নির্বাচন বর্জনের পক্ষে রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী সন্ত্রাসী ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোটকেন্দ্রে যাবে না : রিজভী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম

‘একতরফা ডামি’ নির্বাচনের প্রচারণায় নেমে প্রধানমন্ত্রী ‘সন্ত্রাসীদের’ ভাষায় হুংকার দিলেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডামি নির্বাচনের প্রচারণায় নেমে বুধবার সিলেটে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা হলোও সন্ত্রাসীদের ভাষা, তিনি সন্ত্রাসীদের ভাষায় হুংকার দিচ্ছেন। এভাবে হুংকার দিলেও ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না, ভোট কেন্দ্রে যাবে না। প্রধানমন্ত্রীকে বলব, আপনার এত সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেনো? আপনি দেবেন না। কারণ আপনি ভালো করেই জানেন, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনার জামানতই থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর এলিফেন্ট রোড ও বেইলি রোডে নির্বাচন বর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে বিএনপি ঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউই ভোট কেন্দ্রে যাবে না। আমরা জনসাধারণকে বলব, ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন। কেউ ৭ জানুয়ারি ভোট কেন্দ্র যাবে না। আপনিও নিজেও যাবে না, অন্যকে যেতে বারণ করুন।

তিনি বলেন, এই ফ্যাসিস্ট অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ওরা নীল নকশার নির্বাচন করে ক্ষমতায় বসে থাকলেও জনগণ জানে তারা অবৈধ একটি গায়ের জোরের সরকার। রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এ নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহনযোগ্যতা পাবে না। কারণ বিদেশীরা দেখছে কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা করছে।

একই সঙ্গে রিজভী ধিক্কার জানিয়ে বলেন, জনগণের আকাক্সক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়ে যারা এই অবৈধ ডামি নির্বাচনে প্রার্থী হয়েছেন, হালুয়া-রুটির লোভে নির্বাচনে তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সকাল সাড়ে ৮টায় প্রথমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ৯/১০ জন নেতা-কর্মী নিয়ে এলিফেন্ট রোড এবং পরে বেইলি রোড়ের দোকান পাটে কর্মচারিদের কাছে, ফুটপাতে পথচারিদের এবং রিকশা-সিএনজি চালক ও যাত্রীদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন। এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমূখ নেতারা ছিলেন।

৭ জানুয়ারি ভোট বর্জনে বিএনপি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সারাদেশে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণা করেন। তিনি জনগণকে সব ধরণের ভ্যাট-ট্যাক্স-ইউটিলিটি বিল প্রদান স্থগিত এবং মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

কারাগারে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার-জুলুম চলছে:
এদিকে গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ও সমমনা দলগুলো অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন ঘটনা ও নির্যাতনের মধ্যেও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জানান দিয়েছে জনগণ ও জনশক্তি এই স্বৈরাচারী সরকারের পক্ষে নেই। অবৈধ সরকার রাষ্ট্রকে হাতের কব্জায় নিয়েছে। আর এটা নিতে গিয়ে জনগণকে ত্যাজ্য করেছে। জনগণকে ত্যাজ্য করেই তারা গণতন্ত্রের শক্তির উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা নারকীয় তা-ব চালাচ্ছে। বিশেষ করে কেরাণীগঞ্জ কারাগারে যেভাবে অত্যাচার-জুলুম চালাচ্ছে নেতাকর্মীদের আত্মীয়-স্বজন দেখা করে এসে নির্মম নির্যাতনের যে বর্ণনা দিচ্ছে, তাতে মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। তারা এই ধরনের কার্যক্রম করে বাংলাদেশ থেকে বিরোধী দলের শক্তি ধ্বংস করার সকল পরিকল্পনা আয়োজন করেছে।

তিনি বলেন, ওরা (আ.লীগ) পাল্টা আক্রমণের মধ্যেও কোন সভ্য শব্দ খুঁজে পায় না। তারা খুঁজে পায় সমস্ত ধরনের অসভ্যতা। তারা বানরের ভাগ বাটোয়ারের যে নির্বাচন করছে, ওই বানরের ভাগ বাটোয়ারা মতই তারা এখন বান্দ্রামি করছে। বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের উপর তারা এই অসভ্য আচরণ করছে, আমি এর তীব্র নিন্দা জানাই।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা দুঃশাসনের মাফিয়া চাকরের মতো আস্ফালন দেখাচ্ছে। তারা নির্বাচনী মাঠ একপাক্ষিক করার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছে, প্রথম পদক্ষেপ হলো বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভয় দেখানো সাজানো মিথ্যা মামলা দেওয়া এবং পূর্বপরিকল্পিত নাশকতা করে সেগুলোর মধ্যে নেতাকর্মীদের নাম ঢুকানো। এরপরও যদি বিরোধীদলকে দমন না যায় কারাগারে অসুস্থ নেতাকর্মীদেরকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলা। মিছিলের মধ্যে গুন্ডা আওয়ামী লীগের ক্যাডার লেলিয়ে দিয়ে একভাবে মেরে ফেলা হচ্ছে। পুলিশকে নির্দেশ দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। জেল কাস্টডিতে প্রতিদিনই মৃত্যুর হার বাড়ছে। আমরা এগুলো প্রতিদিনই বলছি সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এগুলো কোন সাজানো গল্প নয়।

তিনি বলেন, শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের, হাছান মাহমুদ এবং তাদের নেতাদের যে বক্তব্য এবং আচরণ আদিম সমাজের মানুষের মতো। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
রিজভী বলেন, মানুষের সর্বশেষ আশা ভরসার আশ্রয়স্থল হচ্ছে আদালত সেই আদালত এখন আওয়ামী পাড়ায় পরিণত হয়েছে। সেই আদালত এখন আওয়ামী খেলাঘরে পরিণত হয়েছে। এটা এই জাতির জন্য এদেশের জন্য অত্যন্ত দুঃখজন।

বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, প্রতিদিনই পরিকল্পিতভাবে নাশকতা করছে আওয়ামী লীগ আর সেখানে নাম দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের। কিন্তু ১৩, ১৪, ১৫ সালের মতো যেখানেই নাশকতা হয়েছে সেখানে প্রথম ধরা পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ ছাত্রলীগ। ২০১৫ সালে যখন নাশকতা করে বিএনপি›র নেতাকর্মীদের নাম দেওয়া হয়েছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন বলেছিল যে ঘটনা ঘটায় আমরা আর নাম হয় বিএনপির। এগুলোর সব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে।

রিজভী বলেন, এইযে আওয়ামী নেতারা মাইক্রোবাসে প্রচুর অস্ত্রশস্ত্র ধরা পড়েছে র‌্যাবের কাছে। প্রথমে কিন্তু র‌্যাব এটা বুঝতে পারেনি পরে তারা বুঝতে পেরেছে। এর উত্তর কি দিবেন হাছান মাহমুদ সাহেবরা? এগুলোর উত্তর নেই বলেই এখন ব্যক্তিগত আক্রমণের পদ বেছে নিয়েছেন। নিজেদের শিক্ষা রুচি জলাঞ্জলি দিয়ে আপনারা ওই পর্যায়ে নিয়ে গেছেন আপনাদের নেতৃবৃন্দসহ আপনারা সবাই। আওয়ামী লীগ অস্ত্র সংগ্রহ করছে বিএনপির কর্মসূচি মধ্যে আক্রমণ করার জন্য।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
আরও

আরও পড়ুন

তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী

তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী

এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার

সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের

চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়

চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়

পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী

পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী

তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ

মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ

অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত

দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত

প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম

প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম

সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন

সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন

এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি

এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি

গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস

গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস

৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল

৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল

৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩

৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩

৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও

৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি

পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি