ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত

রমজানের প্রথম জুমা মসজিদে মুসল্লিদের ঢল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ মার্চ ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১১ এএম

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিতে সারাদেশে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা থেকে শুরু করে রামপুরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ী এবং গ্রামে-গঞ্জে সর্বত্রই মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মহাখালির মসজিদে গাউসুল আজম এ ধরনের বড় বড় মসজিদগুলোতে ১২টার পর থেকেই মুসল্লিরা উপস্থিত হতে শুরু করে। প্রতিটি মসজিদের ভিতরে তিল ধারণের ঠাঁই ছিল না। চারতলা পাঁচ তলা বা তারও বেশি তলার মসজিদগুলোর ভিতরে জায়গা না হওয়ায় আশপাশের রাস্তায় হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। মসজিদের ভিতরে নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা চলে আসেন মসজিদে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রতিটি মসজিদ। মুসল্লিদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। অতীতে এমন মুসল্লি উপস্থিতি আর দেখা যায়নি। যে সব মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে সেগুলোতে মহিলাদের উপস্থিতিও ছিল অনেক বেশি। অনেকে দূর থেকে গাড়ি করে মসজিদে নামাজ পড়তে এসে জায়গা না পেয়ে পার্কের ভিতরে বা মসজিদের আশপাশে নামাজ আদায় করেছে।

রহমতের দশকের চতুর্থ রোজায় পড়েছে বরকতময় এ জুমা। নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালিত হয়। এ ছাড়া প্রতিটি মসজিদে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
রোজার প্রথম জুমা হওয়ায় বেশি নেকির আশায় দূর-দূরান্ত থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে ছুটে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে হাজার হাজার মুসল্লি রাস্তায় নামাজ পড়েন। একজন মুসল্লি বলেন, রোজার প্রথম জুমা আজ, তাই তাড়াতাড়ি চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। এই পবিত্র রমজানে রহমত, মাগফিরাত এবং নাজাত যেন লাভ করতে পারি। আরেক মুসল্লি বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ একটু তাড়াতাড়ি শেষ করেই মসজিদে চলে এসেছি। মগবাজার থেকে এসেছেন আমিনুল হক। তিনি বলেন, সাধারণত জুমার নামাজ এলাকার মসজিদেই পড়ি। তবে রমজানের প্রথম জুমাটা বায়তুল মোকাররমে পড়তে মন চাইলো তাই চলে এলাম।

শান্তিনগর থেকে এসেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, রোজার প্রথম জুমা আজ, তাই আল্লাহর সন্তুষ্টি আদায়ে আগেভাগেই বায়তুল মোকাররমে এসেছি। দেরি করলে জায়গা পাওয়া যায় না। পরিবারসহ দেশবাসী ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করবে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। রমজানের ফাজিল হাসিল করার তৌফিক দান করেন।

জুমার নামাজের আজান পড়ার সাথে সাথে মহাখালির মসজিদে গাউসুল আজম মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর পর সময় যত গড়াতে থাকে মুসল্লির সংখ্যাও বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে মসজিদের ভিতর ছেড়ে হাজার হাজার মুসল্লি এর বাইরের প্রাঙ্গণে জায়গা নেন।
মসজিদটিতে জুমার নামাজ আদায় করা মো. আ. সালাম বলেন, প্রতি জুমার নামাজেই এই মসজিদে মুসল্লিদের চাপ থাকে। তবে আজ রোজার প্রথম জুমা হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অন্যদিনের তুলনায় অনেক বেশি। তিনি বলেন, রোজার মাসে বেশি ছওয়াবের আশায় একটু আগেই মসজিদে চলে এসছি। আল্লাহ যেন রোজার ফজিলত পরিপূর্ণভাবে হাসিল করা তৌফিক দেন।

এ মসজিদটিতে জুমার নামাজ আদায় করা আরেক মুসল্লি আবুল কালাম বলেন, রোজার প্রথম জুমার নামাজ হওয়ায় মসজিদে ভিড় হবে ধারণা করেছিলাম। এজন্য আজানের সাথে সাথেই মসজিদে চলে এসেছি। তারপরও মসজিদের ভেতরে জায়গা পাইনি। এজন্য মসজিদের বাইরে নামাজ আদায় করতে হয়েছে। মহাখালির মতো, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ী, মিরপুরসহ রাজধানীর সব মসজিদেই ছিল মুসল্লিদের ঢল।

রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এ মাসের গুরুত্ব ও ফজিলতের বিষয় আলোচনা করা হয়। ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিলো। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। (সূরা বাকারা: ১৮৫)

রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ গুনাহ মাফ করে দেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় লায়লাতুল কদর ইবাদাতে কাটাবে তারও আগের সব গুনাহ ক্ষমা করা হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। রমজানে এমন একটি রাত রয়েছে, যে রাত হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সূরা কাদরে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল কদরে।’ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। (সূরা কাদর: ১-৫)। এ ছাড়া হাদিস শরিফে বর্ণিত হয়েছে, রমজান মাস কতোই না উত্তম মাস! এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। (মুসলমানদেরকে) ক্ষমা করে দেয়া হয়। তবে যে অস্বীকার করলো তাকে ক্ষমা করা হয় না। রোজার ফজিলত সম্পর্কে আরও বলা হয়েছে, আল্লাহ তায়ালার কাছে রোজা অত্যন্ত প্রিয় একটি ইবাদত। এর প্রতিদান আল্লাহ তায়ালা নিজে দেওয়ার ঘোষণা দিছেয়েন। অসংখ্য হাদিসে রোজার ফজিলত-মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ কোনোদিন সিয়াম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয়। কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ায় প্ররোচিত করতে চায় সে যেন বলে, আমি রোজা পালনকারী। (সহিহ বুখারি : ১৮৯৪, সহিহ মুসলিম : ১১৫১)


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান