অপমানে ফাঁসিতে ঝুললেন যুবক
২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
নগরীর কোতোয়ালী থানায় ডেকে নিয়ে মানসিক নির্যাতনের পর এক তরুণ আত্মহত্যা করেছেন। ওই তরুণের পরিবারের সদস্যদের অভিযোগ থানায় আটকে রেখে দুই লাখ টাকা দাবি করা হয়। তা নাহলে তাকে গ্রেফতার করে চালান দেওয়ারও হুমকি দেন থানার পরিদর্শক (তদন্ত)। আর এই অপমানে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, ওই তরুণ তার ‘বান্ধবীর’ সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন। তরুণীর অভিযোগের (জিডি) ভিত্তিতে তাকে থানায় ডেকে নেয়া হয়েছিল। তাকে কোন নির্যাতন করা হয়নি।
বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর লালখানবাজার টাংকির পাহাড় এলাকায় নিজ বাসা থেকে মিনহাজুল ইসলাম রাফি (২০) নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। রাফি টাংকির পাহাড় এলাকার বাসিন্দা মো. মামুনের ছেলে। তিনি সিএনজি অটোরিকশা চালক।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, গলায় মাফলার পেঁচানো বাসার ছাদের সিলিংয়ের সঙ্গে ঝোলানো অবস্থায় রাফির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে রাতেই লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হলেও রিপোর্ট পাওয়া যায়নি।
জানা গেছে, রাফির বিরুদ্ধে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার এক তরুণী কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযোগ করা হয়, রাফির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তারা একসঙ্গে কিছু ছবি তোলেন। তরুণীর মা-বাবা বিষয়টি জানার পর তারা রাফির সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করেন। তরুণী রাফির সঙ্গে সম্পর্ক না রাখার কথা বলে তাকে ছবিগুলো মোবাইল থেকে মুছে দিতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাফি ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়া তরুণীর বাবাকে ফোন করে তার পরিবারের ক্ষতি করার হুমকি দেন।
রাফির মা রানু বেগম জানান, তরুণীর অভিযোগের পর বুধবার কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন ছেলেকে নিয়ে মা-বাবাকে থানায় যেতে বলেন। সন্ধ্যায় তারা থানায় যান। বেশ কিছুক্ষণ কক্ষে বসিয়ে রাখার পর রাফির মোবাইল নিয়ে নেন এবং তিনজনকে অপমানসূচক বিভিন্ন কথাবার্তা বলেন। তিনি বলেন, আমি আর রাফির বাবা ওনার পা ধরে আধাঘণ্টা বসেছিলাম। তিনি দুই লাখ টাকা দাবি করেন। নয়তো ছেলেকে গ্রেফতার করে আদালতে চালান দেয়ার হুমকি দেন। আমাদের কাছে পাঁচ হাজার টাকা আছে জানালে উনি ওনার কক্ষের বাথরুমে রেখে আসতে বলেন। সেখানে টাকা রেখে আসার পর আমাদের ছেড়ে দেন। বাকি টাকা ২৪ তারিখের মধ্যে দিতে বলেন। রাফির খালাতো ভগ্নিপতি মো. কালাম বলেন, রাফির বাবা-মা থানা থেকে আমার বাসায় আসেন। কথাবার্তার একপর্যায়ে খবর আসে, রাফি তার বাসায় আত্মহত্যা করেছে। থানায় মা-বাবা ও তাকে যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, এ অপমানে আত্মহত্যা করেছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন সাংবাদিকদের বলেন, গত ৯ ডিসেম্বর এক তরুণী রাফির বিরুদ্ধে জিডি করেছেন। আদালতের অনুমতি নিয়ে জিডিটি তদন্তের জন্য রাফিকে ডেকে আনা হয়। অভিযোগ খতিয়ে দেখার জন্য তার মোবাইলটি জব্দ করেছি। তার মা-বাবা অনেক অনুনয়-বিনয়, কান্নাকাটি করেছে। আমি বলছি আমাদের কাছে ক্ষমা চেয়ে কি হবে। আপনার ছেলেতো পুলিশের কাছে দোষ করেনি। ক্ষমা চাইলে ওই মেয়ের মা-বাবার কাছে চান। এতটুকু। দুই লাখ টাকা দাবি ও পাঁচ হাজার টাকা নেয়ার বিষয়টি মিথ্যা বলেও দাবি করেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা : উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ
নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত
দুষ্ট লোকেরা বলে, আ’লীগকে প্রধান বিরোধীদল হিসেবে দেখতে চায় বিএনপি: শহীদুজ্জামান
কটিয়াদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত