নৌকা ছেড়ে আ.লীগের নেতারা কেউ ট্রাকে কেউ ঈগল পাখিতে
২২ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। কিন্তু তার জয়ের পথে বড় বাধা হিসেবে দেখা যাচ্ছে স্বতন্ত্র দুই প্রার্থী আওয়ামী লীগের আবদুল্লাহ আল-মামুন ও ইস্কান্দার মির্জা শামীমকে। ঈগল ও ট্রাক প্রতীক পাওয়া এই দুইজনের পক্ষে মাঠে নেমেছেন দলটির দুই উপজেলার নেতাকর্মীরা।
এই আসন থেকে ৯ জন মনোনয়নপত্র জমা দিলেও আওয়ামী লীগ মনোনীত ফরিদুন্নাহার লাইলী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তিন প্রার্থী নির্বাচন কমিশনের যাচাইয়ে বাতিল হলে প্রতীক বরাদ্দ দেওয়া হয় পাঁচজন প্রার্থীর মধ্যে। এদের মধ্যে ১৪ দলের প্রার্থী মোশারফ হোসেন নৌকা, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ সোলায়মান একতারা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন ঈগল, ইস্কান্দার মির্জা শামীম ট্রাক ও মাহমুদা আক্তার তবলা প্রতীক পান।
নৌকা প্রতীক নিয়ে লড়াই করলেও বৃহত্তর রামগতিতে মোশারফ হোসেনের রয়েছে নিজস্ব ভোটব্যাংক। স্থানীয়ভাবেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। তবু তার জয়ের পথে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের দুই নেতা আবদুল্লাহ আল-মামুন ও ইস্কান্দার মির্জা শামীম বাধা হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করেন স্থানীয়রা। এদিকে দলীয় প্রার্থী না থাকায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন হিসাবনিকাশ শুরু হয়। পাল্টে যায় ভোটের চিত্র। সাধারণ ভোটাররাও ভাবছেন নতুন করে।
রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা নৌকা ছেড়ে কেউ ট্রাক, কেউবা ঈগল পাখি প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। ফলে ভোটের প্রচারণার শুরুতেই কর্মী ও নেতৃত্বশূন্য হয়ে পড়েছেন নৌকার প্রার্থী মোশারফ হোসেন। এখন পর্যন্ত রামগতি-কমলনগরের অধিকাংশ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে নৌকা মার্কার পোস্টার দেখা যায়নি। নৌকার প্রার্থীর পক্ষে মাইকিংও শোনা যাচ্ছে না।
দলটির রামগতি উপজেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ ও সহসভাপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারুর নেতৃত্ব বিশাল একটি অংশ আব্দুল্লাহ আল মামুনের ঈগল পাখি প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন।কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেছবাহ উদ্দীন বাপ্পি ও যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরনের নেতৃত্বে উপজেলা যুবলীগও বিদ্রোহী প্রার্থী মামুনের পক্ষে কোমর বেঁধে মাঠে নামেন। আরেক প্রার্থী ইস্কান্দার মির্জা শামিমের ট্রাকে উঠেছেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু। নাম প্রকাশ না করার শর্তে দুইজন নেতা জানান,কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনও মুখে নৌকার কথা বললেও ভিতরে ভিতরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের জন্য কাজ করছেন।এ জন্য তার ভাই ও দলটির হাজিরহাট ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেনকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে মাঠে নামান।
বাকি নেতাকর্মীরা নৌকার পক্ষে সক্রিয়তা দেখালেও গোপনে তারাও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাট্টা। এতে জাসদ ও আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু বলেন, ‘নৌকার প্রার্থী পরিবর্তন দলীয় সিদ্ধান্তের বিষয়। নিবেদিত কর্মী হিসেবে সব সময় দলের সিদ্ধান্তকে সম্মান জানাই। দল যাকে নৌকা দিয়েছে তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেই মনে করি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ বলেন, ‘আমাদের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। তার জন্য দলের নেতাকর্মীরা এক হয়ে কাজ করবে। আমরা কারও পক্ষে ভাড়া খাটতে রাজি নই। দলের প্রয়োজনেই আমাদের নিজেদের এমপি দরকার।’
স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম বলেন, ‘নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য দল থেকে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নেতাকর্মীসহ সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনী মাঠ উন্মুক্ত ঘোষণার কারণেই প্রার্থী হয়েছি। সাধারণ মানুষের দারুণ সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বলেন, ‘আমি এখানকার সাবেক সংসদ সদস্য। এমপি থাকাকালীন জনগণের জন্য কাজ করেছি। নিজের স্বার্থে কিছু করিনি; অন্যায়কে প্রশ্রয় দিইনি। ১৪ দলীয় জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নৌকা প্রতীক নিয়ে ভোট করছি। আওয়ামী লীগের একাংশ আমাকে সহযোগিতা করছে। জয়লাভের মাধ্যমে রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙনরোধসহ উন্নয়নমূলক কাজ করতে চাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আছি: হাছান মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না : যুবদল সভাপতি
ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি শাজাহান খান
আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ মহাসম্মেলন কাল
ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শ
ব্রাহ্মণপাড়ায় জেলেকে পিটিয়ে হত্যা
কুয়াকাটায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কলারোয়ায় হাজার হাজার ছাগলের মৃত্যু
হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ
শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
লোহাগাড়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
যশোরে বিএনপি নেতার আদালতে আত্মসমর্পণ
যশোর শহরজুড়ে রাস্তার পাশে ময়লার ভাগাড়