প্রার্থিতায় ওলট-পালট : চেম্বার কোর্টে প্রার্থীদের ভিড়
২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর প্রার্থিতা ওলোট-পালট হয়ে যাচ্ছে। কারোরটা বাতিলই থাকছে। ফিরে পাচ্ছেন কেউ কেউ। অনেক হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত সিদ্ধান্ত থেকে যাচ্ছে ঝুলন্ত অবস্থায়। সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার কোর্টের আদেশে এমন ঘটনা ঘটে। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম চেম্বার কোর্টের বিচার কার্য পরিচালনা করছেন। পুরো সপ্তাহজুড়ে এ আদালতের সামনে লক্ষ্য করা যায় প্রার্থী এবং কর্মী-সমর্থকদের উপচেপড়া ভিড়। আদালত কক্ষের ভেতরেও নেই তিল ধারণের ঠাঁই। প্রায় সবার চোখে-মুখে উদ্বেগ-উৎকণ্ঠা। আদেশের পর অনেকে কোর্ট থেকে বেরুচ্ছেন হাসি মুখে। নির্বাচন সংক্রান্ত মামলার সংশ্লিষ্ট আইনজীবী এবং সহায়কদের মাঝে দেখা যায় অন্যরকম ব্যতিব্যস্ততা। জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল ওয়াহেদের প্রার্থিতা ফেরত দিয়েছেন চেম্বার কোর্ট। সেই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দেরও আদেশ দেয়া হয়েছে। এর আগে ইসির দেয়া আদেশের বিরুদ্ধে ওয়াহেদের রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ইসি তার প্রার্থিতা বাতিল করেছিল। তার পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ তথ্য জানান।
চেম্বার কোর্টের আদেশে প্রার্থিতা ফেরত পেয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী মো: রিয়াজউদ্দিন চৌধুরী। এর আগে ইসির প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে রিয়াজউদ্দিনের রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন তিনি। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: রেজাউল করিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী আসনের মোট ভোটারের এক শতাংশের সমর্থন জটিলতায় রিটার্নিং অফিসার রিয়াজউদ্দিন চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছিলেন। বরিশাল-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার কোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২ জানুয়ারি। চেম্বার জাস্টিস এম ইনায়েতুর রহিম উপরোক্ত আদেশ দেন। শাম্মী আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজউদ্দিন ফকির ও শাহ মঞ্জুরুল হক। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।
একইভাবে ফরিদপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানির তারিখও ধার্য করা হয়েছে আগামি ২ জানুয়ারি। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জাস্টিস এম ইনায়েতুর রহিম আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। শামীম হকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। এ কে আজাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী।
প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে আবেদনের শুনানিও ২ জানুয়ারি। আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার জাস্টিস এম ইনায়েতুর রহিম। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বাতিল করেছিলেন ইসি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রিট করলে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক চেম্বার কোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরোক্ত তারিখ ধার্য করেন। জাহিদ ফারুকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এহসানুল করিম। সাদিক আব্দুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
যশোর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রেখেছেন চেম্বার কোর্ট। তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দেন আদালত। বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এর আগে ঋণ খেলাপির অভিযোগে ইসি তার প্রার্থিতা বাতিল করে। এ আদেশের বিরুদ্ধে তিনি রিট করলে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তা সরাসরি খারিজ করে দেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুকৃতি কুমার ম-লের আবেদনের প্রেক্ষিতে ইসি বাবুলের মনোনয়ন বাতিল করেছিল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার