বিদ্যালয়ে পৌঁছেছে নতুন বই, ১ জানুয়ারি ‘বই উৎসব’

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

প্রতিবছরের মতো এবারো নতুন বছরে নতুন বইয়ে উৎসবে মাতবে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। পহেলা জানুয়ারি বই উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে বিভাগের প্রতিটি বিদ্যালয়ে নিজ উদ্যোগে পাঠ্যবই পৌঁছে দেওয়া হচ্ছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা শঙ্কা থাকলেও প্রাথমিক অধিদপ্তর বলছে, চাহিদার শতভাগ বই পেয়েছেন তারা। তবে মাধ্যমিকে চাহিদার ৬০ শতাংশ বই মিলেছে। এখন তাদের সময় কাটছে বিদ্যালয়গুলোতে বই পাঠানোর ব্যস্ততায়। উদ্দেশ্য একটাই বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা যাতে নতুন বই স্পর্শ করার সঙ্গে সঙ্গে নিতে পারেন নতুন বইয়ের ঘ্রাণ।

সরেজমিনে রংপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় গিয়ে দেখা গেল কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ চাহিদাপত্র অনুযায়ী বই সরবরাহের দায়িত্ব নিয়েছেন কেউবা করছেন বাইন্ডিংয়ের কাজ। শিক্ষা অধিদপ্তর থেকে বই সরবরাহের পরেই এমন ব্যস্ততা বেড়েছে বলে জানিয়েছেন তারা। সারা দেশের ন্যায় রংপুর অঞ্চলেও পহেলা জানুয়ারি থেকে বই বিতরণ উৎসব শুরু করতেই তাদের এই প্রচেষ্টা।

এদিকে নির্বাচন ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচির কারণে যথাসময়ে বই পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন খোদ শিক্ষকরাও। তবে সব বাঁধা কাটিয়ে এবারই প্রথমবার নিজ উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছে দিচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। আর অভিভাবকরা বিষয়টি জেনে ফেলছেন স্বস্তির নিশ্বাস, শিক্ষার্থীরাও আছে আনন্দে।

জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে এখনো শতভাগ বই আসেনি। ফলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ের ঘ্রাণ নাও পেতে পারেন। তবে প্রাথমিক শিক্ষা বিভাগ শতভাগ বই পেয়েছে। আর মাধ্যমিক স্তরে বই মিলেছে ৬০ শতাংশ। মাধ্যমিকে রংপুর অঞ্চলে মোট চাহিদা ছিল ২ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৫৪৩ কপি আর এখন পর্যন্ত বিদ্যালয়গুলোতে ১ কোটি ১৩ লাখ ৪ হাজার ২৫৫ কপি বই পৌঁছে দেওয়া হয়েছে।

মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সূত্র বলছে, রংপুর বিভাগে ৩ হাজারে বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি বই দেওয়ার কথা থাকলেও মাধ্যমিকের অনেক বই এখনো আসেনি। তবে মাধ্যমিক বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বলছেন বই আসছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে সময় মতো বই পৌঁছে যাবে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় প্রাথমিকে পড়ুয়া ১৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে নীলফামারী জেলায় মোট শিক্ষার্থী সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ১ হাজার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ১ লাখ ৮০ হাজার ৩১৯ জন এবং অন্যান্য বিদ্যালয়ে রয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৬৮ শিক্ষার্থী। কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২ লাখ ১৬ হাজার ৯৮৩ এবং অন্যান্য বিদ্যালয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৪৮ জনসহ মোট শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৯৩১ জন।

লালমনিরহাটে মোট ২ লাখ ৩০ হাজার ৯৯২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৬৩ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ১ লাখ ২০ হাজার ২৭১ এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১০ হাজার ২২১ জন। রংপুর জেলার ১ হাজার ৪৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২ লাখ ২৮ হাজার ৩৭২ এবং অন্যান্য বিদ্যালয়ের ৩ লাখ ৪ হাজার ৪১ জন। এ জেলায় প্রাথমিক পড়ুয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৪১৩ জন।

এ ছাড়া পঞ্চগড় জেলার ৬৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৯৫ হাজার ৪৭ জন এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ৭১ হাজার ৫৩০ জন। এ জেলায় প্রাথমিক পড়ুয়া মোট শিক্ষার্থী ১ লাখ ৬৬ হাজার ৫৭৭জন। ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৩৬ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯৯টি সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ লাখ ২২ হাজার ৪৭ জন। বাকি ১ লাখ ৪৪ হাজার ৩৩০ জন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী।

গাইবান্ধায় ১ হাজার ৪৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ২৭ হাজার ৫৬২ জন শিক্ষার্থী রয়েছে। এ জেলার ৫ লাখ ১৩ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৮৯০ জন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। দিনাজপুরে মোট শিক্ষার্থী ৪ লাখ ৬৯ হাজার ১২৮ জন। এরমধ্যে ১ হাজার ৮৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৫২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ২ লাখ ১৬ হাজার ৭৬৯ জন।

এ বছর প্রাথমিকের ২৯ লাখ ২৭ হাজার ৪৫৭ শিক্ষার্থীর জন্য বই মিলেছে ১ কোটি ২৪ লাখ ৫ হাজার ৫২২ কপি। নতুন বছরের প্রথম দিনেই এসব বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানিয়েছে, প্রাথমিকে চাহিদার সব বই এসেছে। পহেলা জানুয়ারি উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হবে।

এদিকে রংপুর বিভাগে মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ২ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৫৪৩ পিস। এনসিটিবি কর্তৃক বরাদ্দ মিলেছে ২ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৬৮৫। এর মধ্যে এনসিটিবি কর্তৃক প্রাপ্ত বইয়ের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৯৬৮ পিস। যার মধ্যে বিতরণ করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৪ হাজার ২৫৫ পিস বই। মোট বই প্রাপ্তির শতকরা হার ৬০ শতাংশ ছাড়িয়েছে।

রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, বিভাগের মোট চাহিদার মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। বাকি বই আসছে। সময় মতো সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। নতুন বছরের শুরুতেই বই বিতরণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা
পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র
জুলাই বিপ্লবে আহত ১৮ ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা করেছে বিজিবি
বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের
শেখ মুজিবের জন্য ১০ লাখ মানুষ মারা গেছে: প্রেস সচিব
আরও

আরও পড়ুন

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার

‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’

‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’

ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান

ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান

সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল

চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল

"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"

"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"

বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা

বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা

কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল

চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল

বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে নেই সতর্ক চিহ্ন, বাড়ছে দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে নেই সতর্ক চিহ্ন, বাড়ছে দুর্ঘটনা

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল

একশ’ মিটার ব্রিজ না থাকায় ১৫ কিলোমিটার ঘুরপথ, দুর্ভোগে শিক্ষার্থীসহ লাখো মানুষ

একশ’ মিটার ব্রিজ না থাকায় ১৫ কিলোমিটার ঘুরপথ, দুর্ভোগে শিক্ষার্থীসহ লাখো মানুষ

জাপানি ভাষার লেভেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

জাপানি ভাষার লেভেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আলফাডাঙ্গায় মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ করলেন ভ্রাম্যমাণ আদালত

আলফাডাঙ্গায় মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ করলেন ভ্রাম্যমাণ আদালত

কাউখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও বরের ৭ দিনের কারাদণ্ড

কাউখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও বরের ৭ দিনের কারাদণ্ড