যে পরিস্থিতিতে নির্বাচন বাতিল করতে পারে ইসি

Daily Inqilab অনলাইন ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ এএম

দেশে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে এখনই কোনো শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন, কিন্তু ভোটগ্রহণে বিঘ্ন ঘটলে নির্বাচন কমিশনের (ইসি) হাতে কতটা ক্ষমতা থাকবে?

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে ভোটগ্রহণের আগে তা বন্ধের একটা আইন আগের সব নির্বাচনে ছিল। কিন্তু এ বছর ভোটের আগেই সেটিতে পরিবর্তন আনা হয়েছে।

কেননা গত বছর একটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের অভিজ্ঞতা থেকেই নির্বাচন বাতিলে ইসির ক্ষমতার বিষয়টি নির্বাচনী আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাদ দেয়া হয়েছে।

একজন সংসদ সদস্যের মৃত্যুর পর গাইবান্ধা জেলার একটি আসনের উপ-নির্বাচন বন্ধ করে সরকারের কড়া সমালোচনার মুখে পড়েছিল ইসি।

এর আট মাসের মাথায় আরপিওতে যে সংশোধন আনা হয়েছিল সেখানেই পুরো আসনের ভোট বাতিলে ইসির ক্ষমতা কেড়ে নেয়া হয়।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সংশোধিত আইনের পর ‘হাত-পা বাঁধা’ অবস্থায় প্রথম কোনো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইসি।

যদিও নির্বাচন কমিশনার মো: আলমগীর বলছেন, পরিস্থিতি খুব খারাপ হলে নির্বাচন বন্ধ করতে পারবে ইসি। তবে ইসির ওই ক্ষমতা আদৌ আছে কিনা এ নিয়ে সন্দিহান নির্বাচন বিশ্লেষকদের কেউ কেউ।

এ নিয়ে নির্বাচনী আইনে যা বলা আছে : জাতীয় সংসদ নির্বাচনের ভোট বন্ধের বিষয়টি রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর ৯১-এর ‘ক’ ধারায়। গত বছর অক্টোবরে গাইবান্ধার ওই উপ-নির্বাচন বন্ধের পর, চলতি বছর বাংলাদেশের জাতীয় সংসদে আইনের এই ধারায় সংশোধন আনা হয়।

সংশোধিত আইনে বলা আছে, ‘বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টিসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশন যদি ভোট পরিচালনা করতে না পারে, তাহলে ভোটকেন্দ্র বা ক্ষেত্র মতে সম্পূর্ণ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের যেকোনো পর্যায়ে নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে পারবে ইসি।’

সংশোধিত আইনের এই ধারার একটি শব্দ পরিবর্তনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী জাতীয় নির্বাচনের আগে। কেননা, এর আগে ‘ভোটগ্রহণের’ জায়গায় শব্দটি ছিল ‘নির্বাচন’।

সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন জানান, ‘নির্বাচন’ শব্দের জায়গায় ‘ভোটগ্রহণ’ শব্দটি যুক্ত হওয়াটাই আইনের অনেক বড় একটা পরিবর্তন। কেননা নির্বাচন মানে তফসিল থেকে ভোট পর্যন্ত সময়। আর ভোটগ্রহণ মানে শুধু ভোটের দিন। এই পরিবর্তনটিই সঙ্কট তৈরি করেছে।

আরপিও সংশোধনের পর এই ধারাতেই আরেকটি উপ-ধারা যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শুধু কয়েকটি কেন্দ্রের গোলযোগ বা জবরদস্তির কারণে পুরো আসনের ভোট বন্ধ করা যাবে না। শুধু যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সেগুলোই কেবল বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন।’

ইসির ‘ক্ষমতা’ নিয়ে বিতর্ক যে জায়গায় : আরপিওর এই ধারায় সংশোধনের আগে এটি নিয়ে তেমন কোনো বিতর্ক বা রাজনৈতিক দলের চাহিদাও ছিল না। প্রশ্নটি চাওর হয় গত বছর অক্টোবরে গাইবান্ধা ৫ আসনের উপ-নির্বাচনের পর থেকে। ওই নির্বাচনে সিসি ক্যামেরায় অনেক কেন্দ্রে ভোটের অনিয়মের ছবি দেখে পুরো আসনের নির্বাচন বন্ধ করে দেয় কমিশন।

তখন সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, ভোটে অনিয়ম ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুরো আসনের ভোট বন্ধ করেছেন তারা।

মূলত ওই ঘটনার পরই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন।

সাবেক নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ বলেন, আরপিও সংশোধনের কারণে এখন শুধু নির্বাচনের দিন ভোট চলাকালীন সময়ে তা বন্ধ করতে পারবে ইসি। নির্বাচনের দিনের আগে গোলযোগ পরিস্থিতি হলেও সে সুযোগ আর নাই।

তিনি বলেন, ‘যাতে ইসির ক্ষমতা কিছুটা হলেও কমেছে।’

এটি নির্বাচন কমিশনই চেয়েছে বলেই মনে করছেন আরেক সাবেক কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘এর ফলে ইসির আগের সেই আগের ক্ষমতা আর নেই।’

তারা নিজেরা কেন এবং কী কারণে এই সুযোগ হাতছাড়া করল- প্রশ্ন রাখেন সাখাওয়াত হোসেন।

যে পরিস্থিতিতে ভোট বাতিলের সুযোগ আছে : বাংলাদেশে নির্বাচনে অনিয়ম বা সহিংসতার কারণে একটি পুরো আসনের ভোট বাতিলের তেমন কোনো নজির খুঁজে পাওয়া যায়নি। তবে বিভিন্ন পরিস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে ভোট বাতিল করে থাকে নির্বাচন কমিশন।

এই জায়গায় ভোট বন্ধ করার আগে বেশ কিছু কারণকে গুরুত্ব দিয়ে থাকে নির্বাচন কমিশন।

সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘গোলযোগের কারণে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নির্বাচন বন্ধ করতে হয় এবং কমিশন সেটিই করে।’

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংশোধিত আরপিওর অনুযায়ী। সেখানে নির্বাচন কমিশন কোন কোন পরিস্থিতিতে ভোট বাতিল করতে পারবেন?

নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেন, ‘ভোটাররা যদি ভোট দিতে না পারে, কেন্দ্রে যাওয়ার পর যদি তাদের তাড়িয়ে দেয়া হয়, অনেক জাল ভোট হয়, পোলিং অ্যাজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া হলে, কিংবা ব্যালট বাক্স ছিনতাই হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোট বাতিল করতে পারবেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।’

মো: আলমগীর জানান, শুধু প্রিজাইডিং কর্মকর্তা নন, কেন্দ্রের ভোট বাতিলের এই ক্ষমতা রয়েছে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও।

পুরো নির্বাচনী এলাকার ভোট বন্ধ নিয়ে যে প্রশ্ন : জাতীয় নির্বাচনে অনিয়ম হলে পুরো একটি আসনের ভোট বাতিল নিয়ে দু’ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের কাছ থেকে।

গাইবান্ধা উপ-নির্বাচনের উদাহরণ দিয়ে সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আরপিও সংশোধনের আগে পর্যন্ত পুরো আসনের ভোট বাতিলের যে সুযোগ ইসির হাতে ছিল, সেটি এখন আর নেই। ফলে এখন চাইলেও কমিশন আর আগের মতো তাদের ক্ষমতার প্রয়োগ করতে পারবে না।

যদিও এই প্রশ্নে ভিন্নমত নেই বর্তমান নির্বাচন কমিশনের।

একটি উদাহরণ দিয়ে নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেন, ‘ভোটের দিন একটি আসনের যতগুলো কেন্দ্রে অনিয়ম ধরা পড়বে, নির্বাচন কমিশন ঠিক ততগুলো কেন্দ্রের ভোট বন্ধ করতে পারবে। সেক্ষেত্রে ১০০টির মধ্যে ৮০টি কেন্দ্রে অনিয়ম বা কারচুপি হলে পুরো আসনের ভোট বন্ধ করা যাবে না। যেটা হয়েছিল গাইবান্ধার ক্ষেত্রে। সেই সুযোগ এখন আর নেই।’

ফলাফলের পর ভোট বাতিল নিয়ে নতুন আইনে যা বলা আছে : নির্বাচনে নানা অনিয়ম হলেও ভোট শেষে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর সেটি আর পরিবর্তনের সুযোগ এর আগে আইনে ছিল না। গেল জুলাইয়ে সংশোধিত আরপিওতে ৯১-এর ‘ক’ ধারার সাথে আরেকটি উপ-ধারা যুক্ত করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা ভোটের ফল ঘোষণার পর ওই আসনের কোনো কেন্দ্র বা পুরো আসনে অনিয়মের তথ্য বা অভিযোগ এলে ওই আসনের ফলাফলের গেজেট স্থগিত রাখবে। এরপর তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ওইসব কেন্দ্র বা পুরো ফলাফল বাতিল করে নতুন করে ভোটগ্রহণ করবে।

আরপিওর এই ধারা সংশোধনের পর গত মাসে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের পর দিন ওই দুটি আসনের তিনটি কেন্দ্রের অনিয়মের ছবি প্রকাশ পায় গণমাধ্যমে।

পরে আসন দুটির ফলাফল স্থগিত করে তদন্তের নির্দেশ দেয় কমিশন। অনিয়মের প্রমাণ মিললে তিনটি কেন্দ্রের ফলাফলও বাতিল করা হয়।

যদিও শেষ পর্যন্ত ওই কেন্দ্রগুলোর ভোট বাদেই দুটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীর অনেক বেশি ব্যবধানে এগিয়ে থাকায় ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।

আগামী ৭ জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করে আন্দোলনের মাঠে রয়েছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ সমমনা দলগুলো। ভোট প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণার পর নতুন করে প্রশ্ন আসছে, এমন পরিস্থিতি ইসি কী করবে?

নির্বাচন কমিশনার মো: আলমগীর স্পষ্ট করে বলেন, ‘আমরা যদি দেখি ব্যাপক গণ্ডগোল হচ্ছে, ভোট করতে গেলে হাজার হাজার লোক মারা যাবে অথবা নির্বাচন করা সম্ভব হবে না, তাহলে আমরা শিডিউল বন্ধ করে দিয়ে আবার ভোট করতে পারব। আইন আমাদের সেই সুযোগ দিয়েছে।’

যদিও আরপিও সংশোধনের পর আর এমন কোনো সুযোগ দেখছেন না সাবেক নির্বাচন কমিশনাররা। সাবেক কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘কোনো কারণে ভোট বাতিল করলেও তখন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’ সূত্র : বিবিসি

AD-12
.jpg
39.2kB

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
আরও

আরও পড়ুন

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’

তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী

তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী

এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার

সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের

চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়

চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়

পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী

পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী

তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ

মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ

অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত

দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত

প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম

প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম

সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন

সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন

এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি

এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি

গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস

গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস

৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল

৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল

৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩

৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩

৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও

৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও