পেস্ট কন্ট্রোল কোম্পানির অবহেলায় দুই শিশুর মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ এএম
পেস্ট কন্ট্রোল কোম্পানি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের মালিকসহ চার কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ওই দুই শিশুর মৃত্যু হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, চলতি বছরের ভাটারা থানায় নিহত দুই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিষ স্প্রে কার পরবর্তীতে তাদের দায়িত্ব অবহেলার কারণে দুই শিশুর মৃত্যু হওয়ার বিষয়টির প্রমাণ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল সেবা দেওয়া নয় মুনাফা করা। মামলার চার্জশীট দুই একদিনের মধ্যে আদালতে দাখিল করবে গোয়েন্দা পুলিশ।
এই ঘটনায় চার আসামি গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন-ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান, ম্যানেজিং ডাইরেক্টর ফরহাদুর আমিন, সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট মো. মোছলে উদ্দিন শামীম এবং স্প্রে অপারেটর মো. টিটু মোল্লা।
গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ১৪ ও ১০ বছরের অবুঝ দুই শিশু পেস্ট কন্ট্রোলের কারণে অকালে ঝড়ে গেলো। তারা মায়ের কোল খালি করে চলে গেছে। আমরা তদন্ত করতে গিয়ে তাৎক্ষণিকভাবে পেস্ট কন্ট্রোলের কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেকটরকে গ্রেপ্তার করেছিলাম। তখন আমরা বলেছিলাম আরও যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে চার্জশিট দেয়া হবে। আজকে আমরা চারজনকে এ সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করবো। আমরা চার্জশিট প্রদান করার আগে এ বিষয়ে যারা অভিজ্ঞ অর্থাৎ পেস্ট কন্ট্রোল নিয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লাইসেন্সের নিয়ন-কানুনে স্পষ্ট করে বলা আছে, যে বাসা বাড়িতে পেস্ট কন্ট্রোল করা যাবে না। এসব কেমিকেল বাসা বাড়ির জন্য ক্ষতিকর। এলোমিনিয়াম ফসফেট ব্যবহারের কারণে এই মৃত্যুটা ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়াও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দা কর্মকর্তারা। চিকিৎসকরাও একই কারণে মৃত্যু হয়েছে বলে মত দিয়েছেন। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট মোছলে উদ্দিনকে পেস্ট কন্ট্রোল প্রয়োগের পর নিহত শিশুর পরিবার যখন অসস্থিকরবোধ করছিল।
শিশুদের মা ফোন করে বলেছিলেন, পেস্ট কন্ট্রোল স্প্রে করার পর আমার ছেলেরা কেমন যেন এলোমেলো করছে। তখন বলেছে তিন থেকে চার ঘণ্টা পরে এটা ঠিক হয়ে যাবে কোন চিকিৎসার দরকার নাই।
হারুন আরও বলেন, এটি প্রয়োগের আইন কানুন না জেনে মিথ্যাভাবে উপস্থাপন করে। চিকিৎসার প্রয়োজন সে কথা বলে কালক্ষেপণ করার জন্য মৃত্যুটি ঘটেছে। তাছাড়া আমরা জানি পেস্ট কন্ট্রোল স্থানে ২৪ থেকে ৪৮ ঘণ্টা বায়ু চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। অথচ মুসলিম উদ্দিন বাদিকে সঠিক তথ্য না দিয়ে পেস্ট কন্ট্রোল করার তিন চার ঘণ্টার মধ্যে বাসায় অবস্থান করা যাবে বলে তাকে জানায় এবং তারা এমন ভুল তথ্য উপস্থাপন করে। বাসায় এলোমেনিয়াম ফসফেট বাসায় ব্যবহার করা যাবে না। এ সম্পর্কে তারা না জেনেই বিক্রির জন্য তারা বিভিন্ন বাসা বাড়িতে আবাসিক এলাকায় ব্যবহার করার জন্য তারা বিক্রি করছে।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, তাদের উচিত ছিল পেস্ট কন্ট্রোল প্রয়োগের পরে নিয়ম-কানুনটা বলে দেয়া। নিয়ম-কানুন না বলার কারণে আজকে বাবা-মা তাদের দুইটি শিশু বাবা মায়ের কোল শূন্য করে চলে গেলেন। এ ঘটনাটা আমাদের গুলশান গোয়েন্দা বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে অতি অল্প সময়ে আসামিদের গ্রেপ্তার করে। বাকি আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। এসব বিষয়ে আমরা যেন সচেতন থাকি। আর যারা বিক্রেতা কোন জিনিটা কোথায় বিক্রি করতে হবে এই নিয়মকানুন জেনেই যেন বিক্রি করেন সে বিষয়ে আমরা আহ্বান জানান ডিএমপির এ কর্মকর্তা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ