানা দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত ২৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি চলছে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরাইলের মধ্যে। বিরতির গত ছয় দিনে মোট ৯৭ জন জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে একই সময়সীমায় ইসরাইলের বিভিন্ন কারগার থেকে মুক্তি পেয়েছেন ১৮০ জন ফিলিস্তিনি। ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি। অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরাইলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক।

আলোচনার জন্য ইসরাইলে ব্লিঙ্কেন : গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার জন্য ইসরাইলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন। পাশাপাশি তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখ-টিতে মানবিক সহায়তা পাঠানোর উপায় নিয়েও কথা বলবেন। গতকাল সকালে ব্লিঙ্কেন তেল আবিবে পৌঁছান। হাসাস ও ইসরাইলের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা তৃতীয় সফর।

গাজায় জাতিসংঘের ১১১ জন কর্মী নিহত : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর থেকে গাজা উপত্যকায় বিশ্ব সংস্থার ১১১ জন কর্মী নিহত হয়েছে। ‘অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে আমি জানাচ্ছি যে, যুদ্ধের শুরু থেকে গাজায় আমাদের জাতিসংঘ পরিবারের ১১১ সদস্য নিহত হয়েছে,’ তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তার ভাষণে বলেছিলেন। ‘জাতিসংঘের কর্মী সহ বেসামরিক নাগরিকদের - অবশ্যই সুরক্ষিত করতে হবে। হাসপাতাল সহ বেসামরিক স্থাপণা অবশ্যই রক্ষা করতে হবে। জাতিসংঘের সুবিধাগুলিকে আঘাত করা উচিত নয়,’ তিনি জোর দিয়ে বলেছিলেন।

ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের নিরাপত্তা অসম্ভব : জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বুধবার বলেছেন, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের মাধ্যমেই ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে এবং রাশিয়া এটি অর্জনে কোনো প্রচেষ্টাই ছাড়ছে না। ‘এ সংঘাতের আগামীকালের জন্য, পরশু নিয়ে ভাবার সময় এসেছে। গাজাকে পুনরুজ্জীবিত করার উপায় এবং সাধারণভাবে ফিলিস্তিনি সমস্যার ভবিষ্যত দীর্ঘস্থায়ী সমাধান সম্পর্কে অনেক প্রশ্ন উঠেছে, যেহেতু এ সমস্যা সমাধান না করে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব,’ তিনি মধ্যপ্রাচ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ‘রাশিয়া সক্রিয়ভাবে এ বিষয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্থায়ী, স্থিতিশীল বন্দোবস্তের জন্য সম্মত শর্তগুলির জন্য বহিরাগত সমর্থনের আপগ্রেড করা প্রক্রিয়াটি সত্যিই প্রতিনিধিত্বপূর্ণ হওয়া উচিত এবং আঞ্চলিক খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা উচিত যারা আন্তর্জাতিক আইনের উপর নির্ভর করে এমন একটি সমাধানে পৌঁছানোর জন্য কীভাবে পৌঁছাতে হবে তা সব কিছুর চেয়ে ভাল বোঝে।’ ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার শিখা নিভে যাওয়ার পরে আমরা এ ধরনের কাজের জন্য প্রস্তুত। কিন্তু, দুঃখের বিষয়, এটি শীঘ্রই হবে না,’ নেবেনজিয়া যোগ করেছেন। সূত্র : আল-জাজিরা, রয়টার্স, সিএনএন, তাস।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে