চট্টগ্রামে ইতালিয়ান চিত্রশিল্পীর ব্যাগ ছিনতাই ৪ জন গ্রেফতার
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
নগরীতে ইতালিয়ান নারী আলোকচিত্র শিল্পী ক্রিস্টিনা জ্যামার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া নগদ টাকাসহ ওই বিদেশী নাগরিকের মোবাইল।
গতকাল এসব তথ্য নিশ্চিত করেন সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা। গত ২ ডিসেম্বর এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারের সামনে থেকে ওই বিদেশী নাগরিকের হাত ব্যাগ অটোরিকশা থেকে টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। গ্রেফতার ৪ জন হল মো. রুবেল, নুর উদ্দিন ওরফে রিয়াজ, মো. মুমিন ও মো. আরাফাত।
অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশের অন্তত ৫০টি সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যে সিএনজির মাধ্যমে ছিনতাই সংঘটিত হয়েছে সেটির পিছনে “সিরাতাল মুস্তাকিম” লেখা ছিল। ১৬ থানায় ১০০ গ্যারেজে ওই লেখাযুক্ত গাড়িটির খোঁজ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার চকবাজার থেকে প্রথমে রুবেলকে গ্রেফতার করে তার হেফাজত থেকে সিএনজি এবং ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। সে অন্যান্যদের নাম-ঠিকানা প্রকাশ করে। এরপর সন্ধ্যায় নুর উদ্দিনকে সিনেমা প্যালেস এলাকায় থেকে গ্রেফতার এবং উদ্ধার করা হয় নগদ ১০ হাজার টাকা। রাতে পুরাতন রেলওয়ে স্টেশন থেকে মুমিনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে পাওয়া যায় ছিনতাই হওয়া মোবাইলটি। এরপর শুক্রবার ভোররাতে ফটিকছড়ির উত্তর ধুরুং থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়, উদ্ধার করা হয় ৩ হাজার ৮০০ টাকা। এরা সকলেই একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত মহানগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
কোতোয়ালী জোনের সহকারি কমিশনার অতনু চক্রবর্তী জানান, এ চক্রটির একজন সিএনজি চালায় এবং অপর দুইজন সিএনজির পিছনের সিটে যাত্রীবেশে বসে থাকে। তারা রাতের বেলায় সিএনজি নিয়ে ঘোরাঘুরি করতে থাকে, টার্গেটকে লক্ষ্য কিছুক্ষণ অনুসরণ করে এবং নির্জন জায়গা বুঝে টার্গেটের পাশ দিয়ে সিএনজি নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে কৌশলে ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন দামী জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রæত গতিতে পালিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই করা মালামাল কমদামে বিক্রয় করে। স¤প্রতি চট্টগ্রামের অলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন ক্রিস্টিনা। এতে তার তোলা ছবিও প্রদর্শিত হয়। ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ-তরুণীসহ দামপাড়ায় শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে হেঁটে কাজির দেউড়ি হয়ে জামালখানের দিকে যাচ্ছিলেন। ক্রিস্টিনার বৃহস্পতিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। এজন্য পথে এটিএম বুথ থেকে তিনি ৩০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?