চট্টগ্রামে আলোচিত ৩ দুর্ঘটনা
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
সীমা অক্সিজেনে বিস্ফোরণ, বাস চাপায় একই পরিবারের : ৭ সদস্য, অগ্নিকা-ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু
চলতি বছর চট্টগ্রামে অসংখ্য দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে আলোচিত ছিল তিনটি বড় দুর্ঘটনা। এগুলো হলো- সীতাকু-ে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, হাটহাজারীতে বাস চাপায় অটোরিকশা আরোহী একই পরিবারের দুই যমজ শিশুসহ সাত জনের প্রাণহানি এবং রাঙ্গুনিয়ায় অগ্নিকা-ে এক পরিবারের পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু। বিগত ৪ মার্চ চট্টগ্রামের সীতাকু-ের কদম রসূল এলাকায় বেসরকারি সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন, যাদের মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছেন। সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপিত শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন উৎপাদনের এ প্ল্যান্টে বিকট বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে এবং প্ল্যান্টের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুরো এলাকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ইট, পাথর, লৌহখন্ড চারিদিকে ছিটকে পড়ে। তাতে আশপাশের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে উড়ে যাওয়া লৌহখন্ডের আঘাতে প্রায় দুই কিলোমিটার দূরে এক গ্রামবাসী নিহত হয়েছেন। এ প্ল্যান্টে শিল্পের কাজে ব্যবহৃত অক্সিজেন উৎপাদন করা হত। সীমা গ্রুপের নিজেদের জাহাজ ভাঙা শিল্প ও রি রোলিং মিলে সরবরাহের পাশাপাশি তা অন্যান্য শিল্পেও সরবরাহ করা হত। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি কারখানা মালিক পক্ষের অবহেলা এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করার কারণেই এমন বিপর্যয় বলে প্রতিবেদনে উল্লেখ করে। বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়। মামলায় একজন মালিকসহ কয়েক জনকে গ্রেফতার করা হয়। একই সাথে ঐ ধরনের দুর্ঘটনা রোধে অন্যান্য কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে বেশকিছু উদযোগ নেয়া হয়। বিস্ফোরণে নিহত সাতজন হলেন- সীতাকু-ের ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ফরিদ (৩৪), সীতাকু-ের কদমরসুল এলাকার শামসুল আলম (৬৫), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ছোট মনগড়া গ্রামের মিকি রেঙি লখরেটের ছেলে রতন লখরেট (৪৫), নোয়াখালীর সুধারাম থানার অলিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আবদুল কাদের (৫০), লক্ষ্মীপুরের মো. সালাউদ্দিন (৩৩) ও অক্সিজেন প্ল্যান্টের অপারেটর প্রবেশ লাল শর্মা (৫৫)।
গত ৭ নভেম্বর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জমজ দুই ভাইসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তারা সবাই অটোরিকশাযোগে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মহাসড়কের উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া এলাকার বোর্ড স্কুলসংলগ্ন ইজতেমার মাঠের সমানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের আরো বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামের ধোপা পাড়া এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী নারায়ণ দাশের স্ত্রী রিতা দাশ মায়া (৩৫), তার চার সন্তান শ্রাবন্তী দাশ (১৭), বর্ষা দাশ (১২), দ্বীপ দাশ (৫), দিগন্ত দাশ (৫)। এদের মধ্যে দ্বীপ ও দিগন্ত জমজ ভাই। এ ছাড়া নিহত রিতার ননদ চিনু বালা দাশ (৫০) ও নিহত রিতার ভাশুরের ছেলে বিপ্লব দাশ (২৭)। ওই দুর্ঘটনায় তিনজন পথচারী গুরুতর আহত হয়। তারা হলেন- চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর ধোপা পাড়া, দুলাল মাস্টারের বাড়ির শশীল দাশের ছেলে বাপ্পা দাশ (২৮), ফটিকছড়ির বারমাসিয়া বৈদ্যরহাট এলাকার নেপাল দের ছেলে বিপ্লব দে (২৪) ও নুরজাহান বেগম (৫৫)। জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া এলাকায় শহরগামী দ্রুতগতির পদক্ষেপ নামের একটি যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফটিকছড়িগামী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। অটোরিকশায় থাকায় আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় তিনজন নারী, তিন শিশু ও একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। রিতা তার ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনকে নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে ফটিকছড়িতে তার বাবার বাড়িতে যাচ্ছিলেন। গত এক মাস আগে তার দাদি মারা যান। ওইদিন ছিল তার শ্রাদ্ধ অনুষ্ঠান। তার আগেই রিতাসহ সাতজনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে রান্না ঘরের চুলা থেকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি প্রায় দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ জানালা কেটে পাঁচজনের লাশ উদ্ধার করে। পুরো পরিবার আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করে।
১২ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়ার খোকন বসাকের বসতঘরে ভয়াবহ এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় গৃহকর্তা খোকন বসাক আগুনের লেলিহান শিখার মধ্যদিয়ে কোনো রকম ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা তার বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললীতা বসাক (৬০), স্ত্রী লাকী দে (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শয়ন্তী বসাক (৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গুরুতর দগ্ধ গৃহকর্তা খোকন বসাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় । অগ্নিকা-ে ঘরের সামনে রাখা খোকন বসাকের মালিকানাধীন একটি সিএনজি অটো রিকশাও ভস্মীভূত হয়। পেশায় সিএনজি অটোরিকশা চালক খোকন বসাকের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেমিপাকা ঘরে বসবাস করতেন। তিন কক্ষবিশিষ্ট ঘরটিতে একটিমাত্র দরজা ছিল। সেই দরজার কাছে ছিল তাদের রান্নাঘর। রান্নাঘর আর মূল ঘরের মাঝখানে ছিল অনেকগুলো কাঠের লাকড়ির স্তূপ। রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে সেখানে মজুদকৃত বিপুল পরিমাণ কাঠের লাকড়ির মাধ্যমে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। যেহেতু ঘরের দরজা ছিল একটা, আর সেই দরজা ঘিরেই ছিল আগুনের মূল উৎসস্থল। তাই ভাগ্যগুণে গৃহকর্তা খোকন বসাক আহত অবস্থায় বের হতে পারলেও ঘুমন্ত অবস্থায় থাকা ঘরের অন্য বৃদ্ধ, নারী ও শিশুরা বের হতে পারেনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন