বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণ মূলক হবে: সালমান এফ রহমান
১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বিদেশিরা৷ সরকারও এ ব্যাপারে বদ্ধ পরিকর৷ তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন মূলক হবে কিনা? প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ ব্যাপারে বলেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়৷ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণ মূলক হবে৷ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাঁর নির্বাচনী এলাকা দোহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন৷ সালমান এফ রহমান বলেন, বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে তখন আমি অনেক বিদেশিদের সাথে এ ব্যাপারে আলোচনা করেছি৷ তাদের দাবি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন৷ আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাদ ও নিরপেক্ষ হবে তবে শান্তিপূর্ণ হবে কিনা তার নিশ্চয়তা দেয়া যায় না কারণ বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে৷ সালমান এফ রহমান দাবি করেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিলো বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে৷ এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে৷ অস্বীকারের সুযোগ নেই আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে৷ তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরণের ধ্বংসাত্বক জ্বালাও পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী৷ সেই সাথে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দকরার পরামর্শ দেন তিনি৷ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার কথাও জানান৷ বলেন, দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন৷ প্রবাসীরা দেশে ফেরত আসলে কি করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন৷ তারা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করবো৷ কিংবা বিদেশে যাওয়ার সময় তারা যেনো দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারেও সহযোগিতা করা হবে৷ একই সাথে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরণের সহযোগিতার আশ্বাস দেন সালমান এফ রহমান৷ সালমান এফ রহমান বলেন, দোহার- নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিলো নদী ভাঙন৷ যা প্রতিরোধে ইতিমধ্যে কাজ শুরু করতে পেরেছি৷ এটা শেষ হলে এ এলাকার মানুষদের স্থায়ী সমস্যার সমাধান হবে৷ এছাড়াও আপনাদের সবার দাবি ছিলো এলাকায় গ্যাস সংযোগ, সেটাও শুরু হয়ে গেছে এবং দ্রুতই শেষ হবে৷ তাছাড়াও কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে পুনরায় নির্বাচিত হলে সব কাজ সম্পূর্ণ করা হবে৷ সালমান এফ রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নবাবগঞ্জ ও দোহারকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে৷ সোমবার লিফলেট বিতরণের মধ্য দিয়ে ঢাকা ১ আসনে নির্বাচনি প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনিত প্রাথী সালমান এফ রহমান। সকাল থেকেই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করেন স্থানীয় সাংসদ সালমান এফ রহমান। এই সময় তিনি স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় সব শ্রেণী পেশার ভোটারদের সুখ দুঃখের কথা শুনতে চান বর্তমান সাংসদ। তাকে কাছে পেয়ে নিজেদের কথা বলতে থাকেন এলাকার সাধারণ মানুষ৷ সালমান এফ রহমান গ্রামের রাস্তায় গেলে সাধারন মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। আর স্লোগানে স্লোগানে মুখর করে রাখে দলীয় নেতা কর্মীরা। এসম তিনি মানুষের কাছে তার সরকারে বিভিন্ন উন্নয়নেে কথা তুলে ধরেন৷
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে