শহীদ বুদ্ধিজীবী দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ এএম
শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। গতকাল বৃহস্পতিবার সর্বস্তরের মানুষে ঢল নামে রাজধানীর মিরপুর বধ্যভূমি ও রায়েরবাজারে স্মৃতি সৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্ব স্তরের হাজার হাজার সাধারণ মানুষ। এ দিকে দিবসটি উপলক্ষে গতকাল সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন, শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও হাতের লেখা প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। ভোরের সূর্য ওঠার আগেই হাজারো মানুষ ভিড় করেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে। সকালে সেখানকার স্মৃতিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধ নিবেদন করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে স্বাধীনতার মহান স্থপতির প্রতি সম্মান জানান। এর পর তিনি মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আওয়ামী লীগের পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে যান। এসময় তার সঙ্গে ছিলেন- ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুল হাই শিকদার, মাহবুব উদ্দিন খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, পারভেজ রেজা কাকন, রফিক শিকদার, আবেদ রাজা, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ। বিএনপির জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংগহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ, জাতীতাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, গণতান্ত্রিক বাম ঐক্যের নেতা সমন্বয়কারী আবুল কালাম আজাদ, সামসুল আলম, হারুন আল রশিদ খান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে সিপিবি, বাসদের পক্ষ থেকে রাজেকুজ্জামান রতন প্রমূখ নেতাদের নেতৃত্বে শহীদ স্মৃতি স্তম্ভের বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এছাড়াও গণফোরাম-পিপলস পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি, সেক্টরস কমান্ডারস ফোরাম, স্মৃতি একাত্তর মিরপুরে শহীদ বুদ্দিজীবী স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করেন।
এ দিকে ভোর থেকেই রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি স্মৃতিসৌধের প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল দেশাত্মবোধক গান, আবৃত্তি আর শ্রদ্ধা নিবেদন করতে আসা অগণিত মানুষের সমাগমে। তাঁরা ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন স্মৃতিসৌধের বেদি। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-ছাত্র, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় আনা ব্যানার আর ফুল দিয়ে ভরে যায় শহীদ বেদি।
১৯৭১ সালের মহানমুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগের মুহুর্তে এখানেই পাকিস্তানের ঘাতক সেনাবাহিনী তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামসদের সঙ্গে করে দেশের কৃতী শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, চিকিৎসক, দার্শনিক, আইনবিদ, রাজনীতিকসহ বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি হানা দিয়ে তাঁদের তুলে এনে নির্মম নির্যাতন করে ওই রায়েরবাজারে হত্যা করেছিল।
রাজশাহী ব্যুরো জানায়, জেলা প্রশাসনে সকাল সাড়ে ১০টায় সম্মেলন কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ু কবীর।
সিলেট ব্যুরো জানায়, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারীদের সাথে নিয়ে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এাদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা মহিলা আওয়ামী লীগ।
যশোর ব্যুরো জানায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি পালন করা হয়। কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে। দিবসটি উপলক্ষে যবিপ্রবি পরিবারের সদস্যরা কালোব্যাজও ধারণ করেন। ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের পক্ষ থেকে যশোর শহরস্থ শংকপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় এ উপলক্ষে নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানী ময়দানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, বালিয়াকান্দিতে প্রশাসনের পক্ষ থেকে জামালপুর জান্নতুল মাওয়া গোরস্থানে শহীদ বুদ্ধিজীবী হারুন-অর-রশিদের কবরে পুস্পমাল্যঅর্পণ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের (অবঃ) যুগ্ম সচিব গোলাম রহমান। এসময় মুক্তিযোদ্ধাগণেরা উপস্থিত ছিলেন।
দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, তারাকান্দায় উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক।
বাঘা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, বাঘায় এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড লায়েব উদ্দিন লাবলু, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ প্রমুখ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কোটালীপাড়ায় সকাল ১০টায় উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, গোয়ালন্দ উপজেলার অসহায় নারী ঐক্য কল্যাণ সমিতির আয়োজনের দৌলতদিয়া রেল স্টেশন কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, ইন্দুরকানীতে প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের